Advertisement
E-Paper

সিবিআই প্রশ্নে ‘দাদা’র কিছুই মনে পড়ছে না

নিজেকে বারবার নির্দোষ প্রতিপন্ন করার চেষ্টা করলেও ক্রমশ জালে জড়িয়ে পড়ছেন তৃণমূলের সাংসদ-অভিনেতা তাপস পাল। রোজ ভ্যালির সিনে ডিভিশনের ব্যবসায়ে বিভিন্ন ব্যক্তির নামে অ্যাকাউন্ট খুলে কী ভাবে কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, সোমবার সে সংক্রান্ত কিছু তথ্য তাপসের সামনে তুলে ধরেন তদন্তকারীরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০১৭ ০৩:৩৪

নিজেকে বারবার নির্দোষ প্রতিপন্ন করার চেষ্টা করলেও ক্রমশ জালে জড়িয়ে পড়ছেন তৃণমূলের সাংসদ-অভিনেতা তাপস পাল। রোজ ভ্যালির সিনে ডিভিশনের ব্যবসায়ে বিভিন্ন ব্যক্তির নামে অ্যাকাউন্ট খুলে কী ভাবে কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, সোমবার সে সংক্রান্ত কিছু তথ্য তাপসের সামনে তুলে ধরেন তদন্তকারীরা। সিবিআইয়ের দাবি, এর পরেই দাদার কীর্তির নায়ক জানান, তাঁর শরীর খারাপ লাগছে। কিছুই মনে পড়ছে না।

গত শুক্রবার কলকাতার সিজিও কমপ্লেক্সের অফিসে দীর্ঘ জেরার পরে সিবিআই তাপসকে গ্রেফতার করেছে। ওই রাতেই তাঁকে উড়িয়ে নিয়ে যাওয়া হয় ভুবনেশ্বরে, যে হেতু রোজ ভ্যালির মামলা রুজু হয়েছে সেখানেই। শনিবার ভুবনেশ্বরের আদালত তাপসকে তিন দিন সিবিআই হেফাজতে থাকার নির্দেশ দেয়। আজ, মঙ্গলবার ওঁকে ফের কোর্টে তোলার কথা। তদন্তকারীরা তার আগে রোজ ভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডু ও তাপস পালের সঙ্গে কথা বলে যতটা সম্ভব তথ্য যাচাই করে নিতে চাইছেন। এবং তা করতে গিয়ে দুই অভিযুক্ত একে অপরকে কাঠগড়ায় তুলছেন বলে গোয়েন্দা অফিসারদের দাবি।

তদন্তকারীরা জানাচ্ছেন, রোজ ভ্যালির সিনে ডিভিশন ও বাংলাদেশের বিভিন্ন প্রযোজনা সংস্থার যৌথ উদ্যোগে কয়েকটি সিনেমা তৈরি হয়েছে। সিনেমা করতে গিয়ে বিভিন্ন ব্যক্তির নামে অ্যাকাউন্ট খোলা হয়েছে। তাতে বহু টাকা রাখা হয়েছে। অথচ যে ব্যক্তির নামে অ্যাকাউন্ট, তিনি পেয়েছেন সামান্যই।

আর এই পথে কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে নেপাল হয়ে সিঙ্গাপুর-মালয়েশিয়ায় পাচার গিয়েছে বলে সিবিআইয়ের অভিযোগ। কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর দাবি— গৌতম কুণ্ডুর এ হেন বেআইনি কাজ-কারবারের মধ্যমণি ছিলেন তাপস। দু’-একটা ক্ষেত্রে তাঁর স্ত্রী নন্দিনীরও যোগসাজশের ইঙ্গিত মিলছে বলে গোয়েন্দাদের পর্যবেক্ষণ।

এ দিন জেরার সময়ে তাপসের সামনে তদন্তকারীরা এই তথ্যগুলোই তুলে ধরেছিলেন। তাঁদের দাবি, তখনই অভিনেতা-সাংসদের চোখ-মুখের চেহারা পাল্টে যায়! তাপস জানান, তিনি অসুস্থ বোধ করছেন, কিছু মনে করতে পারছেন না। মাথাও ঘুরছে।

এমতাবস্থায় বিকেলে তাঁকে ভুবনেশ্বর ক্যাপিটাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মনোবিদেরা তাঁকে পরীক্ষা করেন। হাসপাতালে সাংবাদিকদের সামনে তাপস ফের বলেন, ‘‘আমি নির্দোষ। আমি ভাল ছেলে। ওড়িশায় আমি অনেক ছবি করেছি। এখানকার মানুষ আমাকে খুব ভালবাসেন।’’ এবং তার পরেই সংসদের সংযোজন, ‘‘মঙ্গলবার আদালতে সওয়ালের আগে আপনারা প্রভাবশালীদের নাম জানতে পারবেন।’’ এ দিন ভুবনেশ্বরের নয়াপল্লিতে সিবিআইয়ের ৮ নম্বর ইউনিট অফিসে গিয়ে তাপসের সঙ্গে দেখা করেছেন তাঁর মেয়ে সোহিনী।

এ দিন সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্রের দাবি, সিবিআইয়ের জেরার মুখে তৃণমূল সাংসদ যাঁদের নাম বলছেন, মুখ্যমন্ত্রীর কাছে সেই তালিকা আগে থেকেই মজুত। উত্তর ২৪ পরগনার বেড়াচাঁপায় জেলা কৃষকসভার সম্মেলনে সূর্যবাবু বলেন, ‘‘মা-মাটি-মানুষের নামে যে যাত্রাপালা চলছে, তার মাথাকে আগে ধরতে হবে।’’ সিপিএম নেতা শ্যামল চক্রবর্তীর সঙ্গে রোজ ভ্যালির যোগসাজশের অভিযোগ প্রসঙ্গে সূর্যের মন্তব্য, ‘‘উনি শ্রমিক সংগঠনের নেতা। ওঁকে অনেক জায়গায় যেতে হয়।’’ তাঁদের দলের কেউ আর্থিক কেলেঙ্কারিতে যুক্ত নয় বলে দাবি করে সূর্যবাবুর হুমকি— ‘‘আমাদের দলের কোনও মাথাকে আর্থিক প্রতারণার দায়ে ধরে দেখাক।’’

রোজ ভ্যালি-কাণ্ডে তাপস বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়ের নাম টেনে এনেছেন। সে প্রসঙ্গে খড়্গপুর মহকুমা হাসপাতালের রোগীকল্যাণ সমিতির সভাপতি তথা বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ বলেন, “শিল্পী হিসেবে বাবুল সুপ্রিয় কোনও অনুষ্ঠানে যেতেই পারেন।’’ দিলীপবাবুর কথায়, ‘‘তদন্তে আর্থিক কেলেঙ্কারির সঙ্গে কারও যোগ প্রমাণিত হলে বিজেপি তাঁর পাশে থাকবে না।’’

আজ সিবিআই দফতরে সুদীপ

সিবিআইয়ের তলব পেয়ে আজ মঙ্গলবার সল্টলেকে তাদের দফতরে যাবেন লোকসভায় তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। রোজভ্যালি-তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য নভেম্বরে সুদীপকে প্রথম বার্তা পাঠিয়েছিল সিবিআই। সংসদে ব্যস্ত থাকার কারণ দেখিয়ে শুরুতে তা এড়িয়ে গিয়েছিলেন তিনি। পরে তাঁকে ফের নোটিস পাঠায় তারা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে এর পরই সিবিআই দফতরে যাওয়ার সিদ্ধান্ত নেন সুদীপ। তার আগে সোমবার বলেন, ‘‘ওঁদের উদ্দেশ্যটা সবাই বুঝতে পারছে। গিয়ে দেখি কী কী প্রশ্ন আছে ওঁদের! তবে আমি আত্মবিশ্বাসী।’’

Rose valley Tapas paul
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy