Advertisement
১৮ মে ২০২৪

ভোটের ডায়েরি

সকাল থেকেই ঝাড়খণ্ডের সীমান্ত লাগোয়া ঝালদায় গাড়ির তল্লাশি করছিলেন জওয়ানেরা। গাছে হেলান দিয়ে কানে সুড়সুড়ি দিচ্ছিলেন এক সাব-ইন্সপেক্টর। রাঁচি থেকে আসা এক দামি গাড়ির ডিকি খুলে একের পর এক জিনিস বের করা হচ্ছিল। হঠাৎ বাজখাঁই গলায় গাড়ির ভেতর থেকে এক জন বলে উঠলেন, ‘‘ইতনা দের কিঁউ লাগতা হ্যায়?’’

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০১৫ ০০:০৫
Share: Save:

লেডিস ফার্স্ট

ঠা ঠা রোদ মাথায় করেই ঠায় দু’ঘণ্টা বসে বাঘমুন্ডির পারুল সিংহ। চোখের সামনে দিয়ে হুশহাস পুলিশের গাড়ি গেলেও বাসের দেখা নেই ঝালদার কালিমাটি মোড়ে। হঠাৎ দূরে দেখা গেল একটি ম্যাজিক গাড়ি। কাছে আসতেই, বোঝা গেল এ সেই জনপ্রিয় আঠার বিজ্ঞাপনের মতো। চালক বললেন, ‘‘যেতে হলে ছাদে উঠে পড়ুন।’’ পারুলও উপায় না থাকায় কোমরে ওড়না জড়িয়ে সবে উঠতে যাচ্ছেন, হঠাৎ জানালা দিয়ে দুই যুবক মুখ বাড়িয়ে বললেন, ‘‘লেডিস ফার্স্ট। আপনি ভেতরে ঢুকে আসুন। আমরা ছাদে উঠছি।’’

তল্লাশির গেরো

সকাল থেকেই ঝাড়খণ্ডের সীমান্ত লাগোয়া ঝালদায় গাড়ির তল্লাশি করছিলেন জওয়ানেরা। গাছে হেলান দিয়ে কানে সুড়সুড়ি দিচ্ছিলেন এক সাব-ইন্সপেক্টর। রাঁচি থেকে আসা এক দামি গাড়ির ডিকি খুলে একের পর এক জিনিস বের করা হচ্ছিল। হঠাৎ বাজখাঁই গলায় গাড়ির ভেতর থেকে এক জন বলে উঠলেন, ‘‘ইতনা দের কিঁউ লাগতা হ্যায়?’’ বাজখাঁই আওয়াজের মালিকের দিকে তাকিয়েই আঁতকে উঠলেন পুলিশটি। দ্রুত রওনা করিয়ে দিলেন। বললেন, ‘‘উনি তো ডাক্তারবাবু। যাঁর হাতে জীবন-মরণ তাঁকে চটালে চলে!’’

লাকির মা

ভোটের দু’দিন আগেই ফুটফুটে ছেলে কোলে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন পুরুলিয়ার তৃণমূল প্রার্থী পার্বতী বাউরি। এই ক’দিনে প্রচারটাও সেভাবে করতে পারেননি। কিন্তু ভোটের দিন কি আর ঘরে মন টেকে? সকাল থেকেই তাই ছেলে কোলে বেরিয়ে পড়েছেন। চেনা-পরিচিত যাঁর সঙ্গে দেখা হচ্ছে, তাঁকেই বলছেন, ‘‘এই তো দু’দিন আগে ছেলে হল। প্রচারে সেভাবে বেরোতে পারলাম না।’’ এর মাঝেই এক জন জিজ্ঞেস করে বসলেন, ‘‘কি গো, তিন মেয়ের পরে ছেলে, তা-ও ভোটের মধ্যে, নাম কি রাখলে?’’ পার্বতী বললেন, ‘‘লাকি।’’

ইভিএম উধাও

ভোটের বিকেলে চাউর হল ধূলিয়ানের ১ নম্বর বুথের ইভিএম হারিয়েছে। হাঁকডাক শুরু করলেন নেতারা, খোঁজ করলেন সার্কেল ইন্সপেক্টরেরাও। উৎকণ্ঠা তখন চরমে। এসডিও-র অফিসেও জমা পড়েনি যন্ত্রটি। ব্লক অফিসে মিলল ইভিএম। মহকুমাশাসক প্রিয়াঙ্কা সিংলা বললেন, ‘‘ওই অফিসারেরা খাতা শেষ করতে পারেননি। তাই বিডিও-র কাছে ব্যাপারটা বুঝে শেষে ঠিক জায়গাতেই ইভিএম জমা দিয়েছেন।’’

কম্পনে অজ্ঞান

ভোট তখন পুরোদমে। হঠৎ কেঁপে উঠল মাটিটা। চন্দ্রকোনার বিজেপি প্রার্থী, ব্লাড প্রেসারের রোগী ধীমান কোলে ভাবলেন, ‘এই রে সকালে ভোটের চাপে ওযুধটা তো খাওয়া হয়নি। তাই বোধহয়...’ তড়িঘড়ি সাঙ্গপাঙ্গদের ডেকে ওযুধটাও খেয়ে নেন তিনি। ততক্ষণে অবশ্য চাউর হয়ে গিয়েছে ওটা ভূমিকম্প। স্বস্তি পেয়েছেন ধীমানবাবুও। মেমারিতেও কম্পনে অজ্ঞান হয়ে পড়েন মমতা দাস।

ছাপ্পার অভিযোগ

ভোট শেষ হওয়ার পর জঙ্গিপুরের ১৬ নম্বর ওয়ার্ডের রঘুনাথগঞ্জ স্কুলের পুরনো ভবনে এক প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে ছাপ্পা মারার অভিযোগ উঠল। তৃণমূল প্রার্থী মনীষা রুদ্রের অভিযোগ, সিপিএম প্রার্থীকে ঘরে রেখে ২০ বার বোতাম টিপে ভোট দিয়েছেন ওই অফিসার। যদিও জঙ্গিপুরের মহকুমাশাসক প্রিয়াঙ্কা সিংলা বলেন, ‘‘ইভিএম সিল করার সময় আওয়াজ হয়। তা শুনেই ভুল বোঝাবুঝি হয়।’’

বিরোধী-প্রতিরোধ

বহিরাগত ৪ যুবককে এলাকা ছাড়া করলেন বিরোধীরা। শনিবার বোলপুরের ঘটনা। সিউড়িতে ১২ নম্বর ওয়ার্ডের সেহেড়া পাড়া প্রাথমিক বিদ্যালয়ের বুথে ভোটকর্মী অসুস্থ হয়ে পড়লে তাঁকে বদল করে দেওয়া হয়। সাঁইথিয়ায় ১১ নম্বর ওয়ার্ডে ইভিএম ভাঙচুরের ঘটনার তদন্ত শুরু হয়েছে। রামপুরহাটে ১০ নম্বর ওয়ার্ডে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগে ধরা হয় ১ ব্যক্তিকে।

ভোট মিটতে হামলা

ভোট-পর্ব মিটতেই শ্রীরামপুরের ২৪ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী ফরজানা খাতুনের ভাই যুবনেতা ইমরান খানকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলে বিরুদ্ধে। শনিবার বিকেলে চুঁচুড়ার ১ নম্বর ওয়ার্ডের সিপিএম কর্মী বাবলু গোস্বামীর উপরে হামলা চালিয়েছে বলে অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

কমিশনকে তোপ

পুর নির্বাচনে বহিরাগতদের দাপাদাপি-সহ একাধিক অভিযোগ উঠল কালনায়। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য অঞ্জু করের অভিযোগ, ‘‘ভোট চলাকালীন নির্বাচন কমিশনের কোনও সাহায্য মেলেনি।’’ যদিও তৃণমূল নেতা প্রণব রায় অভিযোগ অস্বীকার করে বলেন, ‘‘সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে।’’

টাকা বিলির নালিশ

ভোট চলাকালীন ধুলিয়ানের ৬ নম্বর ওয়ার্ডে রামকৃষ্ণ মণ্ডল নামে এক কংগ্রেস এজেন্ট এক যুবকের হাতে ১০০ টাকা গুঁজে দেন বলে অভিযোগ করেন বিজেপি-র জেলা সভাপতি ষষ্ঠীচরণ ঘোষের। যদিও রামকৃষ্ণবাবুর সাফাই, ‘‘ওই যুবককে খাবার কিনতেই টাকা দিয়েছিলাম।’’

অপহরণের নালিশ

বুথের সামনে থেকে চন্দ্রকোনা পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী সুপর্ণা কুণ্ডুকে অপহরণের অভিযোগ উঠল। যদিও তৃণমূলের ব্লক সভাপতি অমিতাভ কুশারী বলেন, “দলীয় কর্মীদের আচরণ অত্যন্ত সংযত ছিল।’’

নালিশহীন কাঁথি

শান্তিপূর্ণভাবেই কাঁথিতে শেষ হল পুর নির্বাচন। শনিবার সকালে ১৬ নম্বর ওয়ার্ডের জাতীয় বিদ্যালয়ের বুথে ইভিএম মেশিন খারাপ হয়ে যাওয়ায় কিছুক্ষণ ভোট বন্ধ থাকে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কাঁথিতে প্রায় ৮২ শতাংশ ভোট পড়েছে।

অভিজিতের নালিশ

ভোট শুরু হতেই মেমারি পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে দলীয় বুথ ক্যাম্পে ভাঙচুরের অভিযোগ করলেন সিপিএম প্রার্থী অভিজিৎ কোঙার। যদিও তৃণমূল নেতা স্বপন বিষয়ীর দাবি, ‘‘শান্তিতেই ভোট হয়েছে।’’

নির্বিঘ্ন খড়ার

ঘাটাল মহকুমার খড়ার, রামজীবনপুর-সহ ৫ টি পুরসভায় গড়ে ৮০ শতাংশ ভোট পড়েছে। ঘাটালের মহকুমাশাসক তথা রিটার্নিং অফিসার রাজনবীর সিংহ কপূর বলেন, “অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’’

তৎপর পুলিশ

পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে শাসক দলের বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ উঠলেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ওই বুথেই ইভিএম মেশিন খারাপ হওয়ায় ভোট প্রক্রিয়া ৪০ মিনিট বন্ধ থাকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE