Advertisement
০২ মে ২০২৪

বন্ধুকে খুনের অভিযোগ,ধৃত

অভিযোগ, জয়ন্ত কর্মকার (৩৪) নামে ওই যুবককে ছাদ থেকে ঠেলে ফেলে খুন করেছে তাঁর বন্ধুরা। শনিবার রাতের ওই ঘটনায় জয়ন্তের ছয় বন্ধুকে পুলিশ গ্রেফতারও করেছে। যদিও পুলিশের কাছে ধৃতেরা দাবি করেছেন, জয়ন্তর ছাদ থেকে পড়ে যাওয়াটা নিছকই দুর্ঘটনা।

নিশানায়: এই বাড়ির ছাদ থেকেই পড়ে যান জয়ন্ত। নিজস্ব চিত্র

নিশানায়: এই বাড়ির ছাদ থেকেই পড়ে যান জয়ন্ত। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
উত্তরপাড়া শেষ আপডেট: ১০ জুলাই ২০১৭ ০২:৫০
Share: Save:

বন্ধুদের সঙ্গে পিকনিক করার মাঝেই এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হল হুগলি শ্রীরামপুর-উত্তরপাড়া ব্লকের কানাইপুরে। একটি বাড়ির সামনে থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

অভিযোগ, জয়ন্ত কর্মকার (৩৪) নামে ওই যুবককে ছাদ থেকে ঠেলে ফেলে খুন করেছে তাঁর বন্ধুরা। শনিবার রাতের ওই ঘটনায় জয়ন্তের ছয় বন্ধুকে পুলিশ গ্রেফতারও করেছে। যদিও পুলিশের কাছে ধৃতেরা দাবি করেছেন, জয়ন্তর ছাদ থেকে পড়ে যাওয়াটা নিছকই দুর্ঘটনা।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, জয়ন্ত ‘মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ’ ছিলেন। তাঁর বন্ধু বিশ্বজিৎ কুণ্ডু ওরফে সঞ্জয়ের বাড়ি কানাইপুরের সি’ব্লক হরিসভা এলাকায়। শনিবার সন্ধ্যায় সেখানেই দোতলার ছাদে পিকনিক চলছিল। জয়ন্ত এবং বিশ্বজিৎ ছাড়াও পিকনিকে ছিলেন ধনেশ মাহাতো, প্রদীপ বেড়া, রবীন্দ্রনাথ সাহা, অলোক পৈত এবং সুবীর দেবনাথ। সেখানে মদ্যপান করা হয়। রাত বারোটা নাগাদ স্থানীয় বাসিন্দারা জয়ন্তকে ওই বাড়ির সামনে পড়ে থাকতে দেখেন। বিষয়টি নিয়ে হইচই হওয়ায় জয়ন্তকে নিয়ে বন্ধুরা উত্তরপাড়া স্টেট জেনারে‌ল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে উত্তরপাড়া থানার পুলিশ যায়। দেহটি ময়না তদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে পাঠানো হয়।

মৃতের বাবা নিখিলরঞ্জন কর্মকার ছেলের ছয় বন্ধুর বিরুদ্ধে উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিশ্বজিৎ-সহ মৃতের ছয় বন্ধুকেই গ্রেফতার করেছে পুলিশ। জয়ন্তের মাসতুতো ভাই বিশ্বনাথ সাহার দাবি, ‘‘ওঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে বাড়িতে খবর দেওয়া হয়েছে। দাদার বন্ধুদের কথায় অসঙ্গতি ছিল। আমাদের ধারণা, দাদাকে ফেলে দেওয়া হয়েছে। হাসপাতালে গিয়ে দাদার মুখে মদের গন্ধ পাইনি।’’

তদন্তকারীদের দাবি, জেরায় ধৃতেরা বলেছেন যে জয়ন্ত নেশাগ্রস্ত অবস্থায় ফোনে কথা বলার সময়েই কোনওভাবে ছাদ থেকে পড়ে যান। ধৃতদের মধ্যে বিশ্বজিত দাবি করেছেন, ‘‘জয়ন্ত আমাদের প্রিয় বন্ধু। ছোটবেলা থেকে এক সঙ্গে বড় হয়েছি। ওকে মারার কথা স্বপ্নেও ভাবতে পারি না।’’

অভিযুক্তদের রবিবার শ্রীরামপুর আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিন জেল হাজতের নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, ময়না তদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ বোঝা যাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE