Advertisement
০৪ মে ২০২৪

দুর্ঘটনা, জখম ১০ যাত্রী

সিগন্যাল পোস্টের গায়ে লাগানো সিঁড়ির একটি লোহার দণ্ড বেঁকে লাইনের কাছে চলে এসেছিল। কিন্তু রেলকর্মীদের নজরে পড়েনি। ফলে যা হওয়ার তাই হয়েছে। ট্রেন যাওয়ার সময়ে দরজায় দাঁড়ানো ১০ জন যাত্রী গুরুতর জখম হলেন ওই লোহার আঘাতে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ জুলাই ২০১৫ ০২:৪৫
Share: Save:

সিগন্যাল পোস্টের গায়ে লাগানো সিঁড়ির একটি লোহার দণ্ড বেঁকে লাইনের কাছে চলে এসেছিল। কিন্তু রেলকর্মীদের নজরে পড়েনি। ফলে যা হওয়ার তাই হয়েছে। ট্রেন যাওয়ার সময়ে দরজায় দাঁড়ানো ১০ জন যাত্রী গুরুতর জখম হলেন ওই লোহার আঘাতে। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে ব্যারাকপুর ও টিটাগড় স্টেশনের মাঝে।

গত রবিবারই শিয়ালদহ স্টেশনে যাত্রীবিহীন একটি লোকাল ট্রেন সোজা এসে ধাক্কা মেরে উঠে গিয়েছিল প্ল্যাটফর্মে। প্রাথমিক তদন্তে দুঘর্টনার কারণ হিসেবে উঠে এসেছিল রেলকর্মীদের গাফিলতির কথাই। মঙ্গলবার সিগন্যাল পোস্ট থেকে লোহার দণ্ড খুলে চলন্ত ট্রেনের যাত্রীদের আহত হওয়ার ঘটনায় সেই গাফিলতির প্রশ্নই আবার সামনে এসেছে।

রেল পুলিশ জানায়, আহতদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। নৈহাটির বাসিন্দা অঙ্কুশ রায়ে নামে ওই যুবককে বি আর সিংহ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা ভর্তি রয়েছেন ব্যারাকপুরের বি এন বসু মহকুমা হাসপাতালে। কী ভাবে দুঘর্টনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, লাইন মেরামতি এবং সিগন্যালিংয়ের কাজ যাঁরা করেন, তাঁদের নজর এড়িয়ে লোহার পাতটি কী করে বেঁকে লাইনের দিকে চলে এল, সেটাও খতিয়ে দেখা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

freak accident running train titagarh 10 injured
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE