Advertisement
০৬ মে ২০২৪

ক্লাস ফাঁকি শিক্ষিকাদের, ক্ষোভে স্টাফরুমে তালা অভিভাবকদের

ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষিকারা অধিকাংশ সময় টিচার্স-রুমে বসে গল্প করেন, এই অভিযোগে গত মঙ্গলবার খানাকুলের রাজহাটি জ্ঞানদা বালিকা বিদ্যালয়ের টিচার্স-রুমে তালা মেরে দিয়েছিলেন কিছু অভিভাবক। তার প্রতিবাদে টিচার ইনচার্জ-সহ ছয় শিক্ষিকা ক্লাস বয়কট করছিলেন, এই অভিযোগে শনিবার সকালে শ’দুয়েক অভিভাবক ফের স্কুলে এসে বিক্ষোভ দেখালেন। সেই বিক্ষোভ মিটে যাওয়ার পরে স্কুলে মিড-ডে মিল রান্নায় যুক্ত মহিলারা বকেয়া পারিশ্রমিকের দাবিতে টিচার ইনচার্জকে ঘেরাও করেন।

স্টাফরুমে তালা। তাই শিক্ষিকাদের ঠাঁই স্কুলের গুদামঘরে। ছবি: মোহন দাস।

স্টাফরুমে তালা। তাই শিক্ষিকাদের ঠাঁই স্কুলের গুদামঘরে। ছবি: মোহন দাস।

নিজস্ব সংবাদদাতা
খানাকুল শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৪ ০০:৩৯
Share: Save:

ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষিকারা অধিকাংশ সময় টিচার্স-রুমে বসে গল্প করেন, এই অভিযোগে গত মঙ্গলবার খানাকুলের রাজহাটি জ্ঞানদা বালিকা বিদ্যালয়ের টিচার্স-রুমে তালা মেরে দিয়েছিলেন কিছু অভিভাবক। তার প্রতিবাদে টিচার ইনচার্জ-সহ ছয় শিক্ষিকা ক্লাস বয়কট করছিলেন, এই অভিযোগে শনিবার সকালে শ’দুয়েক অভিভাবক ফের স্কুলে এসে বিক্ষোভ দেখালেন। সেই বিক্ষোভ মিটে যাওয়ার পরে স্কুলে মিড-ডে মিল রান্নায় যুক্ত মহিলারা বকেয়া পারিশ্রমিকের দাবিতে টিচার ইনচার্জকে ঘেরাও করেন। দুপুর আড়াইটে নাগাদ পুলিশ শিক্ষিকাদের উদ্ধার করে বাড়ি পাঠায়।

ক্লাস ফাঁকি দেওয়ার অভিযোগ উড়িয়ে দিয়েছেন টিচার ইনচার্জ অনিতা ভৌমিক। তাঁর দাবি, “ক্লাস ঠিকমতোই নেওয়া হয়। সম্পাদক অকারণে খবরদারি করেন। তার প্রতিবাদ করাতেই সম্পাদকের নেতৃত্বে মিথ্যা অভিযোগে অভিভাবকেরা টিচার্স-রুমে তালা মেরেছিলেন। এ জন্য আমরা মাত্র দু’দিন ক্লাস বয়কট করি।” খবরদারির অভিযোগ উড়িয়ে অভিভাবকদের পাশেই দাঁড়িয়েছেন ওই স্কুলের পরিচালন সমিতির সম্পাদক অলোককুমার শাসমল। তাঁর পাল্টা দাবি, “অধিকাংশ দিনই যথাসময়ে ক্লাস না নিয়ে শিক্ষিকারা টিচার্স-রুমে গল্প গুজব করছেন। ক্লাস হচ্ছে না জানতে পেরে অভিভাবকেরাই বিক্ষোভ দেখিয়ে তালা মেরেছিলেন। তাঁদের অন্যায় দেখছি না।”

ওই স্কুলে দশম শ্রেণি পর্যন্ত পড়ানো হয়। মোট ছাত্রীর সংখ্যা ৬৮০। প্রধান শিক্ষিকা গত জানুয়ারি মাসে অবসর নেওয়ার পর থেকে টিচার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন ইংরেজির শিক্ষিকা অনিতাদেবী। বেশ কিছু দিন ধরেই সম্পাদকের সঙ্গে শিক্ষিকাদের একাংশের নানা কারণে বিরোধ চলছে। চার সদস্য পদত্যাগ করায় পরিচালন সমিতির অস্তিত্ব নেই বলে দাবি করেছেন ওই শিক্ষিকারা। সম্পাদক ওই পদত্যাগের কথা মানলেও সমিতির অস্তিত্ব নেই বলে মানতে চাননি। এ দিন বেলা সাড়ে ১১টা থেকে প্রায় দেড় ঘণ্টা বিক্ষোভ দেখান অভিভাবকেরা। শেষ পর্যন্ত ওই টিচার্স-রুম বন্ধ করে দোতলায় অন্য ঘরে শিক্ষিকাদের বসার ব্যবস্থা করেন স্কুল কর্তৃপক্ষ। ছুটির পরে মিড ডে মিল রান্নার মহিলাদের বিক্ষোভ চলে প্রায় আধ ঘণ্টা। তাঁদের পারিশ্রমিক না পাওয়ার জন্যও টিচার ইনচার্জকে দুষেছেন সম্পাদক। অনিতাদেবীর দাবি, “যখন যেমন টাকা মেলে, তখন তা ওই মহিলাদের পারিশ্রমিক হিসেবে দেওয়া হয়।” এ দিন গোলমালের পরে স্কুলের দু’পক্ষ আলাদা ভাবে ব্লক প্রশাসন এবং জেলা স্কুল পরিদর্শকের কাছে অভিযোগ জানায়। জেলা স্কুল পরিদর্শক স্বপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিদ্যালয়টিতে দ্রুত সুষ্ঠু পঠনপাঠনের পরিবেশ ফিরিয়ে আনতে বিডিওকে অনুরোধ করেছি। তিনি স্কুল পরিচালন সমিতি এবং শিক্ষিকাদের নিয়ে আলোচনায় বসে সমস্যা মেটাবেন।

ট্রেনে কাটা, মৃত্যু দুই ছেলে ও মায়ের

ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক মহিলা ও তাঁর দুই শিশুসন্তানের। শনিবার সকালে দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-আমতা শাখার মুন্সিরহাট স্টেশনের কাছে রেললাইন থেকে জগৎবল্লভপুরের ঘনশ্যামবাটির বাসিন্দা মোসলেমা বেগম (৩০) নামে ওই মহিলা ও তাঁর দুই সন্তান মিসবাউল কাজি (৭) এবং মাসাদ কাজির (২) মৃতদেহ উদ্ধার করে পুলিশ। অনুমান, দুই ছেলেকে নিয়ে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন ওই মহিলা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

khanakul teachers demonstration
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE