Advertisement
১৭ মে ২০২৪

নজরবন্দি

গোটা বাঁশবেড়িয়া শহরটাই এ বার সিসি ক্যামেরায় বন্দির ব্যবস্থা করল মগরা থানার পুলিশ। শনিবার বিকেলে মগরা থানার মিলফারিতে রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত সিসি ক্যামেরার কন্ট্রোল রুম উদ্বোধন করেন।

ছবি: সুশান্ত সরকার।

ছবি: সুশান্ত সরকার।

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০১৬ ০০:২৫
Share: Save:

গোটা বাঁশবেড়িয়া শহরটাই এ বার সিসি ক্যামেরায় বন্দির ব্যবস্থা করল মগরা থানার পুলিশ। শনিবার বিকেলে মগরা থানার মিলফারিতে রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত সিসি ক্যামেরার কন্ট্রোল রুম উদ্বোধন করেন। ছিলেন হুগলির অতিরিক্ত পুলিশ সুপার কোটেশ্বর রাও, ডিএসপি. অ্যান্ড ডিএনটি. উৎপল সাহা, সিআই ইন্দ্রজিৎ পাল। বাঁশবেড়িয়ার গাঁধী মোড়, হংসেশ্বরী মন্দির, ইসলামি পাড়া, ঝুলনিয়া মোড়, শিবতলা, বোড়োপাড়া, মিলফারি-সহ বিভিন্ন রাস্তার মোড়ে ৫৮টি সিসি ক্যামেরা লাগানো হয়েছে। মন্ত্রী তপনবাবু বলেন, ‘‘বাঁশবেড়িয়া পুরসভা এলাকায় বেশ কিছু সিসি ক্যামেরা আগেই লাগানো হয়েছিল। জেলা পুলিশের উদ্যোগে আরও কিছু সিসি ক্যামেরা লাগানো হল। এর ফলে কন্ট্রোল রুম থেকে সব দিকে নজরদারি চালাতে পারবে পুলিশ-প্রশাসন। শহর-অঞ্চল ছাড়াও গ্রামীণ এলাকাতেও সিসি ক্যামেরা আগামীদিনে লাগানো হবে।’’ অতিরিক্ত পুলিশ সুপার কোটেশ্বর রাও বলেন, ‘‘এই ক্যামেরাগুলি আধুনিক। দিন ছাড়া রাতেও পরিষ্কার ছবি দেখা যাবে। এতে রাস্তায় গাড়ির নিয়ন্ত্রণ ছাড়াও অপরাধীদের চিহ্নিত করাও সহজ হবে।’’ নতুন এই ব্যবস্থায় দুষ্কৃতীদের দৌরাত্ম্য কিছুটা কমবে বলে আশাবাদী জেলা পুলিশ। ২৪ ঘণ্টাই কন্ট্রোলরুমে কাজ করবে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Security
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE