অভয়বাণী ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে সাহায্যের ফোন নম্বরও।
‘জগৎবল্লভপুর থানা এলাকায় থাকি। এখানকার মেয়েদের বাড়ি ফিরতে কোনও অসুবিধা হলে আমার সঙ্গে যোগাযোগ করুন’।— রবিবার সকালে ফেসবুকে এই ‘পোস্ট’ করেছেন জগৎবল্লভপুরের পাতিহালের যুবক সঞ্জু মল্লিক। তিনি হাওড়া জেলা পরিষদের সদস্যও। সঙ্গে নিজের ফোন নম্বরও দিয়েছেন। বিকেলের মধ্যে ওই পোস্টের ১৬টি ‘শেয়ার’ হয়েছে। ৩০০টি ‘লাইক’ পড়েছে। ৭৫ জন ‘কমেন্ট’ করেছেন। প্রতিটিতে প্রশংসার বন্যা।
প্রায় একই ধরনের ‘পোস্ট’ করেছেন উলুবেড়িয়ার কুলগাছিয়ার বাসিন্দা আশানুর খান। বিকেল পর্যন্ত ১১ জন ‘কমেন্ট’ করেছেন। ৭১টি ‘লাইক’ পড়েছে। এখানেও ‘কমেন্টে’ উদ্যোগের ভূয়সী প্রশংসা। হায়দরাবাদ-কাণ্ডের পরে সোশ্যাল মিডিয়ায় গ্রামীণ হাওড়ার মহিলাদের জন্য ব্যক্তিগত ভাবে সাহায্যের হাত বাড়িয়েছেন আরও অনেক সাধারণ মানুষ। কিছু সতর্কবার্তার সঙ্গে সে উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জেলা (গ্রামীণ) পুলিশের কর্তারা। অনেক পুলিশকর্তাই মনে করছেন, এতে উপকার-ই হবে। পুলিশের দরকার ঘটনার দ্রুত খবর পাওয়া। সে ক্ষেত্রে কেউ যদি পুলিশকে খবর দিয়ে সতর্ক করেন, সেটা ভাল। তবে, তাঁরা যেন কেউ আইন নিজের হাতে তুলে না-নেন, সে ব্যাপারে সচেতন থাকতে হবে।