Advertisement
০৪ মে ২০২৪
North Dumdum Municipality

North Dumdum: ঘাটতি মেটাতে পৃথক জল প্রকল্প উত্তর দমদমে

পুরসভা সূত্রের খবর, এই প্রকল্পের জেরে পুরসভা নিজেই জল শোধন করতে পারবে।

ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২১ ০৬:৪৮
Share: Save:

এলাকায় পানীয় জলের ঘাটতি ছিলই। তা মিটিয়ে এ বার পানীয় জলে স্বয়ংসম্পূর্ণ হতে চলেছে উত্তর দমদম পুরসভা। বুধবার মধ্যমগ্রামে উত্তর ২৪ পরগনা জেলার প্রশাসনিক বৈঠক থেকে উত্তর দমদম পুরসভা এলাকার জন্য পরিস্রুত পানীয় জল প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পুরসভা সূত্রের খবর, এই প্রকল্পের জেরে পুরসভা নিজেই জল শোধন করতে পারবে। এই পরিস্রুত পানীয় জল প্রকল্পের কাজ শেষ হলে উপকৃত হবেন প্রায় তিন লক্ষ ২৫ হাজার মানুষ। পুরসভার চার নম্বর ওয়ার্ডের ফিঙ্গাতে প্রায় আট বিঘা জমি জুড়ে এই প্রকল্পটি তৈরি হবে। প্রকল্পের কাজের দায়িত্বে রয়েছে কেএমডিএ-র হাতে। এর মাধ্যমে দৈনিক এক কোটি গ্যালন জল পরিস্রুত করে তা সরবরাহ
করা হবে। তার জন্য প্রয়োজনীয় ক্ষমতার জেটি, পাম্প হাউস তৈরি করা হবে।

ইতিমধ্যেই পরিস্রুত জল সরবরাহের জন্য অধিকাংশ জায়গায় পাইপলাইন পাতার কাজ হয়েছে। মোট ৩৭.৮৫ কিলোমিটার পাইপলাইন পাতা হবে। বাকি অংশের কাজ দ্রুত শেষ করা হবে বলে খবর। পাশাপাশি পরিস্রুত পানীয় জল রাখার জন্য দু’টি ওয়ার্ডে দু’টি উঁচু জলাধার তৈরি করা হবে। এই প্রকল্পের জল সরবরাহের জন্য ২০ হাজার বাড়িতে জল সংযোগ ব্যবস্থা তৈরি করা হবে।

বর্তমানে বরাহনগরের জল প্রকল্প থেকে দৈনিক ৩৮ লক্ষ গ্যালন জল সরবরাহ করা হয় উত্তর দমদমে। কিন্তু এই পুর এলাকার দৈনিক চাহিদা বাড়তে বাড়তে বর্তমানে প্রায় ১৩-১৪ মিলিয়ন গ্যালনে পৌঁছেছে। তাই সেই ঘাটতি মেটাতেই এই নতুন প্রকল্পের পরিকল্পনা।

পুরসভার মুখ্য প্রশাসক বিধান বিশ্বাস জানান, পরিস্রুত পানীয় জলের ঘাটতি বহু দিন ধরেই ছিল এলাকায়। তাই এ বিষয়ে পরিকল্পনা করে পুরসভা। স্থানীয় বিধায়ক তথা পুরমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের উদ্যোগে নতুন জল প্রকল্পের প্রস্তাব নেওয়া হয়। প্রকল্প শেষ হলে পুর এলাকায় আর জলের ঘাটতি থাকবে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

North Dumdum Municipality Drinking Water Crisis
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE