Advertisement
০৭ মে ২০২৪

ভোল পাল্টাতে চলেছে ডুমুরজলা স্টেডিয়ামের

এ বার সেখানে আরও কী ধরনের উন্নয়নমূলক কাজ করা যায়, তার রূপরেখা তৈরিতে হাত দিল রাজ্য সরকার। শনিবার হাওড়ার মেয়র ও পুলিশ কমিশনারকে নিয়ে সেই কাজেরই প্রাথমিক পর্যায়ের পরিদর্শন সারলেন রাজ্যের তথ্যপ্রযুক্তি সচিব দেবাশিস সেন।

পরিকল্পনা: এই হেলিপ্যাডকে ঘিরেই উন্নয়নের কাজ হবে। নিজস্ব চিত্র

পরিকল্পনা: এই হেলিপ্যাডকে ঘিরেই উন্নয়নের কাজ হবে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২০ অগস্ট ২০১৭ ০৬:৫০
Share: Save:

হাওড়ার ডুমুরজলা স্পোর্টস কমপ্লেক্স চত্বরে মুখ্যমন্ত্রীর জন্য আগেই তৈরি হয়েছিল হেলিপ্যাড। এ বার সেখানে আরও কী ধরনের উন্নয়নমূলক কাজ করা যায়, তার রূপরেখা তৈরিতে হাত দিল রাজ্য সরকার। শনিবার হাওড়ার মেয়র ও পুলিশ কমিশনারকে নিয়ে সেই কাজেরই প্রাথমিক পর্যায়ের পরিদর্শন সারলেন রাজ্যের তথ্যপ্রযুক্তি সচিব দেবাশিস সেন। পরিদর্শনের পরে হাওড়া পুরসভাকেই একটি ‘মাস্টার প্ল্যান’ তৈরির দায়িত্ব দেওয়া হয়।

এর আগে বাম জমানায় মধ্য হাওড়ার ওই স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উত্তীর্ণ করার জন্য একাধিক বার নানা প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। কিন্তু তার একটিও বাস্তবায়িত হয়নি। রাজ্যে তৃণমূল সরকার আসার পরে ‘হাওড়া ইমপ্রুভমেন্ট ট্রাস্ট’ (এইচআইটি)-ও কয়েক লক্ষ টাকা খরচ করে একটি বিস্তারিত প্রকল্প রিপোর্ট তৈরি করে। তাতে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম ও স্পোর্টস কমপ্লেক্সের পাশাপাশি আবাসন প্রকল্প তৈরির পরিকল্পনাও ছিল। শেষ পর্যন্ত সেটিও বাতিল হয়ে যায়। এর পরে স্টেডিয়াম চত্বরটি ধীরে ধীরে জবরদখল হয়ে যায়।

এর মধ্যে চলতি বছরে ডুমুরজলা স্টেডিয়াম সড়কপথে নবান্নের খুব কাছে হওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ওই মাঠে একটি হেলিপ্যাড তৈরি হয়। তার পরেই এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (এটিসি) থেকে স্থানীয় প্রশাসনকে জানানো হয়, স্টেডিয়াম চত্বরের পরিবেশ ও চারপাশে থাকা জবরদখলকারীদের জন্য সেখানে চপার ওঠা-নামা কিছুটা ঝুঁকিপূর্ণ। এ কথা জেনে রাজ্য সরকারও নড়েচড়ে বসে। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম হিডকো-র চেয়ারম্যান তথা তথ্যপ্রযুক্তি সচিব দেবাশিস সেনকে দায়িত্ব দেন হাওড়ার মেয়র রথীন চক্রবর্তী ও পুলিশ কমিশনার দেবেন্দ্রপ্রকাশ সিংহকে নিয়ে এলাকা পরিদর্শন করে প্রকল্পের একটি রূপরেখা তৈরি করতে।

এ দিন এলাকা পরিদর্শনের পরে দেবাশিসবাবু বলেন, ‘‘স্টেডিয়ামে নতুন হেলিপ্যাড হয়েছে। একটি আন্তর্জাতিক মানের ইন্ডোর স্টেডিয়াম তৈরি হচ্ছে। এই উন্নয়নের সঙ্গে আরও বিশদ পরিকল্পনার প্রয়োজন রয়েছে, যাতে সামগ্রিক ভাবে গোটা এলাকারই উন্নতি করা যায়। পুরসভাকে সেই পরিকল্পনা তৈরি করতে বলা হয়েছে।’’

মেয়র বলেন, ‘‘আগের সমস্ত পরিকল্পনা ভুল ছিল। আমরা গোটা স্টেডিয়াম চত্বরের সামগ্রিক উন্নয়ন নিয়ে একটি মাস্টার প্ল্যান তৈরি করছি। যে ভাবে হাওড়া সিটি পুলিশের সঙ্গে আমরা ফোরশোর রোড ও তার আশপাশের পরিবেশ পাল্টে দিয়েছি, এই স্টেডিয়ামটিকেও সেই ভাবে নতুন রূপ দেওয়া হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE