Advertisement
০৫ মে ২০২৪

সেনা অভিযানে কি মৃত জীবন সিংহ? জল্পনা তুঙ্গে

মায়ানমারের জঙ্গি অভিযানে মৃতদের তালিকায় কেএলও প্রধান জীবন সিংহ রয়েছেন কি না তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে দেশজুড়ে। গোয়ান্দারা অবশ্য এখনই কেএলও (কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন) প্রধানকে মৃত বলে ঘোষণা করতে নারাজ। বৃহস্পতিবার ভোরে মায়ানমারের কয়েকটি জঙ্গি ঘাঁটিতে অতর্কিতে হামলা চালায় ভারতীয় সেনা। হামলায় নহত জনা চল্লিশেক জঙ্গির মধ্যে ২০ জন কেএলও কর্মী মারা গিয়েছিল বলে সেনা দাবি করেছিল। আহতও হয় অনেকে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১২ জুন ২০১৫ ১৬:৪২
Share: Save:

মায়ানমারের জঙ্গি অভিযানে মৃতদের তালিকায় কেএলও প্রধান জীবন সিংহ রয়েছেন কি না তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে দেশজুড়ে। গোয়ান্দারা অবশ্য এখনই কেএলও (কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন) প্রধানকে মৃত বলে ঘোষণা করতে নারাজ।

বৃহস্পতিবার ভোরে মায়ানমারের কয়েকটি জঙ্গি ঘাঁটিতে অতর্কিতে হামলা চালায় ভারতীয় সেনা। হামলায় নহত জনা চল্লিশেক জঙ্গির মধ্যে ২০ জন কেএলও কর্মী মারা গিয়েছিল বলে সেনা দাবি করেছিল। আহতও হয় অনেকে। পরে গোয়েন্দাদের একটি সূত্র জানায়, হামলায় নিহতের মধ্যে কেএলও প্রধান জীবন সিংহও রয়েছেন। জীবন সিংহের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে দেশ জুড়ে আলোড়ন তৈরি হয়। যদিও বিতর্কের অবসান ঘটিয়ে গোয়েন্দারা জানান, নিহত জঙ্গিদের পরিচয় মেলেনি। ফলে তাদের মধ্যে কেএলও প্রধান রয়েছেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

আলিপুরদুয়ারের কুমারগ্রামের বাসিন্দা জীবন সিংহ ১৯৮৮ সাল থেকে কেএলও সঙ্গে যুক্ত। কয়েক বছরের মধ্যেই সাংগঠনিক দক্ষতার প্রমাণ দিয়ে সংগঠনের প্রথম সারির নেতা হয়ে ওঠেন। বছর দশেক আগে ভুটানে সেনা অভিযানে বড়সড় ধাক্কা খাওয়ার পর থেকেই কার্যত ভেঙে পড়ে এই সংগঠনটি। তার পর থেকে বিভিন্ন সময়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে শুরু করে জঙ্গিরা। কিন্তু জীবন সিংহের নাগাল মেলেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE