সাহিত্য বাসর
‘দিনের শেষে ছাদের উপর পড়তো মাদুর আর তাকিয়া।... বউঠাকরুন গা-ধুয়ে চুল বেঁধে তৈরি হয়ে বসতেন। গায়ে একখানা পাতলা চাদর উড়িয়ে আসতেন জ্যোতিদাদা, বেহালাতে লাগাতেন ছড়ি, আমি ধরতাম চড়া সুরের গান... ।’ মূলত কাদম্বরী দেবীর উৎসাহেই ঠাকুরবাড়িতে বসত এই আসর। রবীন্দ্রজীবনে তার ভূমিকা নেহাত কম নয়। সেই কথাই তুলে ধরতে আকাশবাণী কলকাতা আজ জোড়াসাঁকো ঠাকুরবাড়ির উদয়শঙ্কর সভাগৃহে আয়োজন করেছে ‘কাদম্বরী সাহিত্য বাসর।’ রেডিও সেটের ওপারে নয়, মুখোমুখি বসেই শ্রোতারা শুনতে পাবেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, বুদ্ধদেব গুহ, নবনীতা দেবসেন প্রমুখের সাহিত্য পাঠ। সূত্রধর সৌমেন বসু। অন্য দিকে সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস রাণু ও ভানু-র নির্বাচিত অংশের অনুষঙ্গে সংযোজিত কয়েকটি রবীন্দ্রসঙ্গীত ও রক্তকরবী নাটকের বিশুপাগল নন্দিনী এবং ভানুসিংহের পদাবলী প্রসঙ্গকে একসুতোয় বেঁধে সম্প্রতি রবীন্দ্রতীর্থে মঞ্চস্থ হল ‘রাণু ও ভানু’। দ্বাদশী রাণু পত্র লিখছে সাতান্ন বছরের রবিবাবু ওরফে ভানু দাদাকে। পত্রালাপের সংলাপ মূর্ত হয়ে উঠল জগন্নাথ বসু ও উর্ম্মিমালা বসুর কণ্ঠে। গানে ইমণকে সঙ্গী করে এটি প্রথম নিবেদিত হয়েছিল মাসকটে।
সুবর্ণজয়ন্তী
টাকীর জমিদার সূর্যকান্ত রায়চৌধুরী ছেলের বিয়েতে চাঁদ মিঞার কাছে থেকে ভাড়া নিয়েছিলেন ২৯৯ আপার সার্কুলার রোডের বাড়িটি। পরে পছন্দ হওয়ায় সেটি কিনে নেন। ১৯৫৬-য় রায়চৌধুরী পরিবার ও পশ্চিমবঙ্গ সরকারের যৌথ প্রচেষ্টায় এখানে গড়ে ওঠে ডে-স্টুডেন্টস হোম। ১৯৬৫-তে দক্ষিণাংশে তৈরি হয় গভঃ স্পনসর্ড মাল্টিপারপাস স্কুল। টাকী বয়েজ স্কুলের ইতিহাসের নানা কথা জানা গেল সুবর্ণজয়ন্তী বর্ষ উপলক্ষে প্রকাশিত পত্রিকা ‘মনীষা’য়। এই বিশেষ সংখ্যাটির পরিকল্পনা করেছেন শিক্ষিকা নিবেদিতা রায়। যেখানে অতীত শিক্ষক-শিক্ষিকাদের কথার পাশাপাশি রয়েছে ছাত্রদের লেখা ও বিশিষ্টদের সাক্ষাৎকার। একটি সাক্ষাৎকারে শিক্ষাব্রতী মীরাতুন নাহার বলেছেন, ‘ব্যক্তিত্বের বিভিন্ন দিক সমৃদ্ধ করে জঞ্জাল সরিয়ে অন্ধকার বর্জন করে আলোয় ভরিয়ে তোলো তোমাদের জীবন।’
নতুন করে
‘রবীন্দ্রনাথ এবং তাঁহার সৃষ্ট সাহিত্যকে না বুঝিলে বাঙলার জাতীয় আন্দোলন তথা স্বদেশী আন্দোলনকেও সম্যক বুঝা যায় না। বর্তমান গ্রন্থে আমরা সেই দিক দিয়াই বাঙলার জাতীয় আন্দোলন এবং রবীন্দ্রনাথকে বুঝিবার চেষ্টা করিয়াছি...।’ লিখেছিলেন প্রফুল্লকুমার সরকার তাঁর জাতীয় আন্দোলনে রবীন্দ্রনাথ গ্রন্থের ভূমিকায়। দুর্লভ বইটি প্রকাশ করছে সূত্রধর। সঙ্গে রবীন্দ্রনাথের ভগিনী নিবেদিতা, দেবজিত্ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত রবি-রঙ্গী রঙ্গমঞ্চ, গৌরীপ্রসাদ ঘোষের রবীন্দ্রনাথ: কবির বাণীর মর্মকথা, জয়তী গঙ্গোপাধ্যায়ের রেকর্ডে রবীন্দ্রগান (১৯০৯-১৯৪১), অঞ্জন চক্রবর্তীর শেষের কবিতার শোভনলাল। সাধারণ ব্রাহ্ম সমাজ-এ ২০-২১ মে ‘রবিপক্ষে রবীন্দ্রচর্চা’ অনুষ্ঠানে, রোজ সন্ধে সাড়ে ৬টায়। প্রথম দিন ‘রবিঠাকুরের সরস্বতী’ বিষয়ে বলবেন তপোব্রত ঘোষ, পরের দিন সুশান্তকুমার চট্টোপাধ্যায়ের উপস্থাপনায় ‘গ্রােমাফোন রেকর্ডে রবি ঠাকুরের গান’।
স্মরণ
প্রায়ই বলতেন, ‘সাংবাদিক হবে, অথচ টেনশন থাকবে না, তা হয় নাকি!’ প্রথমে আনন্দবাজার পত্রিকা, পরে যুগান্তর-এর বার্তা বিভাগের দায়িত্ব নেওয়ার সুবাদে ভাল করেই জানতেন চাপ কাকে বলে। কিন্তু সেই চাপ কাটানোর ওষুধও নিজেই বার করে নিয়েছিলেন। এক অমিতাভ চৌধুরির মধ্যে এক সঙ্গে বিরাজ করত তিনটি সত্তা— সাংবাদিক, রবীন্দ্র বিশেষজ্ঞ ও ছড়াকার। ‘না, আরও একটা সত্তা ছিল,’ স্মরণসভায় ভুল শুধরে দেন তাঁর অনুজসম, বর্ষীয়ান সাংবাদিক মনোজিৎ মিত্র, ‘অমিতদা ছিলেন সহৃদয় ব্যক্তি। পত্রিকার প্রবন্ধ থেকে মেয়ের বিয়ের জন্য সাহায্য, কেউ তাঁর কাছে এসে খালি হাতে ফিরে যায়নি।’ ১ মে ভোরে ৮৭ বছর বয়সে প্রয়াত ওই লেখক-সাংবাদিকের স্মরণসভা বিভিন্ন জনের স্মৃতিচারণায় ও রবীন্দ্রসঙ্গীতে অনুষ্ঠিত হল রবিবার সকালে রানিকুঠির রিজেন্ট পার্কের কমিউনিটি সেন্টারে, তাঁরই ইচ্ছানুসারে।
সম্মান
কেরলের মানুষ জোশি জোসেফ সেই কবে থেকে কলকাতায়, কলকাতা নিয়েই তাঁর নতুন ছবি ‘আ পোয়েট, আ সিটি, অ্যান্ড আ ফুটবলার’ (ফিল্মস ডিভিশন)। ক্যানসারে অকালপ্রয়াত কবি গৌতম সেন আর ফুটবলের কিংবদন্তি প্রদীপ বন্দ্যোপাধ্যায়— শহরটার এই দুই অদম্য জীবনীশক্তিকে নিয়েই ছবিটি। এ বারে অ-কাহিনিচিত্রের জাতীয় পুরস্কারে ‘স্পেশ্যাল জুরি অ্যাওয়ার্ড’ পেল। কলকাতার আর-এক তরুণী তোর্সা বন্দ্যোপাধ্যায়ের ছবি ‘টেন্ডার ইজ দ্য সাইট’ও (ফিল্মস ডিভিশন, সঙ্গে স্থিরচিত্র) জিতে নিয়েছে সেরা-র শিরোপা ‘স্বর্ণকমল’। নবদ্বীপের পাশে সমুদ্রগড় গ্রামে দশ বছরের মাঝির ছেলে হাসিবুল্লাহ, দৃষ্টিহীন, কী ভাবে তার বেঁচে থাকার জগৎ তৈরি করে নেয় শব্দের মাধ্যমে। সেরা অডিয়োগ্রাফি-র পুরস্কারও পেয়েছে ছবিটি। এঁদের সঙ্গে আরও যাঁরা জাতীয় পুরস্কার পেলেন, সবাইকেই সংবর্ধিত করবে শর্ট ফিল্মমেকার্স অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়া, ২৪ মে সন্ধে ৬টায়। সেই সন্ধেয় তাদের সঙ্গে নন্দন-এর যৌথ উদ্যোগে শুরু হচ্ছে আন্তর্জাতিক শর্ট ও ডকুমেন্টারি ছবির উৎসব, চলবে ২৮ মে অবধি।