চুক্তি নবীকরণ না হওয়ায় কার্যত পথে বসেছেন হাওড়া পুরসভার ৪১৯ জন অস্থায়ী কর্মী। তিন মাস কাটতে চললেও বেতন না হওয়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তাঁরা। ওই কর্মীদের অভিযোগ, সমস্যার কথা পুরকর্তা-সহ জেলার তৃণমূল নেতাদের একাধিক বার জানিয়েও কোনও লাভ হয়নি। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল পরিচালিত পুরসভার কর্মী সংগঠন। ১৫ ফেব্রুয়ারির মধ্যে সমস্যার সমাধান না হলে ভুক্তভোগী কর্মীদের নিয়ে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন সংগঠনের নেতৃত্ব।
হাওড়া পুরসভা সূত্রের খবর, ২০১৩ সালে তৃণমূল পুরবোর্ড দখল করার পরে দফায় দফায় চুক্তিভিত্তিক কয়েক হাজার কর্মীকে নিয়োগ করা হয়েছিল। পুরভোট হওয়ার আগের বছর, ২০১৭ সালে ৪১৯ জনকে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হয়। তাঁদের মধ্যে উচ্চশিক্ষিত বহু যুবক-যুবতী রয়েছেন। কিন্তু অভিযোগ, রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর ওই নিয়োগে সবুজ সঙ্কেত দেয়নি। তার পর থেকেই এই নিয়োগ সংক্রান্ত ফাইল নিয়ে প্রতি বছর নবীকরণের সময়ে শুরু হয় টালবাহানা। চলতি বছরেও যার ব্যতিক্রম হয়নি।
পুরসভা সূত্রেই জানা যাচ্ছে, চুক্তি নবীকরণ না হওয়ায় ৪১৯ জনের মধ্যে বেশ কয়েক জন ইতিমধ্যেই কাজ ছেড়ে দিয়েছেন। বর্তমানে কাজ করছেন ৩৫০ জন। এমনই এক কর্মী ক্ষোভের সঙ্গে বলেন, ‘‘গত ডিসেম্বরে আমাদের চুক্তি নবীকরণের কথা ছিল। আচমকাই তা আটকে দেওয়া হয়। তার পরে তিন মাস বেতন না দিয়েই কাজ করানো হচ্ছে। আমরা এর শেষ দেখে ছাড়ব।’’