‘‘গুড়াপে যাচ্ছি। শুক্রবার দেখা হবে।’’— এই বলে তো কালিকা গেল। এটা কী শুনলাম!
আগামী শুক্রবার কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি ‘বিসর্জন’-এর একটা গান রেকর্ড করার কথা ছিল। সেই প্ল্যানটাই ঝালিয়ে নিয়েছিলাম ও গুড়াপে অনুষ্ঠান করতে যাওয়ার আগে। ও যে ফিরবেই না…।
আদ্যন্ত ভাল মানুষ, ভদ্রলোক বলতে যা বোঝায় কালিকা তাই ছিল। ফোক মিউজিক নিয়ে কিছু প্রশ্ন থাকলে গুগল না করে ওকে ফোন করতাম। আমি একা নই, মিউজিক ইন্ডাস্ট্রির অনেকেই এটাই করত। সে আর নেই।
আরও পড়ুন: গাড়ি দুর্ঘটনায় প্রয়াত দোহারের কালিকাপ্রসাদ