Advertisement
০৪ জুন ২০২৪
হাওড়া স্টেশন

ক্রেন ভেঙে প্ল্যাটফর্মে, বরাতজোরে প্রাণরক্ষা

শুরু হতে না হতেই বিপত্তি! এত দিন কাজ আটকে ছিল পূর্ব রেলের সেফ্‌টি কমিশনারের অনুমতির জন্য। মাস দুয়েকের মধ্যে তা-ও মেলে। তবে অনুমতি দেওয়ার আগে নিরাপত্তা নিয়ে বারবার সতর্ক করেছিলেন সেফ্‌টি কমিশনার। তাতেও শেষরক্ষা হল না। ইস্ট-ওয়েস্ট মেট্রোর ওই কাজ শুরু হতেই মঙ্গলবার বেলা সাড়ে বারোটা নাগাদ হাওড়া স্টেশনের ১৪ নম্বর প্ল্যাটফর্মে ভেঙে পড়ল দেড়শো টনের একটি ক্রেনের বুম বা হাত।

বিপর্যয়ের পরে। মঙ্গলবার। ছবি: দীপঙ্কর মজুমদার।

বিপর্যয়ের পরে। মঙ্গলবার। ছবি: দীপঙ্কর মজুমদার।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৬ ০০:৩৫
Share: Save:

শুরু হতে না হতেই বিপত্তি!

এত দিন কাজ আটকে ছিল পূর্ব রেলের সেফ্‌টি কমিশনারের অনুমতির জন্য। মাস দুয়েকের মধ্যে তা-ও মেলে। তবে অনুমতি দেওয়ার আগে নিরাপত্তা নিয়ে বারবার সতর্ক করেছিলেন সেফ্‌টি কমিশনার। তাতেও শেষরক্ষা হল না। ইস্ট-ওয়েস্ট মেট্রোর ওই কাজ শুরু হতেই মঙ্গলবার বেলা সাড়ে বারোটা নাগাদ হাওড়া স্টেশনের ১৪ নম্বর প্ল্যাটফর্মে ভেঙে পড়ল দেড়শো টনের একটি ক্রেনের বুম বা হাত। ওই সময়ে কোনও ট্রেন না থাকায় কেউ হতাহত হননি। এর জেরে ওই প্ল্যাটফর্মে ঘণ্টাখানেক ট্রেন চলাচল বন্ধ থাকে।

পূর্ব রেল ও ইস্ট-ওয়েস্ট মেট্রো রেল সূত্রে খবর, ১৪ ও ১৬ নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে গুড্‌স শেডের সামনে ১৫০ টন ওজনের ওই লিঙ্ক বেল্ট ক্রেনটি দিয়ে তোলা হচ্ছিল মাটি গর্ত করার একটি মেশিন (পাইলিং রিগ)। ক’দিন আগে গর্ত করার সময়ে কোনও ভাবে আটকে গিয়েছিল মেশিনটি। সেটিকে তুলতেই আনা হয়েছিল ক্রেনটি। প্রত্যক্ষদর্শীরা জানান, মেশিনটি তোলার সময়ে আচমকা তার ছিঁড়ে ১৪ নম্বর প্ল্যাটফর্মের মাথায় ভেঙে পড়ে ক্রেনটি। শেডের অ্যাসবেস্টস, ভিতরের লোহার খাঁচা ভেঙে ও বেঁকিয়ে ৩৭ মিটার লম্বা কয়েকশো কেজির লোহার পুলিটি গিয়ে পড়ে প্ল্যাটফর্মের রেলিংয়ে। আতঙ্কে ছুটোছুটি শুরু করেন লোকজন। ছুটে যান রেলরক্ষী বাহিনী ও ইস্ট-ওয়েস্ট মেট্রোর কর্মীরা। ওই প্ল্যাটফর্মে ঘণ্টাখানেকের জন্য ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয় বলে জানান হাওড়ার সিনিয়র স্টেশন ম্যানেজার অঞ্জন চন্দ।

পূর্ব রেল সূত্রে খবর, ঘটনার ১০ মিনিট আগেও ১৫ নম্বর প্ল্যাটফর্ম ছিল ভিড়ে ঠাসা। ডাউন মেচেদা লোকাল সদ্য ছেড়ে বেরিয়েছে। তবে ১৪ নম্বরে ট্রেন না থাকায় দুর্ঘটনা থেকে বেঁচে যান যাত্রীরা।

দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, প্ল্যাটফর্মের ভাঙা শেড সারাইয়ের কাজ শুরু করেছে পূর্ব রেল। হাজির হয়েছেন কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের (কেএমআরসিএল) পদস্থ কতার্রা। সংস্থার চিফ ইঞ্জিনিয়ার
বিশ্বনাথ দেওয়ানজি বলেন, ‘‘ক্রেনটি পিছলে গিয়ে দুর্ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে। কেন এমন হল তা তদন্ত করে দেখা হবে।’’

হাওড়ার ডিআরএম আর বদ্রিনারায়ণ বলেন, ‘‘কেএমসিআরএল-কে জানিয়েছি এর পরে স্টেশনে কোথাও ক্রেনের কাজ করতে হলে পূর্ব রেলকে জানাতে হবে। রেল সেই জায়গা ঘিরে দিলে কাজ করা যাবে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত না করে কাজ করা যাবে না।’’ ঘটনাস্থলে আসেন উত্তর হাওড়ার বিধায়ক তথা রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী লক্ষীরতন শুক্লও। কেউ হতাহত না হওয়ায় আশ্বস্ত হন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Crane collapses Howrah station
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE