Advertisement
৩০ এপ্রিল ২০২৪

যাত্রী স্বাচ্ছন্দ্যে পিছিয়ে সাঁতরাগাছি রেলস্টেশন

স্টেশনে খাবারের কোনও স্টল নেই। পর্যাপ্ত সংখ্যক শৌচালয় নেই। অভিযোগ, অনেক সময়ে শৌচালয়ের প্রতীক্ষার লাইন প্ল্যাটফর্ম পর্যন্ত চলে আসে। নিত্য নাজেহাল হন অসংখ্য রেলযাত্রী। হয়রানির এই ছবি সাঁতরাগাছি রেলস্টেশনের।

অপেক্ষায় সাঁতরাগাছি। ছবি:  দীপঙ্কর মজুমদার

অপেক্ষায় সাঁতরাগাছি। ছবি: দীপঙ্কর মজুমদার

সুপ্রিয় তরফদার
শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৬ ০১:৩৬
Share: Save:

স্টেশনে খাবারের কোনও স্টল নেই। পর্যাপ্ত সংখ্যক শৌচালয় নেই। অভিযোগ, অনেক সময়ে শৌচালয়ের প্রতীক্ষার লাইন প্ল্যাটফর্ম পর্যন্ত চলে আসে। নিত্য নাজেহাল হন অসংখ্য রেলযাত্রী। হয়রানির এই ছবি সাঁতরাগাছি রেলস্টেশনের।

দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া খড়্গপুর শাখার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্টেশন সাঁতরাগাছি। খড়্গপুর, মেচেদা, পাশকুড়া-সহ বিভিন্ন লোকাল ট্রেন ছাড়ে এখান থেকে। সাঁতরাগাছি থেকেই তিরুপতি, কবিগুরু এক্সপ্রেস, মাইসোর, অজমীর এক্সপ্রেস ছাড়ে। তা ছাড়া হাওড়ামুখী সব ট্রেন সাঁতরাগাছিতে দাঁড়ায়। শুধু এক্সপ্রেস ট্রেন থেকেই সাঁতরাগাছিতে নিত্য দিন ওঠা-নামা করেন কয়েক হাজার যাত্রী।

সাঁতরাগাছি স্টেশনে রয়েছে মোট ছ’টি প্ল্যাটফর্ম। দু’নম্বরে একটি ছোট খাবারের দোকান ছাড়া স্টেশন চত্বরে আর খাবারের দোকান নেই। চায়ের দোকানে কেক-বিস্কুট মিললেও তা যথেষ্ট নয়, জানাচ্ছেন রেলযাত্রীরা। তাঁদের অভিযোগ, দূর-দুরান্ত থেকে আসা যাত্রীরা এর জেরে নাজেহাল হন। ট্রেন থেকে নেমে খাবারের খোঁজে হতাশ হতে হয়।

শৌচালয়ের পরিষেবায় তথৈবচ অবস্থা। শৌচালয়ের বাইরে প্রতীক্ষার দীর্ঘ লাইন এঁকেবেঁকে প্ল্যাটফর্ম পর্যন্ত চলে আসে। দুই-তিন এবং চার-পাঁচ নম্বর প্ল্যাটফর্মে পুরুষ ও মহিলাদের জন্য দু’টি করে পৃথক শৌচালয় রয়েছে। যাত্রীদের দাবি, প্রয়োজনের তুলনায় তা অপর্যাপ্ত।

যাত্রীরা জানাচ্ছেন, ছ’নম্বর প্ল্যাটফর্মে কোনও শৌচাগার নেই। অগত্যা রাস্তার ধারেই প্রকৃতির ডাকে সাড়া দেন যাত্রীদের একাংশ।

এক যাত্রী জানান, অধিকাংশ ডাউন এক্সপ্রেস দাঁড়ায় চার বা ছ’ নম্বর প্লাটফর্মে। সেখান থেকে সব চেয়ে কাছে খাবারের দোকান রয়েছে কোনা এক্সপ্রেসওয়ের বাসস্ট্যান্ডে। সেখান থেকে ফের স্টেশনে ফিরে ট্যাক্সি ধরতে হয় যাত্রীদের।

এই সমস্যার কথা মানছেন রেল-কর্তারাও। দক্ষি‌ণ-পূর্ব রেলের এক কর্তা জানান, সাঁতরাগাছি রেলস্টেশনকে নতুন ভাবে সাজিয়ে তোলার বেশ কিছু পরিকল্পনা রয়েছে। কিন্তু বিভিন্ন বাধায় কাজ আপাতত বন্ধ রয়েছে।

দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ বলেন, ‘‘খাবারের স্টলের বিষয়ে রেল পদক্ষেপ করতে চলেছে। রেলের পক্ষ থেকে আইআরসিটিসি-কে জানানো হয়েছে যে সাঁতরাগাছি রেলস্টেশনে খাবারের স্টলের প্রয়োজন। সেই মতো আইআরসিটিসি খড়্গপুর শাখায় চিঠি পাঠানো হয়েছে।’’ তিনি আরও জানান, সাঁতরাগাছি স্টেশনের প্ল্যাটফর্ম সঙ্কীর্ণ। তাই সেখানে খাবারের স্টল করলে যাত্রীদের চলাফেরায় সমস্যা হবে। প্রাথমিক আলোচনায় ঠিক হয়েছে ছ’নম্বর প্লাটফর্মে ট্যাক্সি স্ট্যান্ডের কাছেই তৈরি হবে খাবারের স্টল। কারণ, স্টেশনের বাইরে যেতে প্রায় সকলকেই ওই রাস্তা ব্যবহার করতে হয়। ফলে যাত্রীদের কাছে তা সুবিধাজনক হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

santragachi station
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE