Advertisement
১৮ মে ২০২৪
সবং কাণ্ড

আজ সৌমেনের জামিনের শুনানি

মেদিনীপুরের জেলা ও দায়রা আদালতে সবং মামলায় ধৃত সৌমেন গঙ্গোপাধ্যায়ের জামিনের আবেদনের শুনানি হল না বুধবার। আজ, বৃহস্পতিবার ওই শুনানি হবে। সৌমেন সবং সজনীকান্ত মহাবিদ্যালয়ের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক।

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৫ ০১:০৯
Share: Save:

মেদিনীপুরের জেলা ও দায়রা আদালতে সবং মামলায় ধৃত সৌমেন গঙ্গোপাধ্যায়ের জামিনের আবেদনের শুনানি হল না বুধবার। আজ, বৃহস্পতিবার ওই শুনানি হবে। সৌমেন সবং সজনীকান্ত মহাবিদ্যালয়ের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক।

সৌমেনের অভিযোগের ভিত্তিতেই কৃষ্ণপ্রসাদ জানা খুনের মামলাটি শুরু হয়। পরে অবশ্য তদন্তে নেমে সৌমেনকে গ্রেফতার করে পুলিশ। চার্জশিটেও তাঁর নাম রয়েছে। গত ৭ অগস্ট সবং কলেজ চত্বরে সিপি কর্মী কৃষ্ণপ্রসাদ জানাকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। এই মামলায় ৭ জন গ্রেফতার হন। ৪ জন ছাত্র পরিষদের (সিপি)। ৩ জন তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি)।

ঘটনার ৪১ দিনের মাথায় গত ১৭ সেপ্টেম্বর মেদিনীপুর সিজেএম আদালতে চার্জশিট পেশ করে পুলিশ। চার্জশিটে যে ২১ জনের নাম রয়েছে, তারমধ্যে ১৯ জনই সিপি- র। ২ জন টিএমসিপি- র। সিপি- র ১৮ জনের বিরুদ্ধে রয়েছে খুন-সহ একাধিক জামিন অযোগ্য ধারা। ধৃত টিএমসিপি কর্মীদের মধ্যে অসীম মাইতির নাম চার্জশিটে নেই। অন্য দু’জনের বিরুদ্ধে মারধর সহ যে ধারাগুলো দেওয়া হয়েছে, তা জামিন যোগ্য।

এ দিন সৌমেনের পাশাপাশি ধৃত সিপি কর্মী সুদীপ পাত্রেরও জামিনের আবেদনের শুনানি হওয়ার কথা ছিল।

মেদিনীপুরের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা বিচারক ইন্দ্রনীল অধিকারীর এজলাসে অবশ্য এ দিন সবং মামলার শুনানি হয়নি। জানা গিয়েছে, আজ, বৃহস্পতিবার মেদিনীপুরের জেলা ও দায়রা আদালতে সিপি কর্মী অনুপম আদকের জামিনের আবেদন জানানো হতে পারে।

অন্য দিকে, বৃহস্পতিবার টিএমসিপি কর্মী অসীম মাইতিকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানানো হতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

sabang murder case
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE