গত কয়েক দিন ধরে হুগলি জেলার বিভিন্ন জায়গায় ভ্যাকসিনের জোগান কম। ফলে টিকা না পেয়ে ফিরতে হচ্ছে অনেককে। এই পরিস্থিতি থেকে আপাতত মুক্তির আশ্বাস মিলল জেলা স্বাস্থ্য দফতরের তরফে। স্বাস্থ্যকর্তারা জানান, বৃহস্পতিবার রাতের মধ্যেই ভ্যাকসিন চলে আসবে এই জেলায়।
জেলার এক স্বাস্থ্যকর্তা বলেন, ‘‘ভ্যাকসিন সরবরাহের সমস্যা আপাতত মিটে যাবে বলে আশা করছি। আপাতত দ্বিতীয় ডোজ় দেওয়ার উপরে জোর দেওয়া হবে। পাশাপাশি নতুনদেরও টিকাকরণ চলবে।’’
সম্প্রতি করোনার প্রকোপ বাড়তে থাকায় সাধারণ মানুষের মধ্যে টিকা নেওয়ার প্রবণতা বেড়েছে। বৃহস্পতিবার সকাল থেকে চুঁচুড়া ও চন্দননগর হাসপাতালে টিকা নেওয়ার লাইন পড়ে। হাসপাতাল সূত্রের খবর, এখনও পর্যন্ত কোভ্যাক্সিন মজুত থাকায় টিকাকরণের কাজ চলছে। তবে জেলার বিভিন্ন পঞ্চায়েত ও পুরসভা পরিচালিত স্বাস্থ্যকেন্দ্রে কোভিশিল্ড বা কোভ্যাক্সিন— কোনওটিই না থাকায় টিকাকরণ বন্ধ। সেখানে গিয়ে হতাশ হয়ে ফিরছেন বহু মানুষ। পোলবার বাসিন্দা অজয় মণ্ডল বলেন, ‘‘করোনা বেড়ে যাওয়ায় টিকা নিতে এসেছিলাম। ভ্যাকসিন না থাকায় ফিরে যেতে হচ্ছে। কবে ভ্যাকসিন আসবে, সেই অপেক্ষায় থাকতে হবে।’’