Advertisement
২৬ এপ্রিল ২০২৪

হোমগার্ডের চাকরি, অখুশি প্রাক্তন জঙ্গির ক্ষোভ জানালেন ফেসবুকে

রাজ্য সরকারের উদ্যোগকে স্বাগত জানালেও, চাকরির ধরন নিয়ে খুশি নন প্রাক্তন কেএলও জঙ্গিরা৷ তাই পোস্টিং হাতে মিলতেই চাকরি বদলের দাবি তুলতে শুরু করেছেন তাঁদের একাংশ৷ কেউ কেউ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সরাসরি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যেও আর্জি জানিয়ে ইতিমধ্যে নিজের বক্তব্যও পোস্ট করেছেন৷ 

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
আলিপুরদুয়ার শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০১৮ ০২:৩২
Share: Save:

রাজ্য সরকারের উদ্যোগকে স্বাগত জানালেও, চাকরির ধরন নিয়ে খুশি নন প্রাক্তন কেএলও জঙ্গিরা৷ তাই পোস্টিং হাতে মিলতেই চাকরি বদলের দাবি তুলতে শুরু করেছেন তাঁদের একাংশ৷ কেউ কেউ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সরাসরি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যেও আর্জি জানিয়ে ইতিমধ্যে নিজের বক্তব্যও পোস্ট করেছেন৷

বিষয়টি নিয়ে প্রশাসন অবশ্য মুখে কুলুপ এঁটেছে৷ তবে যাঁরা প্রাক্তন কেএলওদের চাকরির ব্যাপারে উদ্যোগী হয়েছিলেন, আলিপুরদুয়ারের সেই তৃণমূল নেতারা বিষয়টি নিয়ে আলোচনার আশ্বাস দিয়েছেন বলে জানা গিয়েছে৷

টারজান কিংবা মিল্টন— এই নামগুলি একটা সময় উত্তরবঙ্গের পুলিশ-প্রশাসনের কাছে মাথাব্যথার কারণ হয়ে উঠেছিল এই নামগুলি৷ তবে সময়ের সঙ্গে সঙ্গে পাল্টেছে অনেক কিছুই৷ টারজান, মিল্টনদের মত অনেক কেএলও জঙ্গি বা লিঙ্কম্যান এই মুহূর্তে সমাজের মূলস্রোতে ফিরে এসেছেন৷ মূলস্রোতে ফেরা ওই কেএলও জঙ্গিদের আর্থিকভাবে স্বনির্ভর করতে উদ্যোগী হয় রাজ্য সরকার৷

মাস ক’য়েক আগে শিলিগুড়িতে একটি বৈঠকে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানে আলিপুরদুয়ারের টারজান, মিল্টন-সহ ২১ জন প্রাক্তন কেএলও জঙ্গির হাতে হোমগার্ডের নিয়োগপত্র তুলে দেওয়া হয়৷ যদিও শেষ পর্যন্ত ১৯ জন হোমগার্ডের চাকরি করতে রাজি হয়৷ প্যারেড গ্রাউন্ডে তাঁদের প্রশিক্ষণও হয়৷ ছটপুজোর পর তাঁদের হাতে দেওয়া হয় নিয়োগপত্র৷

সূত্রের খবর, রাজ্য সরকারের উদ্যোগকে স্বাগত জানালেও, হোমগার্ডের চাকরি নিয়ে প্রথম থেকেই আপত্তি ছিল এই প্রাক্তন কেএলও-দের একাংশের৷ তবে প্রকাশ্যে বিষয়টি নিয়ে কেউ কিছু না বললেও, প্রশাসনিক কিছু মহলে এ ব্যাপারে আর্জিও জানান তাঁরা৷ কিন্তু হোমগার্ডের চাকরিতে তাদের পোস্টিং হতেই এই আপত্তি প্রকাশ্যে চলে এসেছে৷ টারজান ওরফে মধুসূদন দাস সরাসরি ফেসবুকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে তার আর্জিও জানিয়ে ফেলেছেন৷

প্রশাসন সূত্রের খবর, এই ১৯ জন প্রাক্তন কেএলও জঙ্গির কারও কারও ফালাকাটা, মাদারিহাটের মত জায়গায় পোস্টিং হয়েছে৷ ‘ক্ষোভ’টা জন্মেছে তা নিয়েই৷ ফেসবুকে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে টারজান লিখেছেন, “হোমগার্ডের সীমিত বেতনে দূরবর্তী স্থানে পোস্টিং হওয়ায় ক্ষতিগ্রস্থ হচ্ছি৷ তাই শিক্ষিতদের অন্তত যেন অন্য কোনও দফতরে কোনও চাকরির ব্যবস্থা করা হয়৷” মঙ্গলবার টেলিফোনে টারজান বলেন, “আমাদের আশা মুখ্যমন্ত্রী বিষয়টি উপলব্ধি করবেন এবং আমাদের মধ্যে বয়স হয়ে যাওয়া ও শিক্ষিতদের সমস্যাটা দেখবেন৷”

বিষয়টি নিয়ে আলিপুরদুয়ারের পুলিশ সুপার সুনীল যাদবকে প্রশ্ন করা হলে তিনি জানান, তিনি এ বিষয়ে কোনও মন্তব্য করতে চান না৷ প্রাক্তন কেএলও জঙ্গিদের চাকরির ক্ষেত্রে উদ্যোগী হয়েছিলেন আলিপুরদুয়ারের তৃণমূলের জেলা সভাপতি মোহন শর্মা। তিনি বলেন, ‘‘এখন আমি কলকাতায় রয়েছি৷ ফিরেই বিষয়টি নিয়ে চাকরি পাওয়া প্রাক্তন কেএলও জঙ্গিদের সঙ্গে আলোচনা করব৷ ’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

KLO Kamtapur Liberation Organisation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE