স্টেশন চত্বরে টোটোর স্ট্যান্ড তৈরি নিয়ে আপত্তি জানিয়েছিলেন অটোচালকেরা। তা নিয়ে দু’পক্ষের বচসা থেকে মারপিট, জিটি রোড অবরোধে ধুন্ধুমার ঘটল ব্যান্ডেলে। বৃহস্পতিবার সকালে ব্যস্ত সময়ে এমন ঘটনায় বিপাকে পড়েন কাজে বের হওয়া মানুষজন।
সারা রাজ্য জুড়েই টোটো নিয়ে সমস্যা চলছে। বিভিন্ন জেলায় টোটো ও অটোচালকদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটছে। হুগলিতেও একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। দিন কয়েক আগে, দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে টোটোর নতুন রুট নিয়ে অটোচালকদের সঙ্গে গোলমাল বাধে। বেশ কিছু টোটো ভাঙচুর করা হয়। বার বার এমন ঘটনায় দাবি উঠেছে প্রশাসনিক হস্তক্ষেপের। যদিও অভিযোগ, প্রশাসনের তরফে বার বার সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলেও কার্যত তা দেখা যাচ্ছে না।
এ দিন ব্যান্ডেলের ঘটনাও তারই ফল বলে অভিযোগ উঠেছে। ঘটনার শুরু বুধবার রাতে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, একদল টোটোচালক ব্যান্ডেল স্টেশন চত্বরে টোটোর স্ট্যান্ড তৈরির চেষ্টা করলে অটোচালকেরা বাধা দেন। দু’পক্ষের মধ্যে বচসা বেধে যায়। এরপর ব্যান্ডেল-পোলবা রুটে যাত্রী নিয়ে ফেরার পথে অটো আটকে মারধর করার অভিযোগ ওঠে টোটোচালকদের বিরুদ্ধে। টোটো চালকদের মারে কয়েকজন অটোচালক জখম হন। এর প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে অটোচালকরা গাড়ি বন্ধ করে আন্দোলনে নামেন। স্টেশন চত্বরে সার বেঁধে অটো দাঁড় করিয়ে রেখে তাঁরা মিছিল করেন। দুপুর ১২টা নাগাদ ব্যান্ডেল জিটি রোড মোড়ে অবরোধ শুরু হয়। এর জেরে বন্ধ হয়ে যায় যান চলাচল। পুলিশ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বেলা ১টা নাগাদ অবরোধ ওঠে। যদিও যান চলাচল স্বাভাবিক হতে আরও কিছুক্ষণ কেটে যায়।