Advertisement
১১ মে ২০২৪

সিসিটিভির নজরে নিকাশি পাম্প

বৃষ্টি হয়। এবং জল জমে কলকাতার কিছু এলাকায়। কোথাও সেই জল নামতে লেগে যায় কয়েক দিন। এক দিকে যদি ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে এ শহরের ভবিতব্য এমন হয়, অন্য দিকে তবে খানিকটা দায়ী পুর-পরিকাঠামোর ঘাটতিও। জল জমার পরিস্থিতির সেই ছবিটাই পাল্টানোর চেষ্টায় এ বার নতুন নজরদারি ব্যবস্থার পথে হাঁটতে চলেছে কলকাতা পুরসভা। বর্ষার আগে বৃহস্পতিবার এক প্রস্তুতি সভায় সিদ্ধান্ত হয়েছে, শহরের সমস্ত নিকাশি পাম্পিং স্টেশনে বসবে সিসিটিভি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ মে ২০১৫ ০০:২৩
Share: Save:

বৃষ্টি হয়। এবং জল জমে কলকাতার কিছু এলাকায়। কোথাও সেই জল নামতে লেগে যায় কয়েক দিন। এক দিকে যদি ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে এ শহরের ভবিতব্য এমন হয়, অন্য দিকে তবে খানিকটা দায়ী পুর-পরিকাঠামোর ঘাটতিও। জল জমার পরিস্থিতির সেই ছবিটাই পাল্টানোর চেষ্টায় এ বার নতুন নজরদারি ব্যবস্থার পথে হাঁটতে চলেছে কলকাতা পুরসভা। বর্ষার আগে বৃহস্পতিবার এক প্রস্তুতি সভায় সিদ্ধান্ত হয়েছে, শহরের সমস্ত নিকাশি পাম্পিং স্টেশনে বসবে সিসিটিভি। জমা জল বার করার ক্ষেত্রে পাম্পগুলি ঠিকমতো কাজ করছে কি না, তা নজরে রাখবে ক্যামেরা।

পুরসভা সূত্রের খবর, মূলত পাম্পিং স্টেশনগুলো ঠিক ভাবে কাজ করছে কি না, তা জানার জন্যই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিভিন্ন পাম্পিং স্টেশনে বসানো ওই সিসিটিভিগুলির ফুটেজ মনিটর করা হবে পুরসভার কন্ট্রোল রুমে। অভিযোগ, অনেক স্টেশনেই পাম্প কাজ করে না। এবং সেই খবরও পুরসভায় সময় মতো পৌঁছয় না। তাই প্রতিটি পাম্পিং স্টেশনে নজরবন্দি করার এই সিদ্ধান্ত। নিকাশি দফতরের মেয়র পারিষদ তারক সিংহ জানান, প্রথম পর্য়ায়ে গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে সিসিটিভি বসানো হবে। পরে বসবে সমস্ত স্টেশনেই। ১৫ জুনের পর থেকে প্রতি বরোর সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারদের নিজস্ব এলাকার পাম্পিং স্টেশনে থাকতে বলা হয়েছে।

এ দিন দুপুরে পুরসভার কনফারেন্স হলে ওই সভায় হাজির ছিলেন মেয়র শোভন চট্টোপাধ্যায়, মেয়র পারিষদ তারকবাবু এবং পুর কমিশনার খলিল আহমেদ। প্রায় ঘণ্টা দুয়েক ধরে চলা ওই আলোচনায় পুরসভার অফিসারদের পাশাপাশি হাজির ছিলেন রাজ্যের পূর্ত, সেচ, জনস্বাস্থ্য, কেইআইআইপি-সহ আরও কয়েকটি দফতরের আধিকারিকেরাও।

বৃষ্টি হলে শহরে আগেকার মতো জল না জমা তাঁদের বোর্ডের কৃতিত্ব বলে সদ্য শেষ হওয়া পুরভোটে প্রচারও চালিয়েছিলেন তৃণমূল প্রার্থীরা। যদিও পুরসভার নিকাশি দফতরই মনে করে একটু বেশি বৃষ্টি হলেই এখনও কয়েকটি এলাকায় জল জমে। সেই এলাকাগুলিতে জল জমা রুখতে এ বার উদ্যোগী হয়েছে পুরসভা। শহরের কোন কোন এলাকায় জল জমার প্রবণতা রয়েছে, তা নিয়ে একটি তালিকাও বানানো হয়েছে। মেয়র পারিষদ তারক সিংহ জানান, শহরে এখন এমন ১৩টি এলাকা রয়েছে। বৃষ্টির পরিমাণ বেশি হলেই ওই সব এলাকায় বেশ কিছুক্ষণ জল জমে থাকে। এ বার সেই এলাকাগুলি থেকেও জমা জল যাতে দ্রুত সরানো যায়, তার প্রচেষ্টা নেওয়াই তাঁর দফতরের প্রথম কাজ হবে বলে জানান তারকবাবু।

মেয়র পারিষদ জানান, শহরে এই মুহূর্তে নিকাশির জন্য ৭৩টি পাম্পিং স্টেশন রয়েছে। সেই সব স্টেশনে মোট ৩৬৯টি নানা ক্ষমতার পাম্প রয়েছে। এর মধ্যে ২৬৬টি পাম্প কাজ করে। অকেজো ৮৭টি। বেশ কয়েকটি পাম্প বহু পুরনো। সেগুলি ঠিক ভাবে কাজ করে না। ওই পাম্পগুলি বদলে ফেলা হবে বলে জানিয়েছেন তারকবাবু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE