Advertisement
E-Paper

কোঁদল-এড়ানো প্রার্থী তালিকা করল তৃণমূল

বিধাননগর পুর-নিগমের নির্বাচনের জন্য একটি মাত্র ওয়ার্ড ছাড়া চল্লিশটি ওয়ার্ডেরই প্রার্থী তালিকা চূড়ান্ত করে ফেলল তৃণমূল। তবে দলের তরফ থেকে বৃহস্পতিবার ওয়েবসাইটে প্রার্থী তালিকা প্রকাশের কথা ঘোষণা করা হলেও সেখানে প্রার্থীদের নাম উল্লেখ ছিল না। রাতে দলের উত্তর ২৪ পরগনার জেলা সভাপতি তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক প্রার্থীদের নামগুলি জানিয়ে দেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৫ ০০:৫০

বিধাননগর পুর-নিগমের নির্বাচনের জন্য একটি মাত্র ওয়ার্ড ছাড়া চল্লিশটি ওয়ার্ডেরই প্রার্থী তালিকা চূড়ান্ত করে ফেলল তৃণমূল। তবে দলের তরফ থেকে বৃহস্পতিবার ওয়েবসাইটে প্রার্থী তালিকা প্রকাশের কথা ঘোষণা করা হলেও সেখানে প্রার্থীদের নাম উল্লেখ ছিল না। রাতে দলের উত্তর ২৪ পরগনার জেলা সভাপতি তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক প্রার্থীদের নামগুলি জানিয়ে দেন। তিনি জানান, বিধাননগর পুরসভার দুই প্রাক্তন চেয়ারম্যান পারিষদ অনুপম দত্ত ও অশেষ মুখোপাধ্যায়কে এ বার প্রার্থী করা হচ্ছে না। টিকিট পাননি সেখানকার আরও দুই প্রাক্তন কাউন্সিলর।

নতুন তৈরি পুর-নিগমে আছে তিন বিধানসভা— বিধাননগর, রাজারহাট- নিউ টাউন এবং রাজারহাট-গোপালপুর। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে নিজ নিজ এলাকায় বিধায়কদের পছন্দকে প্রাধান্য দিয়েছেন দলীয় নেতৃত্ব। দলের অন্দরে ব্যাখ্যা, বিধানসভা নির্বাচন আসন্ন, তাই বিধায়কদের পছন্দে গুরুত্ব দিয়ে তাঁদের এলাকাগুলিতে যথাসম্ভব দলীয় ভারসাম্য বজায় রাখাই এর লক্ষ্য।

সমগ্র এলাকাটি বারাসত লোকসভা কেন্দ্রের অধীনে। এই পুর-নিগম এমনিতেই তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে জরাজীর্ণ। ফলত নিগমের প্রার্থী তালিকায় কার দিকে পাল্লা ভারী হয় সে দিকে নজর ছিল সকলেরই। আর আলাদা করে নজর ছিল সদ্য সিপিএম ছেড়ে আসা রাজারহাট-গোপালপুরের প্রাক্তন পুর-চেয়ারম্যান দোর্দণ্ডপ্রতাপ তাপস চট্টোপাধ্যায় ও তাঁর অনুগামীদের ক’জনকে পুর-নির্বাচনের প্রার্থী করা হয় সে দিকে।

দেখা গেল ওই অঞ্চলে তাপসবাবু ছাড়া মাত্র তাঁর অনুগামী রহিমা বিবি এবং অমিত রায়কে টিকিট দিয়েছেন তৃণমূল নেতৃত্ব। টিকিট পাননি বিধাননগর পুর-নিগমে মিশে যাওয়া রাজারহাট-গোপালপুরের প্রাক্তন বিরোধী দলনেতা মনোরঞ্জন ঘোষ। রাজনৈতিক সূত্রের খবর এলাকার সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের হাত ধরেই তাপসবাবুরা তৃণমূলে এসেছিলেন। তাপসবাবুরা রাজারহাট-নিউ টাউন বিধানসভা কেন্দ্রের অধীনে রয়েছেন। সেই কেন্দ্রের দশটি ওয়ার্ডের মধ্যে বাকি সাতটি ওয়ার্ডেই জায়গা পেয়েছেন সেই সব প্রার্থী যাঁরা এলাকায় বিধায়ক সব্যসাচী দত্তের ঘনিষ্ঠ বলেই পরিচিত। তার মধ্যে বিধাননগরে ঠাঁই না মেলা স্বাতী বন্দ্যোপাধ্যায়, চামেলি নস্কর ও রেবেকা সুলতানাকে টিকিট দেওয়া হয়েছে। সব্যসাচীবাবু নিজে দাঁড়াচ্ছেন সল্টলেকে, তাঁর পুরনো জায়গাতেই।

রাজারহাট-গোপালপুর বিধানসভা এলাকার ১৬টি ওয়ার্ডের মধ্যে প্রাধান্য পেয়েছে স্থানীয় বিধায়ক তথা কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসুর পরিচিত লোকজনেরাই। দলীয় সূত্রে খবর, রাত পর্যন্ত তাঁর প্রস্তাবিত ১৩ জন প্রার্থী টিকিট পাচ্ছেন রাজারহাট-গোপালপুর থেকে। সেখানকারই ১৯ নম্বর ওয়ার্ডে রাত পর্যন্ত প্রার্থী চূড়ান্ত হয়নি বলেই জানান জেলা সভাপতি।

বিধাননগরে ১৪টি ওয়ার্ডের মধ্যে আবার সুজিতবাবুর অনুগামীদের প্রাধান্য দেওয়া হয়েছে। তাঁরই অনুগামী জয়দেব নস্কর, নির্মল দত্ত, নীলাঞ্জনা মান্না, প্রবীর সর্দারদের প্রার্থী করেছে শাসক দল। পাশাপাশি জ্যোতিপ্রিয় মল্লিকের অনুগামী বলে পরিচিত বাণীব্রত বন্দ্যোপাধ্যায়, সুধীর সাহাকে এ বারেও প্রার্থী করা হয়েছে। পুরনোদের মধ্যে প্রাক্তন চেয়ারপার্সন কৃষ্ণা চক্রবর্তী, বিদায়ী চেয়ারম্যান পারিষদ দেবাশিস জানা, মিনু চক্রবর্তী, অনিন্দ্য চট্টোপাধ্যায়রা ফের টিকিট পেয়েছেন।

ক্ষোভ চেপে রাখেননি বাদ পড়ারা। অনুপম দত্ত বলেন, ‘‘জ্যোতিপ্রিয় মল্লিক আমাকে ফোনে জানিয়েছেন স্নিগ্ধা মজুমদার, রঞ্জন সেন, অশেষ এবং আমি তালিকায় নেই।’’

কিন্তু কেন বাদ? দলীয় সূত্রের অবশ্য খবর, অনুপম ও অশেষবাবুর বিরুদ্ধে পুরসভার কাজে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। অনুপমবাবু বলেন, ‘‘কেন বাদ, তা নিয়ে এখনও দলের কেউ কিছু জানাননি। তবে আমার ওয়ার্ডের সাধারণ মানুষ আমাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বলছেন। তাঁদের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেব।’’ অশেষবাবুর দাবি, ‘‘অভিযোগ করলে জবাব দেওয়ার সুযোগ দিতে হবে। স্বচ্ছতার অভাব দেখলে আগে কেন কেউ তা বলল না?’’

যদিও সরকারি ভাবে পুরনো কাউন্সিলরেরা কেন বাদ গেলেন তা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন শাসক দলের নেতারা। খাদ্যমন্ত্রীর বক্তব্য, ‘‘এই প্রসঙ্গে কোনও জবাব দেব না। দলের শীর্ষ নেতৃত্ব এই বিষয়ে যা বলার বলবেন।’’

Candidate list Trinamool Bidhannagar municipal election Bidhannagar kolkata
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy