রাজ্যের জন্য বছরে ১৫ লক্ষ ইউনিট রক্তের প্রয়োজন। কিন্তু টেনেটুনে সংগৃহীত হয় ১৩ লক্ষ ইউনিট। গরমকাল, দুর্গাপুজো, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন রক্তদান শিবির কম হওয়ায় প্রতি বছর ওই সময়ে সঙ্কট থাকেই। তবে এ বার করোনা-আতঙ্কে শিবির বন্ধ থাকায় শুরু হয়েছে তীব্র রক্তসঙ্কট। বেসরকারি ব্লাড ব্যাঙ্কগুলির ভাঁড়ারও শূন্য। দাতা নিয়ে গেলে তবেই সেখান থেকে মিলছে রক্ত। সরকারি ব্লাড ব্যাঙ্ক চলছে পুলিশের রক্তে। অথচ এই পরিস্থিতিতেও মিষ্টি, চাল, ডাল, আলুর থেকে কম অত্যাবশ্যকীয় বলে বিবেচিত হচ্ছে রক্ত!
‘‘সর্বত্র মিষ্টির দোকান, বাজার খোলা থাকলেও বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে যে, শুধু পুলিশই রক্তদান শিবিরের আয়োজন করতে পারবে! আর কারও শিবিরের আয়োজনের অনুমতি মিলছে না।’’ —বলছিলেন রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত ডি আশিস। তিনি জানাচ্ছেন, রাজ্যের পঞ্চাশ হাজার থ্যালাসেমিয়া আক্রান্তের জন্য লাগে মোট সংগৃহীত রক্তের ৬০ শতাংশ। আক্রান্তদের বাঁচিয়ে রাখতে সেই রক্ত দিতেই হয়। থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের অভিভাবকদের একটি সংগঠনের পরিচালিত নিমতলা ঘাট স্ট্রিটের ডে কেয়ার সেন্টারে যে শিশুরা আসছে তারা সকলেই স্থানীয়। অ্যাসোসিয়েশনের তরফে গৌতম গুহ বলেন, ‘‘ওদের জন্য রক্ত জোগাড় করতে ব্লাড ব্যাঙ্কে দাতা নিয়ে যেতে হচ্ছে।” শহরের একটি বেসরকারি ব্লাড ব্যাঙ্কের অধিকর্তা অনুময় গঙ্গোপাধ্যায় জানাচ্ছেন, তাঁদের ব্যাঙ্ক শূন্য। দাতা আনলে তবেই রক্ত মিলবে।
এ ছাড়াও রয়েছেন ব্লাড ক্যানসারের রোগীরা। যাঁদের নির্দিষ্ট সময় অন্তর রক্ত না দিলে বাঁচানো সম্ভব নয়। দুর্ঘটনা কিংবা জরুরি অস্ত্রোপচারেও রাখতে হয় রক্তের জোগান। এই বিপুল রক্ত কে জোগাবে— এই প্রশ্ন ঘুরছে চিকিৎসক, রোগীর পরিবার এবং রক্তদান আন্দোলনে যুক্ত কর্মীদের মধ্যে।