Advertisement
০৮ মে ২০২৪

ব্যবসায়ী খুনে চার্জশিট

মল্লিকবাজারের ব্যবসায়ী নুর মহম্মদকে খুনের ঘটনার মূল চক্রী সালাউদ্দিন-সহ চার জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিল পুলিশ। ঘটনার ৮৮ দিনের মাথায় বুধবার ব্যাঙ্কশাল আদালতে ওই চার্জশিট জমা দেয় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৬ ০০:০৯
Share: Save:

মল্লিকবাজারের ব্যবসায়ী নুর মহম্মদকে খুনের ঘটনার মূল চক্রী সালাউদ্দিন-সহ চার জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিল পুলিশ। ঘটনার ৮৮ দিনের মাথায় বুধবার ব্যাঙ্কশাল আদালতে ওই চার্জশিট জমা দেয় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। লালবাজার সূত্রে খবর, চার্জশিটে মূল চক্রী ছাড়াও শামিম ওরফে কেলো, খুরশিদ আলম ওরফে চিন্টু এবং শেখ মইনউদ্দিন ওরফে রাজের নাম রয়েছে। পুলিশের দাবি, রাজই নুরকে গুলি করে খুন করেছিল ১০ জুলাই। সঙ্গে ছিল চিন্টু। নুর মহম্মদকে খুন করার জন্য খিদিরপুরের বাসিন্দা চিন্টু এবং রাজকে সুপারি কিলার হিসেবে নিয়োগ করেছিল সালাউদ্দিন। পুলিশ জানায়, সালাউদ্দিনের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিল নুরের। এক ব্যবসায়ীকে টাকা ধার দেওয়া নিয়ে কেলো এবং সালাউদ্দিনের সঙ্গে নুরের গোলমাল হয়। তাতে নুরের হাতে অপমানিত হন ওই দু’জন। বদলা নিতে এবং নুরকে শিক্ষা দিতে সালাউদ্দিন খুন করায় নুরকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

police Charge sheet Accused Businessman
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE