তাঁরা মাছ ভালবাসেন— পোষ্য হিসেবে, আড্ডা ও চর্চার বিষয় হিসেবে। ২০১৭ সালে তৈরি ফেসবুক-গোষ্ঠী পাইরেটস’ ডেন। সদস্যদের উৎসাহ স্রেফ অ্যাকোয়ারিয়ামের বিদেশি মাছে বদ্ধ নয়, দেশি নানান মাছ ও তাদের বাসস্থান, জলাভূমি ও তার সংরক্ষণ নিয়েও। ভাবনা বিনিময় হল বিভিন্ন ভৌগোলিক এলাকার মাছপ্রেমীদের সঙ্গে; চলতে থাকল বিদেশি মাছ পোষার উপায়, নৈতিকতা, দেশি জলাভূমিতে ছাড়ার বিপদ নিয়ে আলোচনা, গড়ে উঠল মাছ, জলজ প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ নিয়ে তথ্যভান্ডার। বৈশাখে প্রকাশ পেয়েছে মেছোবই, বাংলা ভাষায় মাছ ও জলজ প্রকৃতি সংক্রান্ত প্রথম ই-ম্যাগাজ়িন। উদ্দেশ্য, সহজ ভাষায় সবার মধ্যে মাছ ও জলজ প্রকৃতি নিয়ে সচেতনতা তৈরি। সম্প্রতি প্রকাশ পেল মেছোবই-এর পুজো সংখ্যা (ছবিতে প্রচ্ছদ)। অভিনব।
অন্তরগামী
ফরাসি লেখক আন্তোনাঁ আর্তো-র (১৮৯৬-১৯৪৮) নাট্যচিন্তা দর্শককে অন্তরের দিকে টেনে নিয়ে যায়। তাঁর ১২৫তম জন্মবার্ষিকীতে ‘কসবা অর্ঘ্য’ তাঁর ‘থিয়েটার অব ক্রুয়েল্টি’ এবং মণীশ মিত্রর অর্গানিক থিয়েটার— দুই দর্শনকে মিলিয়েছে নতুন নাটক সাইকোসিস-এ। ইংরেজ নাট্যকার সারা কেনের শেষ নাটক, তাঁর সুইসাইড নোট বলে পরিচিত ৪.৪৮ সাইকোসিস ও আর্তো-র ভ্যান গঘ: দ্য ম্যান সুইসাই়ডেড বাই সোসাইটি-র অনুপ্রেরণা-ঋদ্ধ নাটকটি। মিশ্রমাধ্যমে উপস্থাপনার প্রথম পর্যায় হল সিকিমের চাকুম গ্রামে, দ্বিতীয় পর্যায়ে মঞ্চায়ন কলকাতায়, অ্যাকাডেমিতে, ১২ অক্টোবর সপ্তমীর দুপুরে, ৩টেয়।
অন্য শহর
কলকাতার ভিতরে যে অপরিচিত কলকাতা, সে কি আমাদের নিজস্ব সৃষ্টি? আর্থসামাজিক, ধর্মীয়, বয়স বা লিঙ্গভিত্তিক অবস্থান থেকে আমরা নিজেদের মনেই কি তৈরি করে নিই গম্য-অগম্যের বিভাজন, গড়ে তুলি এক-একটা এলাকার মানসিক মানচিত্র, যার সঙ্গে বাস্তব মানচিত্রের মিল নেই? আমাদের মগজেই কি আছে আবেগ, স্মৃতি, শব্দ, গন্ধে নির্মিত ব্যক্তিগত ভূগোল? প্রশ্নেরা উঠে এল নাগরিক কথালাপ ‘টকিং ম্যাপস’-এ, ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং ইন্ডিয়ান ফাউন্ডেশন ফর দি আর্টস-এর আয়োজনে। পার্ক সার্কাস, টিপু সুলতানের স্মৃতি-পরম্পরায় প্রিন্স আনোয়ার শাহ রোড, নবাব ওয়াজেদ আলি শাহের মেটিয়াবুরুজের ঐতিহ্য-সফরের পাশে চেনা হল ‘অচেনা’ চিৎপুর, কালীঘাটও। বললেন উর্বী মুখোপাধ্যায়, ঈপ্সিতা হালদার, শামিম আহমেদ, সঞ্জয় মুখোপাধ্যায় ও সুমনা চক্রবর্তী; প্রকল্পের কো-অর্ডিনেটর মধুজা মুখোপাধ্যায় বললেন আমহার্স্ট স্ট্রিটের পুরনো পাড়া নিয়ে। ২৯ সেপ্টেম্বরের আন্তর্জাল-অনুষ্ঠানটি রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, কলকাতা-র ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।
ক্যালেন্ডারে
বেলুড় মঠের মূল মন্দির ও স্বামী বিবেকানন্দের বাসকক্ষ, কামারপুকুরে শ্রীরামকৃষ্ণ মন্দির, জয়রামবাটীতে মাতৃমন্দির, বাগবাজারে মায়ের বাড়ি, দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দির। ছ’টি ছবিতে শ্রীরামকৃষ্ণ-সারদা দেবী-স্বামী বিবেকানন্দের পুণ্যস্মৃতি ছোঁয়া স্থানগুলির ছবি উঠে এসেছে রামকৃষ্ণ মঠ, বাগবাজারের উদ্বোধন কার্যালয়ের উদ্যোগে প্রকাশিত ২০২২ সালের ক্যালেন্ডারে। ইংরেজি ও বাংলা তারিখের মেলবন্ধনে এই ক্যালেন্ডারে চিহ্নিত বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে উৎসবাদি ও পূজা-পার্বণগুলি। নির্দেশ করা আছে রামকৃষ্ণ-পার্ষদদের জন্মতিথি, একাদশী-অমাবস্যা-পূর্ণিমা, বাঙালি জীবনে পালিত ও উদ্যাপিত উৎসব ও ছুটির দিনাঙ্কগুলিও। প্রকাশ পেল গত ৬ অক্টোবর, মহালয়ায়।
পার্বণী
স্রেফ উৎসবের সাহিত্য নয়, পিছনে ফেলে আসা সময় ও এই বিশেষ বছরকে ফিরে দেখেছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বর্তমান ছাত্রছাত্রীদের ই-ম্যাগাজ়িন অ-মৃত’র ‘পার্বণী’ সংখ্যা। প্রেসিডেন্সির বাংলার প্রাক্তনী, কবি শঙ্খ ঘোষ ও অলোকরঞ্জন দাশগুপ্তর সাহিত্যকৃতির কিছু অংশ ফিরে দেখার প্রয়াসের পাশে আছে অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্মসার্ধশতবর্ষে শ্রদ্ধার্ঘ্যও। করোনাকালে বাংলা শব্দভান্ডারে যুক্ত হওয়া নতুন শব্দ নিয়ে প্রবন্ধ, শার্ল বোদল্যের-এর জন্মদ্বিশতবর্ষ উপলক্ষে তাঁর কবিতার বাংলা অনুবাদ, আর বিশেষ আকর্ষণ— শিল্পী, ভাস্কর রমেশ পালের দুর্গাপ্রতিমার আলোকচিত্রের ডিজিটাল অার্কাইভ। শিক্ষা, শিল্প ও সংস্কৃতি জগতের বিশিষ্টজনের সঙ্গে প্রেসিডেন্সির ছাত্রছাত্রীদের লেখায় ভরা ডিজিটাল সংখ্যাটি প্রকাশ পেল মহালয়ায়।
নকশি কাঁথা