Advertisement
০২ মে ২০২৪

কালীপুজোয় ডিজে বন্ধে লিফলেট বিলি পুলিশের

প্রতি বছর যাতে কেউ শব্দবাজি না ফাটান তার জন্য প্রচার চালানো হয়। এ বার বিসর্জনের মিছিলে ডিজে সেট যাতে না বাজে, তার জন্য পুজো কমিটি এবং যাঁরা ডিজে ভাড়া দেন তাঁদের সর্তক করেই ওই পোস্টার লাগানো বা লিফলেট বিলি করা হচ্ছে।

এমনই পোস্টার লাগানো হয়েছে পুলিশের তরফে। নিজস্ব চিত্র

এমনই পোস্টার লাগানো হয়েছে পুলিশের তরফে। নিজস্ব চিত্র

শিবাজী দে সরকার
শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০১৭ ০২:৩৯
Share: Save:

বিসর্জনের মিছিল-সহ খোলা জায়গায় ডিজে বাজানো এ রাজ্যে নিষিদ্ধ। তা সত্ত্বেও দুর্গাপুজো এবং গণেশ পুজোর বিসর্জনের শোভাযাত্রায় ডিজের ব্যবহার সামনে এসেছে শহরের বিভিন্ন প্রান্তে। কালীপুজোয় যাতে সেই অভিযোগ না ওঠে, তার জন্য এ বার বিভিন্ন এলাকায় পোস্টার লাগানো এবং লিফলেট বিলি করা শুরু করল কলকাতা পুলিশ। সোমবার রাত থেকে গড়িয়াহাট এলাকায় এগুলি বিলি করা শুরু হয়। লালবাজার সূত্রের খবর, প্রতি বছর যাতে কেউ শব্দবাজি না ফাটান তার জন্য প্রচার চালানো হয়। এ বার বিসর্জনের মিছিলে ডিজে সেট যাতে না বাজে, তার জন্য পুজো কমিটি এবং যাঁরা ডিজে ভাড়া দেন তাঁদের সর্তক করেই ওই পোস্টার লাগানো বা লিফলেট বিলি করা হচ্ছে। লালবাজার সূত্রের খবর, সোমবার কালীপুজো নিয়ে কলকাতা পুলিশের অফিসারদের একটি বৈঠক ছিল। সেখানে পুলিশ কমিশনার শব্দবাজির পাশাপাশি ডিজে বক্স যাতে না বাজে, তা দেখার জন্য ওসি-দের নির্দেশ দিয়েছেন।

পুলিশ জানায়, পুজোর অনুমতি নেওয়ার সময়েই সংশ্লিষ্ট পুজো কমিটিকে পুলিশ ও পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে জানাতে হয়, বিসর্জনের মিছিলে ডিজে বা বড় সাউন্ড বক্স বাজানো হবে না। শব্দদানবকে পরাস্ত করতেই ওই ‘মুচলেকা’ নেওয়া হয় বলে পুলিশের দাবি। কিন্তু তা সত্ত্বেও দক্ষিণ শহরতলি, বিশেষ করে টালিগঞ্জ ট্রাম ডিপো থেকে গড়িয়া পর্যন্ত নেতাজি সুভাষচন্দ্র বসু রোডের দু’দিক আটকে একের পর এক বিসর্জনের মিছিলে ডিজে বাজতে থাকে। একই ছবি দেখা যায় করুণাময়ী থেকে কবরডাঙ্গা পর্যন্ত এমজি রোডে এবং বেহালা বীরেন রায় রোডে (পশ্চিম)। বড় রাস্তা বাদে অলিতে-গলিতেও ডিজের দেখা মেলে বিসর্জনের শোভাযাত্রায়।

লালবাজার জানিয়েছে, এ বার দুর্গা পুজোর বিসর্জনের শোভাযাত্রায় ডিজে বা সাউন্ডবক্সের তাণ্ডব কিছুটা কম হয়েছে। কিন্তু কালী পুজোয় যাতে সেটুকুও না হয়, তার জন্যই ওই লিফলেট বিলি। তাতে বলা হয়েছে, শব্দবাজির মতো ডিজে বা মাইক ব্যবহারও সম্পূর্ণ নিষিদ্ধ। এই নির্দেশ লঙ্ঘন করা হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা পুজো কমিটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। লালবাজারের এক কর্তা জানান, শব্দবাজি এবং ডিজে যে নিষিদ্ধ তা জানিয়ে পুজো মণ্ডপ, বাজার, বড় বড় আবাসনে ওই পোস্টার লাগানোর নির্দেশ জারি করা হয়েছে।

বৃহস্পতিবার পুলিশের সঙ্গে সমন্বয় বৈঠকে পুজো কমিটিগুলির তরফে ডিজে বন্ধ করার ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছিল। তাঁদের দাবি ছিল, বিসর্জনের শোভাযাত্রা-সহ কালীপুজোয় যাঁরা ডিজে বক্স ভাড়া দেন, তাঁদের সঙ্গে আগে থেকেই পুলিশ কথা বলুক। পুলিশ সূত্রের খবর, থানার ওসি-রা পুজো কমিটির সঙ্গে কথা বলার পাশাপাশি যাঁরা ডিজে ভাড়া দেন তাঁদেরও সতর্ক করে দিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার কথা স্মরণ করিয়ে দিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE