Advertisement
০৩ মে ২০২৪

পুর অধিবেশনে সিঙ্গুর প্রসঙ্গ

২০১৬ সালে সিঙ্গুরে টাটার কারখানা ভাঙার জন্য ঠিকাদার নিয়োগ করেছিল কলকাতা পুর প্রশাসন।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৮ ০২:০৫
Share: Save:

২০১৬ সালে সিঙ্গুরে টাটার কারখানা ভাঙার জন্য ঠিকাদার নিয়োগ করেছিল কলকাতা পুর প্রশাসন। কিন্তু ওই কারখানা ভাঙার খরচ কেন তারা মেটাবে, তা নিয়ে প্রশ্ন উঠেছিল পুরসভারই অফিসার মহল থেকে। মেয়র পরিষদের বৈঠকেও প্রসঙ্গটির ফয়সালা হয়নি। এ বার বিষয়টি উঠল পুর অধিবেশনেও। ওই কাজের ব্যয় পুর কর্তৃপক্ষ অনুমোদন করেছেন কি না এবং ঠিকাদারেরা তাঁদের টাকা পেয়েছেন কি না, বৃহস্পতিবার অধিবেশনে জানতে চান বাম কাউন্সিলর দেবাশিস মুখোপাধ্যায়।

মেয়র শোভন চট্টোপাধ্যায় বলতে শুরু করলেও তাঁর কথায় বারবার আসে সিঙ্গুর আন্দোলন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদানের কথা। এর পরেই চিৎকার শুরু করেন বামেরা। তাতে কান দেননি মেয়র। পরে দেবাশিসবাবু বলেন, ‘‘উত্তর না থাকায় মেয়র গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন।’’

পরে শোভনবাবু বলেন, ‘‘মনে রাখতে হবে, সিঙ্গুর একটা ঐতিহাসিক আন্দোলন ছিল। তবে ওই বিল মেটানোর জন্য আইন মেনে ব্যবস্থা নিচ্ছে পুর প্রশাসন। ঠিকাদারদের পাওনা মিটিয়ে দেওয়া হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tata Singur Session
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE