Advertisement
১৭ মে ২০২৪

উলুবেড়িয়া থেকে ধৃত ‘যোগাবাবা’

মাসতিনেক ধরে সে বাড়ি ভাড়া করে থাকছিল উলুবেড়িয়া স্টেশনের কাছে। যোগব্যায়াম শেখাচ্ছিল বাউড়িয়ায়। নাম হয়ে গিয়েছিল ‘যোগাবাবা’।

ধৃত: আদালতের পথে চন্দ্রশেখর উমানাথ শেট্টি। নিজস্ব চিত্র

ধৃত: আদালতের পথে চন্দ্রশেখর উমানাথ শেট্টি। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
বাউড়িয়া শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৭ ০২:০৫
Share: Save:

মাসতিনেক ধরে সে বাড়ি ভাড়া করে থাকছিল উলুবেড়িয়া স্টেশনের কাছে। যোগব্যায়াম শেখাচ্ছিল বাউড়িয়ায়। নাম হয়ে গিয়েছিল ‘যোগাবাবা’। মুম্বইয়ের এক ব্যবসায়ীর ১ কোটি ১১ লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগে সেই ‘যোগাবাবা’ ওরফে চন্দ্রশেখর উমানাথ শেট্টিকে গ্রেফতার করল পুলিশ।

বৃহস্পতিবার রাতে উলুবেড়িয়া স্টেশন থেকে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের সহযোগিতায় মহারাষ্ট্রের পুলিশ তাকে ধরে। শুক্রবার তাকে ট্রানজিট রিমান্ডের জন্য উলুবেড়িয়া আদালতে হাজির করানো হয়। রাতেই উমানাথকে মুম্বই নিয়ে যায় পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উমানাথ আদতে কর্নাটকের ম্যাঙ্গালোরের বাসিন্দা। ভাগ্যাণ্বেষণে সে মুম্বই যায়। বাড়ি ভাড়া করে সে যোগাসন শেখানো শুরু করে। জিমন্যাসিয়ামও খোলে। বছর চারেক আগে উমানাথের সঙ্গে দিলীপ বোরসে নামে এক ব্যবসায়ীর আলাপ হয়। একটি বড় যোগাসন কেন্দ্র এবং জিমন্যাসিয়াম খোলার কথা উমানাথ জানালে দিলীপ টাকা ঢালতে রাজি হন। পরিবর্তে উমানাথ ওই ব্যবসায়ীর ছেলেকে বিদেশে পড়াশোনার ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। উমানাথকে চার বছরে দফায় দফায় ১ কোটি ১১ লক্ষ টাকা দেন দিলীপ। সেই টাকায় মুম্বইয়ে ফ্ল্যাট, গাড়ি কেনে উমানাথ। কিন্তু ছেলেকে বিদেশে পাঠানোর ব্যবস্থা না-হওয়ায় দিলীপ উমানাথের কাছে টাকা ফেরত চান। উমানাথ টাকা দিতে অস্বীকার করায় মাসতিনেক আগে ওই ব্যবসায়ী তার বিরুদ্ধে ভিরার থানায় অভিযোগ দায়ের করেন। সে কথা জানতে পেরেই মুম্বই থেকে চম্পট দেয় উমানাথ।

হাওড়ার বাউড়িয়ার এক যুবকের সঙ্গে পরিচয় ছিল উমানাথের। সেই সূত্রেই সে প্রথমে বাউড়িয়ায় আসে। তার পরে উলুবেড়িয়া স্টেশনের কাছে বাড়ি ভাড়া নেয়। কিন্তু শেষরক্ষা হল না। মোবাইল ফোনের সূত্র ধরে তার হদিস পেয়ে গেল মহারাষ্ট্র পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Man Arrest money trickery
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE