Advertisement
০৫ মে ২০২৪

পুনর্নির্বাচনের নির্দেশ, তবু অখুশি সিপিএম

শাসক দলের বিরুদ্ধে ‘সন্ত্রাস’-এর অভিযোগ তুলে হুগলির বেশ কিছু বুথে পুনর্নির্বাচন চেয়েছিল বামেরা-সহ অন্য বিরোধী দলগুলি। নির্বাচন কমিশন অবশ্য গোটা জেলায় মাত্র দু’টি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে। একটি আরামবাগের মইগ্রামে ৫ নম্বর বুথ, অন্যটি ধনেখালির সিমলায় ১১ নম্বর বুথ। আজ, মঙ্গলবার এই দু’টি জায়গায় ফের ভোটগ্রহণ। গত ৩০ এপ্রিল রাজ্যে পাঁচ দফায় নির্বাচনের তৃতীয় পর্যায়ে আরামবাগের ওই বুথে তেমন গোলমালের অভিযোগ না উঠলেও সেখানে ফের ভোটগ্রহণের কথা শুনে স্থানীয় বাসিন্দারা অবাক হয়েছেন।

নিজস্ব সংবাদদাতা
আরামবাগ ও ধনেখালি শেষ আপডেট: ১৩ মে ২০১৪ ০৪:১৯
Share: Save:

শাসক দলের বিরুদ্ধে ‘সন্ত্রাস’-এর অভিযোগ তুলে হুগলির বেশ কিছু বুথে পুনর্নির্বাচন চেয়েছিল বামেরা-সহ অন্য বিরোধী দলগুলি। নির্বাচন কমিশন অবশ্য গোটা জেলায় মাত্র দু’টি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে। একটি আরামবাগের মইগ্রামে ৫ নম্বর বুথ, অন্যটি ধনেখালির সিমলায় ১১ নম্বর বুথ। আজ, মঙ্গলবার এই দু’টি জায়গায় ফের ভোটগ্রহণ।

গত ৩০ এপ্রিল রাজ্যে পাঁচ দফায় নির্বাচনের তৃতীয় পর্যায়ে আরামবাগের ওই বুথে তেমন গোলমালের অভিযোগ না উঠলেও সেখানে ফের ভোটগ্রহণের কথা শুনে স্থানীয় বাসিন্দারা অবাক হয়েছেন। তাঁদের বক্তব্য, এখানে কোনও গোলমালই হয়নি। বরং ৭ নম্বর বুথে ঢুকে ইভিএম মেশিনের সামনে দাঁড়িয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠে তিরোল পঞ্চায়েতের তৃণমূল সদস্য ঝর্না সিংহের বিরুদ্ধে। বিভিন্ন টিভি চ্যানেলেও সেই দৃশ্য স্পষ্ট দেখা গিয়েছে। প্রিসাইডিং অফিসারের অভিযোগের ভিত্তিতে ওই তৃণমূল নেত্রীকে পুলিশ গ্রেফতারও করে। সিপিএম ওই বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছিল। যদিও, এখানে পুনর্নির্বাচন হচ্ছে না। আরও কয়েকটি বুথে ছাপ্পা দেওয়ার অভিযোগ থাকলেও সেই সব বুথেও পুনর্নির্বাচনের দাবি মানেনি কমিশন। কোন অভিযোগের ভিত্তিতে ৫ নম্বর বুথে ফের ভোট নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল প্রশাসনের তরফে তার কোনও সদুত্তর মেলেনি।

এ দিন নির্বাচন কমিশনের সিদ্ধান্তের কথা জেনে রবিরঞ্জন চল নামে স্থানীয় এক বাসিন্দার টিপ্পনি, “ভেঙেছে ডান পা, এক্স-রে হচ্ছে বাঁ পায়ের।” স্কুল শিক্ষক অমিয় ভট্টাচার্যের কথায়, “ভোটের দিন সাত নম্বর বুথে যে বেনিয়ম হয়েছে তা সংবাদমাধ্যমেই জানা গিয়েছে। অথচ ওখানে ফের ভোট নেওয়া হচ্ছে না। ৫ নম্বর বুথে তো কিছুই হয়নি। কিন্তু সেখানে পুর্নির্বাচনের নির্দেশ দেওয়া হয়েছে। এটা খুবই আশ্চর্যের”

তৃণমূলের বিরুদ্ধে বুথ জ্যাম, কেন্দ্রীয় বাহিনী না থাকা, দলের এজেন্টদের তাড়িয়ে দেওয়ার অভিযোগ জানিয়ে ধনেখালির ৬০টি বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছিল বামফ্রন্ট। ধনেখালির ৩১০টি বুথে পুনর্নির্বাচনের দাবি জানানো হয়েছিল বিজেপির তরফে। কমিশনের এ দিনের নির্দেশে তাঁরা স্পষ্টতই হতাশ।

সিপিএমের হুগলি জেলা সম্পাদক সুদর্শন রায়চৌধুরী বলেন, “ধনেখালি এবং আরামবাগের বিভিন্ন জায়গায় ৯৫ শতাংশেরও বেশি ভোট পড়েছে। ধনেখালিতে এমন বুথও আছে, যেখানে একশো শতাংশেরও বেশি ভোট পড়েছে। যে সব জায়গায় ফের ভোট করার প্রয়োজন ছিল, সেখানে না করে গুরুত্বহীন জায়গায় পুনর্নির্বাচন হচ্ছে। এটা পুনর্নির্বাচনের নামে প্রহসন ছাড়া কিছু নয়।” একই বক্তব্য বিজেপি-র জেলা নেতা স্বপন পালেরও।

তৃণমূলের জেলা সভাপতি তথা রাজ্যের পরিষদীয় সচিব তপন দাশগুপ্ত অবশ্য বলেন, “আরামবাগ, ধনেখালিতে কি কায়দায় ভোট হত তা শুধু রাজ্য নয়, দেশের মানুষ জানেন। মানুষ এখন ওদের প্রত্যাখ্যান করেছে। তাই যা খুশি অভিযোগ করছে।” তাঁর সংযোজন, “নির্বাচন কমিশন কোনও কোনও জায়গায় পুনর্নির্বাচনের কথা বলেছে। তাকে স্বাগত।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

dhonekhali arambag re poll
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE