Advertisement
১০ মে ২০২৪
internet

Beldanga Internet Suspension: নূপুর-মন্তব্যে রাজ্যে অশান্তি, হাওড়ার পর মুর্শিদাবাদে বন্ধ ইন্টারনেট পরিষেবা

হাওড়ার পর এবার মুর্শিদাবাদের বেলডাঙায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল নবান্ন। ১৪ জুন সকাল ৬টা পর্যন্ত বন্ধ ইন্টারনেট পরিষেবা।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
বেলডাঙা শেষ আপডেট: ১১ জুন ২০২২ ১৮:০৫
Share: Save:

বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্য ঘিরে অশান্তির আঁচ এবার মুর্শিদাবাদের বেলডাঙাতেও। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হাওড়ার পর এবার মুর্শিদাবাদের বেলডাঙায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল নবান্ন। ১৪ জুন সকাল ৬টা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজ্যের স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, কয়েকটি এলাকায় সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রেক্ষিতে বেলডাঙা এলাকায় ইন্টারনেটের সাহায্যে অনৈতিক কার্যকলাপ চালানো হতে পারে। বেলডাঙা ১, বেলডাঙা ২, রেজিনগর ,শক্তিপুর এলাকায় আগামী কয়েক দিন অশান্তির বাতাবরণ তৈরির আশঙ্কা করা হচ্ছে। সে কারণে ওই এলাকাগুলিতে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। মুর্শিদাবাদের জেলাশাসক রাজর্ষি মিত্র বলেন, ‘‘পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে। এই মুহূর্তে কোনও উত্তেজনা নেই। তবে প্রতিকারমূলক ব্যবস্থা হিসেবে ১৪ তারিখ সকাল ৬টা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’

এদিকে, বিজেপির নিলম্বিত (সাসপেন্ড) জাতীয় মুখপাত্র নূপুর শর্মার মন্তব্য ঘিরে গত দু'দিন ধরেই অগ্নিগর্ভ পরিস্থিতি হাওড়ার বিভিন্ন এলাকায়। শুক্রবার দক্ষিণ-পূর্ব শাখায় চেঙ্গাইল স্টেশনে প্রায় সাত ঘণ্টা ধরে অবরোধের জেরে হাওড়া-খড়গপুর শাখায় ট্রেন চলাচল বন্ধ ছিল। উলুবেড়িয়া, পাঁচলা, ধুলাগড়ে অশান্তির খবর মিলেছিল। ডোমজুড় থানায় হামলা চালানোর অভিযোগ ওঠে। এর আগে বৃহস্পতিবার ডোমজুড়ে কোনা এক্সপ্রেসওয়ে প্রায় ১১ ঘণ্টা ধরে অবরুদ্ধ ছিল। যার জেরে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। এই প্রেক্ষাপটে সোমবার সকাল ৬টা পর্যন্ত হাওড়ায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

হাওড়ায় অশান্তির ঘটনায় আরও কড়া পদক্ষেপ করেছে নবান্ন। হাওড়ার অশান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে দুই এডিজি পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে ১০ জনের শীর্ষ আধিকারিককে নিয়ে বিশেষ দল তৈরি করেছে স্বরাষ্ট্র দফতর। ওই ১০ জন শীর্ষ আধিকারিককে ঘটনাস্থলে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

internet Internet Ban West Bengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE