অনভিপ্রেত ভিড় আটকাতে প্রস্তাব তো ভালই। কিন্তু সরকারি হাসপাতালে ওই প্রস্তাব কত মসৃণ ভাবে কার্যকর হবে, বৃহস্পতিবার এন আর এস এবং এসএসকেএমে যৌথ পরিদর্শনের পরে সেই সংশয় থেকেই গেল।
সংশয় যাতে আর না বাড়ে, সে জন্য যে ৩১ জন জুনিয়র চিকিৎসকের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেছিলেন, তাঁদের সঙ্গে আগামী মঙ্গলবার ফের স্বাস্থ্য ভবনে বৈঠক হবে বলে খবর।
স্বাস্থ্য ভবনের দায়িত্বপ্রাপ্ত কর্তাদের সঙ্গে কলকাতা পুলিশের যৌথ পরিদর্শনের বৃহস্পতিবার ছিল প্রথম দিন। স্বাস্থ্য ভবনের খবর, এন আর এসে দেওয়া প্রস্তাবগুলির মধ্যে রয়েছে— ১) দু’টি গেটের একটি প্রবেশ এবং অন্যটি বাহির পথ হিসেবে ব্যবহার। ২) সেন্টেনারি বিল্ডিংয়ের সামনে পুলিশ কিয়স্ক। ৩) ঢোকা-বেরোনোয় রিভলভিং গেট। ৪) ডেন্টাল কলেজের পাশে গলিপথ বন্ধ করে কাঁটাতারের বেড়া এবং ক্যামেরা বসানো। ৫) জরুরি বিভাগের পিছনে পার্কিংয়ে পাঁচটির বেশি অ্যাম্বুল্যান্স রাখায় নিষেধাজ্ঞা। সেগুলি শিয়ালদহ স্টেশন সংলগ্ন চত্বরে রাখার প্রস্তাব। ৬) অ্যানাটমি বিভাগের পাশে নতুন প্রবেশপথ দিয়ে শুধু শববাহী গাড়ি যাওয়ার অনুমতি।