Advertisement
০৪ মে ২০২৪
কলকাতা বিশ্ববিদ্যালয়

ছাত্রনেতাকে ‘চড়’, প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব

তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তপ্ত কলকাতা বিশ্ববিদ্যালয়। সোমবার বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে ইউনিয়ন রুমে ঢুকে সংসদেরই অন্য দুই নেতার নাম করে এক ছাত্র নেতাকে হুমকি এবং মারধরের অভিযোগ উঠল দুই অজ্ঞাতপরিচয় যুবকের বিরুদ্ধে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৬ ০১:০০
Share: Save:

তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তপ্ত কলকাতা বিশ্ববিদ্যালয়। সোমবার বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে ইউনিয়ন রুমে ঢুকে সংসদেরই অন্য দুই নেতার নাম করে এক ছাত্র নেতাকে হুমকি এবং মারধরের অভিযোগ উঠল দুই অজ্ঞাতপরিচয় যুবকের বিরুদ্ধে।

বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের কেন্দ্রীয় তৃণমূল ছাত্র পরিষদের ক্রীড়া সম্পাদক তুহিন দাস জানান, এ দিন দুপুরে তিনি যখন ইউনিয়ন রুমে বসেছিলেন, তখন হঠাৎই ঘরে ঢুকে পড়ে মুখে রুমাল বাঁধা দুই যুবক। তুহিনের অভিযোগ, ঘরে ঢুকেই তাঁরা বিশ্ববিদ্যালয়ের টিএমসিপি-র অন্য দুই নেতা সৌরভ অধিকারী এবং তীর্থপ্রতিম সাহার নাম করে তাঁকে হুমকি দেয়, চড় মারে।

তুহিন চিত্কার করলে ওই দুই যুবক পালায়। তখনই এক যুবক তুহিনের হাতে ছুরি চালিয়ে দেয় বলে অভিযোগ। উপাচার্য আশুতোষ ঘোষের কাছে অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ওই ছাত্রনেতা। অভিযোগে তিনি সৌরভ এবং তীর্থপ্রতিমের নাম বলেছেন। ছাত্র সংসদের একাংশের দাবি, ওই দুই যুবকই বহিরাগত। তবে একই ছাত্র সংসদের দুই নেতার নাম করে অন্য নেতাকে হুমকি এবং হামলায় ফের সামনে আসছে শাসকদলের ছাত্র সংগঠনের গোষ্ঠীদ্বন্দ্ব।

যাঁর বিরুদ্ধে অভিযোগ সেই সৌরভ অধিকারী বলেন, ‘‘আমি বহু দিনই বিশ্ববিদ্যালয়ে যাই না। তাই কে আমার নামে কোথায় বলছে, আমার জানা নেই।’’ উপাচার্য এই হামলার তদন্তের নির্দেশ দিয়েছেন। হামলাকারীরা বহিরাগত কি না, তা-ও খতিয়ে
দেখার আশ্বাস দিয়েছেন তিনি। টিএমসিপি-র রাজ্য সভাপতি জয়া দত্ত বলেন, ‘‘আমরা অভিযোগকারীকে বলেছি সংগঠনের শীর্ষ নেতৃত্বের কাছে লিখিত অভিযোগ জানাতে। যাঁদের নাম উঠে আসছে, তাঁদের বিরুদ্ধে আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE