Advertisement
২১ মে ২০২৪

বাইকের জন্য আলাদা রাস্তা

মোটরবাইকের জন্য আলাদা সার্ভিস রোড তৈরি হচ্ছে কোনা এক্সপ্রেসওয়েতে। ওই রাস্তায় মোটরবাইক দুর্ঘটনা ইদানীং যে ভাবে বেড়ে গিয়েছে, তাতে রাশ টানতেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। প্রসঙ্গত উল্লেখ্য, বেপরোয়া মোটরবাইক-চালকদের বিরুদ্ধে কড়া হতে কয়েক দিন আগেই পুলিশকে নির্দেশ দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দেবাশিস দাশ
শেষ আপডেট: ১২ মার্চ ২০১৭ ০১:৫৬
Share: Save:

মোটরবাইকের জন্য আলাদা সার্ভিস রোড তৈরি হচ্ছে কোনা এক্সপ্রেসওয়েতে। ওই রাস্তায় মোটরবাইক দুর্ঘটনা ইদানীং যে ভাবে বেড়ে গিয়েছে, তাতে রাশ টানতেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। প্রসঙ্গত উল্লেখ্য, বেপরোয়া মোটরবাইক-চালকদের বিরুদ্ধে কড়া হতে কয়েক দিন আগেই পুলিশকে নির্দেশ দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

হাওড়া পুরসভা ও সরকারি সূত্রে জানা গিয়েছে, ওই নতুন সার্ভিস রোড তৈরি হবে বিদ্যাসাগর সেতুর কোনা এক্সপ্রেসওয়ে অ্যাপ্রোচ রোডের শেখপাড়া থেকে সাঁতরাগাছি সেতু পর্যন্ত। এই সার্ভিস রোডের জন্য আলাদা ট্র্যাফিক সিগন্যাল-সহ দুর্ঘটনা এড়াতে আরও কিছু বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে হাওড়া সিটি পুলিশ সূত্রে জানা গিয়েছে।

কোনা এক্সপ্রেসওয়ের সাঁতরাগাছিমুখী রাস্তায় মোটরবাইক দুর্ঘটনা ক্রমে বেড়ে চলায় উদ্বিগ্ন হাওড়া সিটি পুলিশ। পুলিশের দেওয়া তথ্য বলছে, গত তিন মাসে মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মোট ১৬ জন বাইকআরোহীর।

হাওড়া পুরসভা সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়ার মেয়র রথীন চক্রবর্তীকে নোডাল অফিসারের দায়িত্ব দিয়ে জেলা প্রশাসন, পুলিশ ও পুরসভার কর্তাদের নিয়ে হাওড়ার উন্নয়নের জন্য যে কমিটি গড়ে দিয়েছেন, সেই কমিটির সভায় এ বিষয়ে আলোচনা হয়। এর পরেই রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে এই সার্ভিস রোড তৈরির প্রস্তাব দেওয়া হয়। পুরসভা সূত্রে জানা গিয়েছে, পরিবহণমন্ত্রী ওই প্রস্তাবে সম্মতি দিয়েছেন। ওই রাস্তা তৈরির ভার দেওয়া হবে হুগলি রিভার ব্রিজ কমিশনার্সকে।

মেয়র রথীনবাবু বলেন, ‘‘শেখপাড়া থেকে সাঁতরাগাছির মাঝে কোনা এক্সপ্রেসওয়ের বাঁ দিকের অনেকটা অংশ বেআইনি দখলদারে ভরে রয়েছে। ওই দখলদারদের সরিয়ে সার্ভিস রোড তৈরির জন্য পরিবহণমন্ত্রীকে প্রস্তাব দিই। এই রাস্তা তৈরি হলে দুর্ঘটনা অনেকটাই কমবে।’’

হাওড়া পুলিশ সূত্রে খবর, ওই রাস্তা মূলত মোটরবাইক চলাচলের হলেও যানজটের সময়ে ছোট যানবাহনও চলতে পারবে। ওই রাস্তার জন্য হবে পৃথক সিগন্যালিং ব্যবস্থা। সাঁতরাগাছিতে যেমন করা হয়েছে, অনেকটা তেমনই। এ ক্ষেত্রেও মেন রোডে যখন গাড়ি ছাড়া হবে, তখন সার্ভিস রোডে মোটরবাইক আটকে রাখা হবে। মেন রোডে গাড়ি বন্ধ হলে তার পরে ছাড়া হবে। হাওড়ার পুলিশ কমিশনার দেবেন্দ্রপ্রকাশ সিংহ বলেন, ‘‘ওই রাস্তায় এই ভাবে গাড়ি চললে মোটরবাইকের ওভারটেক করার প্রবণতা কমবে। দুর্ঘটনাও কম হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kona Expressway Service Road
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE