Advertisement
০২ এপ্রিল ২০২৩

সৌর বিদ্যুৎ হবে ধাপায়

ধাপার মাঠে এ বার পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে। পুরসভাকে এ ব্যাপারে প্রকল্প-রিপোর্ট জমা দিয়েছেন অপ্রচলিত শক্তিবিজ্ঞানী শান্তিপদ গণচৌধুরী।

কুন্তক চট্টোপাধ্যায়
শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৭ ০১:০২
Share: Save:

ধাপার মাঠে এ বার পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে। পুরসভাকে এ ব্যাপারে প্রকল্প-রিপোর্ট জমা দিয়েছেন অপ্রচলিত শক্তিবিজ্ঞানী শান্তিপদ গণচৌধুরী।

Advertisement

শান্তিপদবাবু জানান, ধাপায় ১০ ফুট উঁচু ছাতার মতো করে সৌর প্যানেল বসানো হবে। এর ফলে সেখানে আনাজ চাষের কোনও ক্ষতি হবে না। বরং মাটির আর্দ্রতা বজায় থাকবে। ‘‘ধাপা থেকে প্রায় ৪০ মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করা সম্ভব। কিন্তু আপাতত দেড় মেগাওয়াটের পরিকল্পনা দেওয়া হয়েছে’’— বলছেন শান্তিপদবাবু। ওই সৌরবিদ্যুৎ কেন্দ্র গড়তে খরচ হবে ৯ কোটি টাকা।

এমন বিদ্যুৎ কেন্দ্র গড়ে লাভ কী? পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, সৌরবিদ্যুৎ তৈরি হলে তাপবিদ্যুৎ কম ব্যয় হবে। তাতে বছরে পুরসভার সাশ্রয় হবে দেড় কোটি টাকা। পাশাপাশি, পরিবেশে দেড় টন কার্বন নির্গমনও কমানো যাবে। পুরসভা সূত্রে বলা হচ্ছে, কলকাতাকে পরিবেশবান্ধব করতেই এই ভাবনা। দেশপ্রিয় পার্কে এখন সৌরশক্তি থেকেই আলো জ্বলে। পুরকর্তারা বলছেন, খাস কলকাতায় বিদ্যুৎ কেন্দ্র গড়ার জায়গা নেই। তাই ধাপার মাঠ বাছা হয়েছে।

পূর্ব কলকাতা জলাভূমির মধ্যে থাকা ধাপা পরিবেশগত গুরুত্বের বিচারে ‘রামসর’ তালিকাভুক্ত। সেখানে কি বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা যাবে? মেয়র পারিষদ (উদ্যান) দেবাশিস কুমার জানান, বিষয়টি এখনও পরিকল্পনা-প্রস্তাব আকারেই আছে। এ নিয়ে পুরসভায় আলোচনা হবে। রামসরের বিষয়টি নিয়ে পরিবেশ দফতরের সঙ্গেও কথা বলা হবে। পুরসভার একটি সূত্রের মতে, ওই এলাকায় তেমন নির্মাণ হচ্ছে না। বরং পরিবেশ রক্ষার উপায় হিসেবে সৌরবিদ্যুৎ কেন্দ্র গড়া হবে। ফলে রামসর বিধি বাধা তৈরি করবে না।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.