Advertisement
২৮ মার্চ ২০২৩
শনিতেও বন্ধ একাধিক ট্রেন।

শনিতেও বন্ধ একাধিক ট্রেন। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ জুন ২০২২ ১৩:৪৭
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ১৮ জুন ২০২২ ১২:২০ key status

হাওড়া, আসানসোল, মালদহের একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল

শনিবার বাতিল হয়েছে মালদহ টাউন-নিউদিল্লি এক্সপ্রেস ট্রেন। এ ছাড়া, বাতিল হয়েছে হাওড়া-দেহরাদূন কুম্ভ এক্সপ্রেস, হাওড়া-পটনা জনশতাব্দী এক্সপ্রেস। এ ছাড়া রয়েছে, সাহিবগঞ্জ-দানাপুর ইন্টারসিটি এক্সপ্রেস, জামালপুর-ভাগলপুর প্যাসেঞ্জার ট্রেন, আসানসোল-গয়া মেমু এক্সপ্রেস, আসানসোল-বারাণসী মেমু এক্সপ্রেস, ভাগলপুর-আনন্দ বিহার গরিবরথ ট্রেন। 

timer শেষ আপডেট: ১৮ জুন ২০২২ ১২:১২ key status

কলকাতা এবং হাওড়া থেকে বাতিল যে সব ট্রেন

শনিবার বাতিল হয়েছে শিয়ালদহ-বালিয়া এক্সপ্রেস। এ ছাড়া রয়েছে হাওড়া-রাঁচি শতাব্দী এক্সপ্রেস, কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেস।

Advertisement
timer শেষ আপডেট: ১৮ জুন ২০২২ ১২:০৭ key status

রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বাতিল ৬টি ট্রেন

পশ্চিমবঙ্গ এবং বিহার থেকে যাতায়াতকারী মোট আটটি ট্রেনের চলাচল বাতিল ঘোষণা করল পূর্ব-মধ্য রেল। তালিকায় রয়েছে কলকাতা এবং হাওড়াও।

timer শেষ আপডেট: ১৮ জুন ২০২২ ১২:০৪ key status

শনিবারে বাতিল হল এক গুচ্ছ ট্রেন, ঘোষণা পূর্ব-মধ্য রেল

বিক্ষোভের প্রেক্ষিতে শুক্রবার একের পর এক ট্রেন বাতিল করেছিল রেল। হাওড়া এবং কলকাতা স্টেশন থেকে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল ঘোষণা হয়। কয়েকটি যাত্রীবাহী ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করে রেল। শনিবারও বাতিল হল একাধিক ট্রেন। 

timer শেষ আপডেট: ১৮ জুন ২০২২ ১২:০১ key status

শিথিল হল অগ্নিপথ-বিধি, তবু বিক্ষোভ চলছেই

দেশ জুড়ে বিক্ষোভের মধ্যে আরও শিথিল হল ‘অগ্নিপথ’। শনিবার অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রীয় বাহিনী এবং অসম রাইফেলসে ১০ শতাংশ সংরক্ষণ দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বাড়ছে নিয়োগের ঊর্ধ্বসীমাও। প্রথম ব্যাচের অগ্নিবীরদের জন্য নিয়োগের ঊর্ধ্বসীমা পাঁচ বছর বাড়ানো হয়েছে। 

timer শেষ আপডেট: ১৮ জুন ২০২২ ১১:৫৯ key status

অগ্নিবীর-আগুনে দগ্ধ রেলপথ, স্টেশনে স্টেশনে ভাঙচুর

অগ্নিবীর প্রকল্পের বিরোধিতায় ক্ষোভের শুরু বিহারে। অচিরে তা ছড়ায় সারা দেশে। বিক্ষোভে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রেল পরিষেবা। একের পর এক ট্রেনে আগুন লাগানো, স্টেশনে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এর পর বিহার থেকে যাতায়াত করা একাধিক ট্রেন বাতিল ঘোষণা করেছে রেল।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.