উত্তরসূরিদের আর এ পেশায় নামাতে চান না শম্ভুনাথ মালাকার, রঞ্জিৎ সরকার, অমর ঘোষেরা। শোলার তৈরি ছোট ছোট প্রতিমা এক সময়ে রমরমিয়ে বিক্রি হত কুমোরটুলিতে। কিন্তু শোলা চাষ আর আগের মতো না হওয়ায় সঙ্কটে পটুয়াপাড়ার শোলাশিল্পীরা।
কুমোরটুলিতে পঞ্চাশ বছর ধরে শোলার কাজ করছেন শম্ভুনাথ। ঠাকুরদা-বাবার দেখানো পথে শোলার নানা জিনিস তৈরি করেই এখনও সংসার চালান শম্ভুনাথ। হাতে হাতে তাঁর সঙ্গে কাজ করেন ছেলে সুজিত। এই শিল্পে সঙ্কটের কথা ভেবে শম্ভুনাথের আক্ষেপ, ‘‘এখন যা দুরবস্থা, পরের প্রজন্মকে আর এই পেশায় নামাতে চাই না। ওরা আসতেও চায় না।’’
অথচ বছর দশেক আগেও কুমোরটুলিতে শোলাশিল্পীদের কদর ছিল। শিল্পীরা জানাচ্ছেন, তখন শহরতলির ভাঙড়, রাজারহাট ছাড়াও দুই চব্বিশ পরগনায় শোলার চাষ হত যথেষ্ট। এখন সেই জায়গার দখল নিয়েছে বহুতল বাড়ি। এ ছাড়াও দিনাজপুর, মালদা, বর্ধমান, হুগলির বিভিন্ন এলাকাতেও আগে চাষ হত। এখন শোলার চাষ হয় কেবল বনগাঁ, সুন্দরবন, মেদিনীপুরে। চাষ কম হওয়ায় দামও বেশি। বছর দশেক আগে বান্ডিল পিছু (৫-৭টা প্রতি বান্ডিলে) প্রায় ১৫-২০ টাকায় বিক্রি হত। এখন একটা লম্বা, হৃষ্টপুষ্ট শোলার দামই পড়ে ২৫-৩০ টাকা।