Advertisement
৩০ এপ্রিল ২০২৪

কল্যাণীতে প্রবাসী-চর্চা কেন্দ্র

প্রবাসী বাঙালি-চর্চা কেন্দ্রের উদ্বোধনে আগামী ২৬ জুন কল্যাণী বিশ্ববিদ্যালয়ে আসছেন রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য কেশরীনাথ ত্রিপাঠী। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ওই দিন ই-টেকনোলজি সেন্টার, একটি আন্তর্জাতিক সেমিনার এবং জাতীয় সেবা প্রকল্পের একটি পুস্তিকারও উদ্বোধন হওয়ার কথা। কল্যাণী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, দেশের প্রথম সারির কিছু বিশ্ববিদ্যালয়ে ‘ডায়াস্পোরা স্টাডিস’ পড়ানো হলেও এখানেই প্রথম আলাদা কেন্দ্র তৈরি করা হচ্ছে।

পিনাকী গঙ্গোপাধ্যায়
কলকাতা শেষ আপডেট: ১৭ জুন ২০১৫ ০৩:১২
Share: Save:

প্রবাসী বাঙালি-চর্চা কেন্দ্রের উদ্বোধনে আগামী ২৬ জুন কল্যাণী বিশ্ববিদ্যালয়ে আসছেন রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য কেশরীনাথ ত্রিপাঠী। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ওই দিন ই-টেকনোলজি সেন্টার, একটি আন্তর্জাতিক সেমিনার এবং জাতীয় সেবা প্রকল্পের একটি পুস্তিকারও উদ্বোধন হওয়ার কথা।

কল্যাণী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, দেশের প্রথম সারির কিছু বিশ্ববিদ্যালয়ে ‘ডায়াস্পোরা স্টাডিস’ পড়ানো হলেও এখানেই প্রথম আলাদা কেন্দ্র তৈরি করা হচ্ছে। আগামী দিনে এই কেন্দ্র থেকে সার্টিফিকেট কোর্স এমনকি এম.ফিল, পিএইচডি করানো হবে। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের তরফে ইউজিসিকে সেই পরিকল্পনা জানানো হয়েছে।

সাম্প্রতিক নানা ঘটনায় দেখা গিয়েছে অস্ট্রেলিয়া, ইউরোপ-সহ বিভিন্ন দেশে নানা ভাবে হেনস্থার শিকার হয়েছেন ভারতীয়েরা। শিখেরা আক্রান্ত হয়েছেন ফ্রান্সে। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছেন ছাত্রেরা। কোথাও কোনও বাঙালি আক্রান্ত হয়েছেন কি না, হলে কোন প্রেক্ষিতে কেন ওই ঘটনা ঘটেছে, তাঁর অভিজ্ঞতাই বা কি— তা অনেক সময়ই অজানা থেকে যায়। প্রবাসী বাঙালি-চর্চা কেন্দ্রের ডিরেক্টর সুমিত মুখোপাধ্যায়ের কথায়, ‘‘এই কেন্দ্রের মাধ্যমে আমরা সেই অভিজ্ঞতা বা যন্ত্রণার কথা তুলে ধরব। তবে আপাতত সেখানে শুধু বাঙালি প্রবাসীদের কথাই তুলে ধরা হবে।’’

মুখ্যত, এটি হবে প্রবাসী বাঙালিদের আন্তর্জাতিক জনমত তৈরির কেন্দ্র। প্রবাসী যে বাঙালিরা মাতৃভাষার সংস্কৃতি, কৃষ্টি নিয়ে পড়াশোনা-লেখালেখি করেন তাঁরাও এই কেন্দ্রের অংশীদার হতে পারবেন। অনেক সময় প্রবাসী বাঙালিদের মধ্যে নানা কারণে আত্ম-পরিচিতির সঙ্কট হয়। সেটিও এই কেন্দ্রে আলোচনার বিষয় হবে। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তথা প্রবাসী বাঙালি-চর্চা কেন্দ্রের কমিটির সদস্য সুখেন বিশ্বাসের কথায়, ‘‘আমরা চাইছি, সেন্টার ফর বেঙ্গল ডায়াস্পোরা স্টাডিস প্রবাসী বাঙালিদের সঙ্গে একটা সেতু তৈরির কাজ করুক।’’

সেই পরিকল্পনা থেকে প্রবাসী বাঙালি ব্যক্তিত্ব কেতকী কুশারি ডাইসন, গায়ত্রী চক্রবর্তী স্পিভাক, পৃথীন্দ্রনাথ মুখোপাধ্যায়, রোমে বাঙালি ডায়াস্পোরা নিয়ে গবেষণারত সংযুক্তা দাশগুপ্ত, জয়া চট্টোপাধ্যায়-সহ আরও অনেকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁরা উৎসাহ দেখিয়েছেন বলে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর। ২৬ জুনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই কাজ শুরু হচ্ছে। ওই দিন প্রারম্ভিক ভাষণ দেবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রতনলাল হাংলু। স্বাগত ভাষণ দেওয়ার কথা কেন্দ্রের ডিরেক্টর সুমিত মুখোপাধ্যায়ের। সেমিনারে প্রারম্ভিক ভাষণ দেবেন বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কনসাল জেনারেল হেলেন লাফেভ। ‘প্রবাসী বাঙালি-চর্চা’ এই বিষয়ে বক্তব্য রাখবেন অধ্যাপক সোমক রায়চৌধুরী, সংযুক্তা ভট্টাচার্য, উমা দাশগুপ্ত প্রমুখ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE