Advertisement
০৩ মে ২০২৪

তিতলি নিয়ে সতর্কতা মুখ্যমন্ত্রীর

এমনিতেই পুজোর মুখে মশাবাহিত রোগের প্রকোপ বাড়ায় চিন্তা রয়েছে পুর প্রশাসনের। তার উপরে এই নিম্নচাপ নতুন করে চাপ বাড়াচ্ছে পুরকর্তাদের।

পুর প্রশাসনকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি পিটিআই

পুর প্রশাসনকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি পিটিআই

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০১৮ ০২:১৪
Share: Save:

‘তিতলি’র প্রভাবে নিম্নচাপ সামাল দিতে কলকাতা পুর প্রশাসনকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে। এমনিতেই পুজোর মুখে মশাবাহিত রোগের প্রকোপ বাড়ায় চিন্তা রয়েছে পুর প্রশাসনের। তার উপরে এই নিম্নচাপ নতুন করে চাপ বাড়াচ্ছে পুরকর্তাদের। পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুত থাকতে শুক্রবার পুর কমিশনার-সহ পদস্থ কর্তাদের নিয়ে বৈঠক করেন মেয়র। সেখানে বরোর এগ্‌জিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ নিকাশি, স্বাস্থ্য এবং জঞ্জাল দফতরের অফিসারদের সতর্ক করা হয়। বলা হয়েছে, পুজোর সময়ে ঢালাও ছুটি নেওয়া যাবে না। রোস্টার ডিউটি করে শহরের উপরে নজর রাখতে হবে।

মেয়র শোভনবাবু জানান, পুজোয় কয়েক লক্ষ মানুষ কলকাতায় বেরোন। বিদেশ থেকেও অনেকে আসেন। নিম্নচাপের প্রভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া দফতর। বেশি বৃষ্টিতে শহরের কিছু অঞ্চলে জল জমার প্রবণতা থাকে। তাই ওই সব এলাকায় দ্রুত জল বার করতে নিকাশি পাম্প তৈরি রাখতে বলা হয়েছে। কোনও অবস্থাতেই যেন বেশি ক্ষণ রাস্তায় জল না জমে, তা নিশ্চিত করতে হবে।

পুরসভা সূত্রের খবর, আশঙ্কা রয়েছে ঝড়েরও। মেয়র জানান, বেশিরভাগ বড় রাস্তার ফুটপাতে বাঁশ বেঁধে হোর্ডিং ঝোলানো হয়েছে। ঝড়ে তা ভেঙে পড়তে পারে। আচমকা ঝড়ে ওই কাঠামো সরাতে পরিকাঠামোও দরকার। পাশাপাশি, ঝড় হলেই গাছ পড়ার প্রবণতা থাকে। তাই গাছ কাটার যন্ত্র এবং কর্মী যাতে কন্ট্রোল রুমে থাকে, তার ব্যবস্থা করতে বলা হয়েছে। মেয়র বলেন, ‘‘শুক্রবার রাত থেকেই পুরকর্মীরা তৈরি। বিভাগীয় ডিজি-দের বলা হয়েছে রাতে মোবাইল ‘অন’ রাখতে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE