Advertisement
২৬ এপ্রিল ২০২৪

বাড়িতে ডেকে এনে প্রেমিককে খুন, নালিশ

বাড়িতে ডেকে এনে প্রেমিককে খুন করার অভিযোগ উঠল তরুণী এবং তাঁর মায়ের বিরুদ্ধে। শনিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের মুলটি গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে নিহতের নাম ধনঞ্জয় দাস (২০)। নিহতের বাবা ওই ঘটনায় তরুণী ও তাঁর মায়ের নামে খুনের অভিযোগ দায়ের করেছেন। পুলিশ এখনও কাউকে গ্রেফতার করেনি।

নিজস্ব সংবাদদাতা
মগরাহাট শেষ আপডেট: ০১ জুন ২০১৪ ০০:৫৫
Share: Save:

বাড়িতে ডেকে এনে প্রেমিককে খুন করার অভিযোগ উঠল তরুণী এবং তাঁর মায়ের বিরুদ্ধে। শনিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের মুলটি গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে নিহতের নাম ধনঞ্জয় দাস (২০)। নিহতের বাবা ওই ঘটনায় তরুণী ও তাঁর মায়ের নামে খুনের অভিযোগ দায়ের করেছেন। পুলিশ এখনও কাউকে গ্রেফতার করেনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মুলুটির দেবশ্রী দাসের সঙ্গে বছরখানেক ধরে পড়শি বনসুন্দরি গ্রামের যুবক ধনঞ্জয়ের প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল। মেয়েটির বাবা দিনমজুরের কাজের সূত্রে অন্যত্র থাকেন।

দুই পরিবারই জানিয়েছে, দু’জনের বিয়ের প্রস্তুতি নেওয়াও শুরু হয়ে গিয়েছিল। নিহতের দাদা মৃত্যুঞ্জয় দাসের দাবি, “শুক্রবার রাতে ফোন করে ওরা ভাইকে বাড়িতে ডেকে নিয়ে যায়। শনিবার সকালে ভাইয়ের প্রেমিকা এবং তাঁর মা আমাদের বাড়িতে এসে জানায়, ধনঞ্জয় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।” তাঁর অভিযোগ, প্রেমিকা এবং তাঁর মা-ই ভাইকে গলা টিপে খুন করে ঝুলিয়ে দিয়েছে। ঘটনার খবর পেয়েই ক্ষুব্ধ বাসিন্দাদের একাংশ ওই তরুণীর বাড়িতে চড়াও হয়। তাঁরা বাড়ি ভাঙচুরের পাশাপাশি মা ও মেয়েকে মারধর করে বলেও অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মেয়ে-মা মিলেই ওই যুবককে খুন করেছে। জখম দেবশ্রী এবং তাঁর মা সুলতাদেবীকে মগরাহাট ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করানো হয়। খুনের অভিযোগ অস্বীকার করে চিকিৎসাধীন দু’জনেরই দাবি, “ধনঞ্জয় আজ সকালেই আমাদের বাড়িতে এসেছিল। তার কিছু ক্ষণ পরে বাজার করতে চলে যাই। ফিরে এসে দেখি ঘরের মধ্যে সিলিং ফ্যানে ধনঞ্জয়ের দেহ ঝুলছে।”

খবর দেওয়া হলে পুলিশ এসে ওই ঝুলন্ত দেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। চিকিৎসাধীন থাকায় অভিযুক্তদের এখনও গ্রেফতার করা হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

magrahat mudder dhananjay das
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE