হাওড়া শহরে পুলিশ ও পুরসভার চোখের সামনেই চলছে অবৈধ পার্কিংয়ের রমরমা কারবার। বেআইনি পার্কিং ঘিরে বিভিন্ন এলাকায় গজিয়ে উঠেছে সিন্ডিকেট। অভিযোগ, সেখান থেকে মোটা টাকা ‘কাটমানি’ হিসেবে পকেটে পুরছেন এলাকার ‘দাদারা’। যে কারণে গত তিন বছরে পার্কিং বাবদ পুর কোষাগারে একটি টাকাও জমা পড়েনি। এই খাতে রাজস্বের ক্ষতি হয়েছে প্রায় তিন কোটি টাকা।
হাওড়ায় ২০১৮-র পর থেকে নির্বাচিত পুর বোর্ড না থাকায় কাজের পরিবেশ কার্যত তলানিতে। পাল্লা দিয়ে কমেছে আয়। বর্তমানে নুন আনতে পান্তা ফুরনোর অবস্থা। কারণ, দু’-একটি ছাড়া অধিকাংশ দফতরেরই রাজস্ব আদায় তলানিতে এসে ঠেকেছে। এমনই একটি দফতর হল পার্কিং। আগে ওই দফতর বছরে প্রায় এক কোটি টাকা আয় করত। কিন্তু কমতে কমতে এখন সেই আয়ের পরিমাণ কার্যত শূন্য।
হাওড়ার মতো ঘিঞ্জি শহরে বৈধ পার্কিংয়ের জায়গা এমনিতেই খুব কম। তা সত্ত্বেও ১৩৯টি অনুষ্ঠান বাড়ি সংলগ্ন পার্কিং এবং শহরের আরও ৩৮টি পার্কিং লট পুরসভার নিজস্ব। সূত্রের খবর, এই সমস্ত পার্কিং থেকে পুরসভার বছরে প্রায় এক কোটি টাকা আয় হত ২০১৭-’১৮ সাল পর্যন্ত। কিন্তু ২০১৯ থেকে ২০২১ পর্যন্ত পার্কিং থেকে একটি টাকাও আয় হয়নি তাদের। যার ফলে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় তিন কোটি টাকা।