Advertisement
০৪ মে ২০২৪
Migrant Birds

করোনার বছরে যেন আরও বেশি করে পরিযায়ীর দল এসেছে ব্যান্ডেলে

প্রতি বছরই ব্যান্ডেল কারশেডে লাগোয়া এই ঝিলে পরিযায়ী পাখির ঝাঁক দেখতে আসেন কিছু মানুষ। কিন্তু এ বার পাখির সংখ্যার সঙ্গে পর্যটকের সংখ্যাও বেড়ে গিয়েছে।

পরিযায়ী পাখির ঝাঁক। নিজস্ব চিত্র।

পরিযায়ী পাখির ঝাঁক। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ব্যান্ডেল শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২০ ১৬:২৫
Share: Save:

সারা বছর শান্তই থাকে ব্যান্ডেল কারশেড লাগোয়া ঝিল। কিন্তু শীত পড়লেই পরিযায়ী পাখিদের কিচিরমিচিরে ভরে ওঠে গোটা এলাকা। তবে এ বার শেই কোলাহল যেন অনেকটাই বেশি। স্থানীয়দের দাবি, এই বছর অনেক বেশি পরিযায়ী পাখি এসেছে এই ঝিলে। প্রতি বছরের মতো এ বারও তাঁরা খেয়াল রাখছেন, কেউ যেন এই অতিথিদের কোনও ক্ষতি করতে না পারে।

প্রতি বছরই ব্যান্ডেল কারশেডে লাগোয়া এই ঝিলে পরিযায়ী পাখির ঝাঁক দেখতে আসেন কিছু মানুষ। কিন্তু এ বার পাখির সংখ্যার সঙ্গে পর্যটকের সংখ্যাও বেড়ে গিয়েছে। সেই পর্যটকদের ক্যামেরায় দূর থেকে দেখা পাখির ঝাঁককে যেন মনে হচ্ছে, প্রজাপতির দল উড়ে যাচ্ছে। আশ মিটিয়ে পাখিদের ছবি তুলছেন পর্যটকরা। লেসার হুইসলিং ডাক বা চলতি কথায় সরালি বা বালিহাঁস মূলত খাবারের সন্ধানে ঠিকানা বদল করে। সারাদিন ঝিলের জলে কচুরিপানার মধ্যে কাটালেও সন্ধ্যা হতেই ঝিল পাড়ের গাছে আশ্রয় নেয়। ভোর থেকে আবার শুরু হয় কিচিরমিচির। শীত কমতে শুরু করলে আবার পরিযায়ীর দল ঝিল ফাঁকা করে চলে যায়। সেই সঙ্গে স্থানীয়দেরও যেন মন খারাপ হতে শুরু করে।

ভোর থেকে শুরু হয় অতিথিদের কিচিরমিচির। নিজস্ব চিত্র।

স্থানীয় লোকো পাড়ার বাসিন্দা তপন দাস জানা্লেন, কেউ যাতে পাখিদের কোনও ক্ষতি করতে না পারে সে দিকে সজাগ নজর রাখেন তাঁরাও। ব্যান্ডেলের বাসিন্দা পানু পাল বললেন, “প্রতি বছরই লোকো পাড়ার ঝিলে পরিযায়ীর ঝাঁক দেখতে স্থানীয়দের পাশাপাশি ভীড় জমান বাইরে থেকে আসা লোকজনও। তবে এ বার পাখির সংখ্যা অনেক বেশি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Migrant Birds Hoogly Bandle
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE