Advertisement
০৬ মে ২০২৪

কানে হেডফোন ছাত্রীর, ট্রেনের ধাক্কায় মৃত্যু

বালি স্টেশনে রেললাইন পেরোতে গিয়ে দূরপাল্লার ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক কলেজপড়ুয়ার।

মৌমিতা প্রামাণিক।

মৌমিতা প্রামাণিক।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৯ ০২:০৫
Share: Save:

রেললাইন ধরে হাঁটাই বেআইনি। তার উপরে কানে হেডফোন থাকলে তো কথাই নেই! রেল পুলিশের তরফে বারবার এ নিয়ে প্রচার করা হলেও যাত্রীদের একাংশ যে তা মানছেন না, ফের তার প্রমাণ মিলল সোমবার।

বালি স্টেশনে রেললাইন পেরোতে গিয়ে দূরপাল্লার ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক কলেজপড়ুয়ার। প্রত্যক্ষদর্শীরা রেল পুলিশকে জানিয়েছেন, ওই ছাত্রী কানে হেডফোন লাগিয়ে কথা বলতে বলতেই লাইন পার হচ্ছিলেন। তাই ট্রেন আসতে দেখে যাত্রীরা চিৎকার করে সাবধান করলেও তিনি শুনতে পাননি। রেল পুলিশ সূত্রের খবর, ওই ছাত্রীর নাম মৌমিতা প্রামাণিক (২৩)। তিনি হুগলির মানকুন্ডু বিএড কলেজে প্রথম বর্ষে পড়তেন। বাড়ি উত্তর কলকাতার বাগবাজার স্ট্রিটে।

রেল পুলিশ সূত্রের খবর, এ দিন বেলা সওয়া ১২টা নাগাদ বালি স্টেশনের এক নম্বর লাইন পার হচ্ছিলেন মৌমিতা। সেই সময়ে ওই ডাউন লাইনেই উত্তরপাড়ার দিক থেকে দ্রুত গতিতে আসছিল রাজগির প্যাসেঞ্জার। প্রত্যক্ষদর্শীরা জানান, কানে হেডফোন লাগিয়ে ফোনে কথা বলছিলেন ওই ছাত্রী। ট্রেন যে আসছে, তা তিনি খেয়াল করেননি। ট্রেনের ধাক্কায় তিনি রেল লাইনের উপরেই ছিটকে পড়েন। খবর পেয়ে বেলুড় জিআরপি-র কর্মীরা এসে তাঁর মৃতদেহ উদ্ধার করেন।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

রেল পুলিশ জানায়, লাইনের পাশ থেকে মৃতার ব্যাগটি পাওয়া যায়। তাতে বই ও কলেজের পরিচয়পত্র ছিল। তা দেখেই মৌমিতার পরিচয় পাওয়া যায়। মানকুন্ডুর ওই কলেজে যোগাযোগ করে জানা যায়, এ দিন দুপুরে বিএডের ওই ছাত্রীর পরীক্ষা ছিল। তদন্তকারীদের অনুমান, মৌমিতা এক ও দুই নম্বর লাইন পার করে তিন নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছিলেন ট্রেন ধরতে। সেই সময়েই ঘটে দুর্ঘটনা।

এ দিন ওই ছাত্রীর বাবা দিলীপ প্রামাণিক তদন্তকারীদের জানান, মৌমিতা তাঁর ছোট মেয়ে। পরীক্ষা থাকায় এ দিন সাড়ে ১০টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই ছাত্রী। দিলীপবাবু বলেন, ‘‘সেলুনের কাজে চলে গিয়েছিলাম। পরে খবর পেলাম এমন ঘটেছে। কী যে হল, বিশ্বাসই করতে পারছি না।’’ দুঃসংবাদ শোনার পর থেকে অসুস্থ হয়ে পড়েছেন তিনি ও তাঁর স্ত্রী। ফলে প্রতিবেশীরাই রেল পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।

রেল পুলিশ সূত্রের খবর, যাত্রীদের সচেতন করতে বালি, বেলুড়, লিলুয়া-সহ বিভিন্ন স্টেশনে মাইকে প্রচার চালায় বেলুড় জিআরপি। এ দিনও সকালে বালি ও বেলুড়ে একই ভাবে প্রচার করা হয়। তার কিছু পরেই ঘটে দুর্ঘটনা। বছরখানেক আগে লাইন পারাপারের অভিযোগে জরিমানা করা নিয়ে যাত্রীদের সঙ্গে রেল পুলিশের বচসায় রণক্ষেত্রের চেহারা নিয়েছিল বালি স্টেশন। রেল পুলিশের এক আধিকারিকের কথায়, ‘‘বালিতে লাইনের পাশে রেলিং দিয়ে ঘিরে দেওয়ার জন্য ইতিমধ্যেই রেলকে জানানো হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Death Accident Bali
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE