Advertisement
১১ মে ২০২৪

ঝড়খালিতে বাঘের নয়া আঁতুড়ঘর

ইট-কাঠ-পাথরে ঘেরা আলিপুর চিড়িয়াখানায় বাদাবনের রাজাদের কাউকে কাউকে থাকতে হবেই। তবে এ বার সোঁদরবনের বাঘের নতুন ঠিকানা হতে চলেছে দক্ষিণ ২৪ পরগনার ঝড়খালির নতুন বন্যপ্রাণ পার্ক!

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৬ ০২:৫৯
Share: Save:

ইট-কাঠ-পাথরে ঘেরা আলিপুর চিড়িয়াখানায় বাদাবনের রাজাদের কাউকে কাউকে থাকতে হবেই। তবে এ বার সোঁদরবনের বাঘের নতুন ঠিকানা হতে চলেছে দক্ষিণ ২৪ পরগনার ঝড়খালির নতুন বন্যপ্রাণ পার্ক! সেই পার্কের দরবারেও সুন্দরবনের রাজা দক্ষিণরায়ের সাক্ষাৎ পাবেন দর্শকেরা।

রাজ্যের বন দফতর সূত্রের খবর, ম্যানগ্রোভ অরণ্যে ঘেরা এই নতুন পার্কে বাঘের প্রজননও ঘটানো হবে। সেখানে জন্মানো বাঘ নির্দিষ্ট বয়সে পৌঁছলে প্রয়োজনমতো তাদের ছাড়া হবে জঙ্গলেও। আবার সাধারণ দর্শকদের জন্য ওই পার্কের এক পাশে চিড়িয়াখানার ধাঁচে আলাদা আস্তানা তৈরি করেও রাখা হবে তাদের।

শুক্রবার আন্তর্জাতিক বাঘ দিবসে ওয়েস্টবেঙ্গল জু অথরিটি বা রাজ্য চিড়িয়াখানা কর্তৃপক্ষের সদস্য-সচিব বিনোদকুমার যাদব জানান, ঝড়খালির এই নতুন পার্কের জন্য ডিপিআর বা সবিস্তার প্রকল্প রিপোর্ট তৈরি করে কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছিল। সেখানকার অনুমোদন মিলেছে। ‘‘দু’বছরের মধ্যে পার্কটি চালু করা যাবে বলে মনে করা হচ্ছে,’’ বললেন সদস্য-সচিব। তিনি জানান, ক্রমে ক্রমে ঝড়খালিতে মেছো বিড়াল, বাটাগুর কচ্ছপ, গোসাপেরও প্রজনন ঘটানো হবে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানান, ঝড়খালির সংশ্লিষ্ট এলাকায় উপকূল বিধি বলবৎ আছে। তাই নতুন পার্ক তৈরির জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান, সিভিল ইঞ্জিনিয়ারিং ও স্থাপত্যবিদ্যা বিভাগের বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হয়েছে। যে-সব নির্মাণ হবে, তার সবই গড়ে তোলা হবে উপকূলের পরিবেশ এবং নিয়মবিধি মাথায় রেখে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

alipore zoo Tiger jharkhali
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE