মুখ্যমন্ত্রী যা চান না, তাঁর দলের সাংসদ সেটাই চাইলেন। এমনকী, সেই দাবিতে প্রকাশ্যে ক্ষোভও জানালেন।
ঘটনা হাওড়া পুরসভার। পাঁচ লক্ষ টাকার বেশি কাজের বরাত পেতে ঠিকাদারদের ই-টেন্ডারের মাধ্যমে আবেদন করার পদ্ধতি এ রাজ্যে চালু হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। সেই নির্দেশ মেনে হাওড়াতেও এই পদ্ধতি চালু করে তৃণমূলশাসিত পুরবোর্ড। কিন্তু বৃহস্পতিবার সশরীরে হাওড়া পুরসভায় উপস্থিত হয়ে এই পদ্ধতির তীব্র বিরোধিতা করলেন এলাকার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। পদস্থ আধিকারিকদের সঙ্গে দেখা করে ক্ষোভও জানালেন। সরকারি কাজে স্বজনপোষণ ও দুর্নীতি রুখতে নির্দেশ দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। এ দিনের আচরণে প্রসূনবাবু তারও বিরোধিতা করলেন বলে মনে করছেন অনেকেই।
হাওড়ার ওই তৃণমূল সাংসদের অভিযোগ, ই-টেন্ডারিংয়ের এই পদ্ধতিতে সমস্ত প্রকল্পের গতি কমে যাচ্ছে। সময়মতো টাকা না পাওয়ায় কাজ করতে চাইছেন না ঠিকাদারেরা। পুরকর্তাদের কাছে এই পদ্ধতি অবিলম্বে তুলে দেওয়ার আর্জি জানিয়েছেন প্রসূনবাবু। যদিও হাওড়ার ঠিকাদারদের সংগঠনের পক্ষ থেকে সাংসদের এই অভিযোগ নস্যাৎ করে বলা হয়েছে, এই প্রক্রিয়ায় কাজে অনেক বেশি স্বচ্ছতা এসেছে।