Advertisement
১৮ মে ২০২৪

রাজধানীর রাজপথে বাংলার দুর্গা প্যারেড

দশমীর পর খাস কলকাতার বুকে শহরের বাছাই করা পুজোগুলিকে নিয়ে শোভাযাত্রা করিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি কথায় তার নাম হয়েছে, দুর্গা প্যারেড। এ বার দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের প্যারেডেও দুর্গা প্রতিমাকে তুলে ধরছেন তিনি।

অঞ্জন সাহা
শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০১৭ ০৩:০৫
Share: Save:

দশমীর পর খাস কলকাতার বুকে শহরের বাছাই করা পুজোগুলিকে নিয়ে শোভাযাত্রা করিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি কথায় তার নাম হয়েছে, দুর্গা প্যারেড। এ বার দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের প্যারেডেও দুর্গা প্রতিমাকে তুলে ধরছেন তিনি।

প্রজাতন্ত্র দিবসের সকালে দিল্লির কুচকাওয়াজে মন্ত্রকের পাশাপাশি বহু রাজ্যেরই ট্যাবলো থাকে। নিজস্ব সংস্কৃতি সেখানে তুলে ধরে রাজ্য সরকারগুলি। সূত্রের খবর, এ বার বাংলার ট্যাবলো সাজছে দুর্গোৎসবের সাজে। ইতিমধ্যে দেশের রাজধানীর রাষ্ট্রীয় রঙ্গশালায় তার মহড়াও চলছে। ২৩ জানুয়ারি চূড়ান্ত মহড়ায় রাজপথেও নামবে বাংলার দুর্গামূর্তি।

এ সব দেখিয়ে রাজ্য সরকারের এক আমলা বলছেন, ‘‘কুচকাওয়াজে দেশের উন্নত সমরাস্ত্রের প্রদর্শনী করবে প্রতিরক্ষা মন্ত্রক। তার মাঝেই ত্রিশূল হাতে অশুভ শক্তির বিনাশ করতে দেখা যাবে দেবী দশভূজাকে।’’ রাজ্য সরকারের সূত্র জানাচ্ছে, আদতে ট্যাবলোর থিম শারদোৎসব। তাতে দুর্গা মূর্তির পাশাপাশি কাশফুল থাকবে। ঢাকের বাদ্যির তালে তালে হবে ধুনুচি নাচ। শারদোৎসব যে বাংলার জাতি-ধর্ম-বর্ণের ব্যাপ্তি ছাড়িয়ে মানুষের মিলনোৎসব সেটাই ফুটিয়ে তোলা হবে। পাহাড় থেকে জঙ্গলমহল, কী ভাবে শারদোৎসবে মেতে ওঠে সেটাও দেখানো হবে।

দিল্লির কুচকাওয়াজে বাংলার নাম নতুন নয়। এর আগে ছৌ নাচকে তুলে ধরে পুরস্কার জিতেছিল রাজ্য। গত বছরও বাংলার বাউলের ট্যাবলোর কপালে সেরার তকমা জুটেছিল। আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ২০১৫-এ ‘কন্যাশ্রী’ প্রকল্প ট্যাবলোর থিম হিসেবে তুলে ধরতে চেয়েছিল। কিন্তু প্রতিরক্ষা মন্ত্রকের নির্বাচকমণ্ডলী প্রস্তাব খারিজ করে দেয়। সে বছর দিল্লির কুচকাওয়াজে রাজ্যের ট্যাবলো নামেনি।

শহরের অনেক পুজো কমিটির কর্তাই শারদোৎসবকে নিয়ে ট্যাবলোর প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। শহরের পুজো কমিটিগুলির যৌথ সংগঠন ‘ফোরাম ফর দুর্গোৎসব’-এর সভাপতি পার্থ ঘোষ বলছেন, ‘‘দেশের কাছে শারদোৎসবকে তুলে ধরা খুবই ভাল ভাবনাচিন্তা। আমাদের বিষয়টি জানালে ট্যাবলোর থিম তৈরিতে কিছু উপদেশ দিতে পারতাম।’’

শারদোৎসবে সরকারি পৃষ্ঠপোষকতার ব্যাখ্যা দিতে গিয়ে রাজ্যের এক শীর্ষ আমলা বলছেন, ‘‘শারদোৎসবকে হাতিয়ার করে রাজ্যের পর্যটনকেও নতুন মাত্রা দেওয়ার কথা ভাবছি। প্রজাতন্ত্র দিবসে শারদোৎসবকে সামিল করলে জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে নজর কাড়া যাবে।’’ কেন্দ্রীয় সরকারি সূত্রে বলা হচ্ছে, পশ্চিমবঙ্গের মতো ট্যাবলোয় নতুন ভাবনা এনেছে অসম, গুজরাত, গোয়ার মতো কয়েকটি রাজ্যও। অসমের ট্যাবলো সাজছে কামাখ্যা মন্দিরের থিমে। প্রধানমন্ত্রীর রাজ্য গুজরাত গ্রামীণ কারুশিল্প মেলাকে দেশের সামনে তুলে তুলবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Republic Day Durga Parade
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE