Advertisement
১১ মে ২০২৪
RAIL

কাল থেকে আরও বেশি ট্রেন, এ রাজ্যে কোনগুলো দেখে নিন

তার মধ্যে পূর্বরেলেরও এক গুচ্ছ ট্রেন রয়েছে। তবে এই পর্যায়ে ট্রেনে থাকবে না কোনও অসংরক্ষিত কামরা।

তবে ট্রেনে চড়ার ব্যাপারে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে রেল। ছবি- রয়টার্স

তবে ট্রেনে চড়ার ব্যাপারে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে রেল। ছবি- রয়টার্স

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩১ মে ২০২০ ১৬:২৭
Share: Save:

আনলকডাউনের প্রথম পর্যায়ে ধীরে ধীরে দেশ জুড়ে রেল যোগাযোগকে স্বাভাবিককরার প্রক্রিয়া শুরু হল। রেলমন্ত্রক ঘোষণা করেছে, সোমবার থেকে গোটা বিশেষ ট্রেনগুলি-সহ দেশে ২০০টি দূরপাল্লার ট্রেন চলাচল শুরু করবে। তার মধ্যে পূর্বরেলেরও এক গুচ্ছ ট্রেন রয়েছে।
তবে এই পর্যায়ে ট্রেনে থাকবে না কোনও অসংরক্ষিত কামরা। আগাম সংরক্ষণ ছাড়া এই ট্রেনে যাত্রা করা যাবে না। এ ছাড়াও ট্রেনে চড়ার ব্যাপারে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে রেল। দক্ষিণ-পূর্ব এবং পূর্ব রেলের তরফে জানানো হয়েছে দুই বিভাগে যথাক্রমে ৯ এবং ৮ জোড়া ট্রেন চালানো হবে। এর মধ্যে থাকছে এ রাজ্যের সঙ্গে যুক্ত দুরন্ত এক্সপ্রেস এবং জনশতাব্দী এক্সপ্রেসগুলি।


এ রাজ্যের সঙ্গে সংযুক্ত যে ট্রেনগুলি চলবে সোমবার থেকে


• হাওড়া - যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস - সপ্তাহে ৫ দিন - দক্ষিণ পূর্ব রেল
• শালিমার - পটনা দুরন্ত এক্সপ্রেস - সপ্তাহে ৩ দিন - দক্ষিণ পূর্ব রেল
• শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেস - সপ্তাহে ৩ দিন - পূর্ব রেল
• হাওড়া - ভুবনেশ্বর জনশতাব্দী - প্রত্যহ - দক্ষিণ পূর্ব রেল
• হাওড়া- পটনা জনশতাব্দী - ৬ দিন - পূর্ব মধ্য রেল
• হাওড়া - বারবিল জনশতাব্দী - প্রত্যহ - দক্ষিণ পূর্ব রেল
• শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস - প্রতিদিন- পূর্ব রেল
• অমৃতসর-কলকাতা এক্সপ্রেস - সপ্তাহে দু'দিন - পূর্ব রেল
• হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস - প্রতিদিন - দক্ষিণ মধ্য রেল
• হাওড়া - মুম্বাই মেল - প্রতিদিন - দক্ষিণ পূর্ব রেল
• আমদাবাদ - হাওড়া এক্সপ্রেস - প্রতিদিন- দক্ষিণ পূর্ব রেল
• হাওড়া - নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস - প্রতিদিন - পূর্ব রেল
• হাওড়া - জোধপুর এক্সপ্রেস - প্রতিদিন- পূর্ব রেল
• দিল্লি-আলিপুরদুয়ার মহানন্দা এক্সপ্রেস - প্রত্যহ - উত্তর পূর্ব রেল


তবে ট্রেনে চড়ার জন্য নির্দিষ্ট বিধি ঘোষণা করেছে রেল


• আগাম আসন সংরক্ষণ না থাকলে কোনও যাত্রীকে স্টেশন চত্বরে ঢুকতে দেওয়া হবে না
• আসন ফাঁকা থাকলেও ট্রেনের মাঝপথ থেকে সংরক্ষণ ছাড়া কোনও যাত্রী ট্রেনে উঠতে পারবেন না
• কেবলমাত্র আরএসি টিকিটের যাত্রীদের ফাঁকা আসন বরাদ্দ করা হবে
• ট্রেনে কোনও বিছানা বালিশ দেওয়া হবে না। যাত্রীদেরই বালিশ-বিছানা নিয়ে ট্রেনে চড়তে হবে
• চা-কফি এবং পানীয় জল ছাড়া কোনও খাবার পাওয়া যাবে না ট্রেনে। যাত্রীদের নিজেদের খাবার এবং জল বহন করতে অনুরোধ করছে রেল
• ট্রেনে চড়ার আগে রেলের মেডিক্যাল টিম যাত্রীদের শারীরিক পরীক্ষা করবে, দেহের তাপমাত্রা নির্ধারিত মাপের বেশি হলে সেই যাত্রীকে ট্রেনে চড়তে দেওয়া হবে না।
• যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক ট্রেন যাত্রার সময়। তাঁদের মোবাইলে আরোগ্য সেতু অ্যাপ থাকা বাঞ্ছনীয়
• ট্রেন ছাড়ার নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা আগে স্টেশনে পৌঁছতে হবে যাত্রীদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

lOCKDOWN UNLOCKDOWN Train Ministry of Railways
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE