পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি স্তরে বিভিন্ন প্রকল্পে ব্যাঙ্ক পরিষেবা নিয়ে নানা অসহযোগিতার অভিযোগ ছিল আরামবাগ ব্লক প্রশাসনের। এ বার ওই ব্লক চত্বরেই একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের শাখা খোলার বিষয়টি চূড়ান্ত হয়েছে। বিডিও প্রণব সাঙ্গুই বলেন, ‘‘চলতি বছরের মধ্যেই ব্যাঙ্কের শাখাটি চালু হবে। ভাড়া বাবদ পঞ্চায়েত সমিতির নিজস্ব তহবিলও পুষ্ট হবে।’’ পঞ্চায়েত সমিতি সূত্রে জানা গিয়েছে, তাদের তরফে সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটির কাছে ব্লক চত্বরে শাখা খোলার প্রস্তাব পাঠানো হয় গত ২৯ মে।