Advertisement
E-Paper

কাশ্মীরের জেরে বাড়তি সতর্কতা

জলপাইগুড়ি জেলায় বাংলাদেশ সীমান্ত রয়েছে ১২০ কিলোমিটার। তার মধ্যে কাঁটাতারের বেড়া নেই ১৭ কিলোমিটার মতো এলাকায়। দক্ষিণ বেরুবাড়ি, নগর বেরুবাড়ি এলাকায় রয়েছে কাঁটাতারহীন ওই সীমান্ত।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০১৯ ০৫:৪৭
বিএসএফের উত্তরবঙ্গের এক কর্তার মতে, কাশ্মীরের মত পরিস্থিতি উত্তরবঙ্গের সীমান্তগুলোয় কোনওদিনই ছিল না।

বিএসএফের উত্তরবঙ্গের এক কর্তার মতে, কাশ্মীরের মত পরিস্থিতি উত্তরবঙ্গের সীমান্তগুলোয় কোনওদিনই ছিল না।

কাশ্মীরে পুলওয়ামাতে জঙ্গি হামলার পরে সর্তকতা জারি হয়েছে দেশের সব সীমান্তেই। আর উত্তরবঙ্গের বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলোয় জারি হয়েছে বিশেষ নজরদারি। বিশেষ করে কাঁটাতারের বেড়া নেই এমন সমস্ত এলাকায় রাখা হচ্ছে কড়া নজর। পাশাপাশি, সেনা, বিএসএফ, এসএসবি, সিআইএসএফ দফতর, ক্যাম্প এবং চৌকিগুলির নিরাপত্তা আরও মজবুত করা হয়েছে।

বিএসএফের উত্তরবঙ্গের এক কর্তা জানান, কাশ্মীরের মত পরিস্থিতি উত্তরবঙ্গের সীমান্তগুলোয় কোনওদিনই ছিল না। কিন্তু বাংলাদেশ লাগোয়া সীমান্ত এলাকায় অস্ত্র পাচারকারী, চোরকারবারীরা সক্রিয় থেকেছে। এই পরিস্থিতিতে তাই সর্বত্র কড়া ব্যবস্থা নজরদারি রাখা হচ্ছে।

জলপাইগুড়ি জেলায় বাংলাদেশ সীমান্ত রয়েছে ১২০ কিলোমিটার। তার মধ্যে কাঁটাতারের বেড়া নেই ১৭ কিলোমিটার মতো এলাকায়। দক্ষিণ বেরুবাড়ি, নগর বেরুবাড়ি এলাকায় রয়েছে কাঁটাতারহীন ওই সীমান্ত। মূলত এই এলাকাগুলো নিয়েই চিন্তা বিএসএফের। বাহিনী সূত্রের খবর, এই এলাকাগুলোয় অতি সর্তকতা জারি করা হয়েছে। সাধারণত রাতের বেলায় পঞ্চাশ মিটার দূরে দূরে বিএসএফ জওয়ানরা পাহারায় থাকেন। শুক্রবার থেকে যেখানে কাঁটাতারের বেড়া নেই সেখানে রাতভর টহলদারির নির্দেশ দেওয়া হয়েছে। বেরুবাড়ি এলাকায় বাংলাদেশের মোবাইল নেটওয়ার্ক সহজেই চলে আসে। তার মাধ্যমে নাশকতার নানা পরিকল্পনা হতে পারে বলেও আশঙ্কা রয়েছে। নেটওয়ার্ক ‘জ্যাম’ করে দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে বলে সূত্রের খবর।

কাঁটাতারের বেড়ার ওপারে চাষের জমি রয়েছে। বিকেলে জমির কাজ সেরে বাসিন্দারা বেড়ার গেট দিয়ে গ্রামে ফেরেন। কারা কাজে যাচ্ছেন, কারা ফিরছেন তাও কড়াভাবে খুঁটিয়ে পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে বিএসএফ সদর থেকে। দক্ষিণ বেরুবাড়ির মানিকগঞ্জ, নাওতরি দেবোত্তর, পরানী গ্রাম, বড়শশী এই এলাকাগুলো বিতর্কিত তথা অ্যাডভার্স ল্যান্ড হিসেবে চিহ্নিত। এসব এলাকাতেও বেড়া নেই। বাড়তি সর্তকতা জারি হয়েছে সেখানেও।

দার্জিলিং জেলার সমতলের শিলিগুড়ি মহকুমায় রয়েছে প্রায় তিন কিলোমিটার মত কাঁটাতারহীন সীমান্ত। মহানন্দা নদীর জন্য এখনও সেখানে কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হয়নি। গত কয়েক দশক ধরেই দুষ্কৃতীরা এই সীমান্তে সক্রিয় লবলে অভিযোগ। গবাদি পশু, বালি-পাথর পাচারের অভিযোগও রয়েছে। গত কয়েকবছরে বিএসএফ জওয়ানের ম্যানপাক চুরির মত ঘটনা ফাঁসিদেওয়া সীমান্তে ঘটেছে। কয়েক মাস আগেই অনুপ্রবেশকারী পাচারকারীদের সঙ্গে বিএসএফের জওয়ানদের সংঘর্ষও হয়েছিল। তাতে এক অভিযুক্ত বাংলাদেশি নাগরিক গুরুতর জখম হন।

Pulwama Attack BSF
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy