Advertisement
০৩ মে ২০২৪

বাতিল তার ও হোর্ডিং সরাচ্ছে দক্ষিণ দমদম

দক্ষিণ দমদম পুরসভা সূত্রের খবর, তারের চাপে কোথাও বাতিস্তম্ভ হেলে পড়েছে, তো কোথাও আবার ফুটপাথের অর্ধেকটা আটকে গিয়েছে। কোথাও আবার বাড়ির বাসিন্দারা কেব্‌ল সংযোগ বিচ্ছিন্ন করে দিলেও তার সরানো হয়নি।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

কাজল গুপ্ত
শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০১৮ ০১:৩৯
Share: Save:

নিউ টাউনে মাটির নীচ দিয়ে কেব্‌ল স‌ংযোগের তার নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়েছে। সল্টলেকের পাঁচ নম্বর সেক্টরে তথ্যপ্রযুক্তি তালুকেও সেই কাজ শুরু হয়েছে। বিধাননগর পুরসভা জানিয়েছে, তারাও কেব‌্‌লের সব তার ভূগর্ভে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে।

কিন্তু দক্ষিণ দমদমের মতো এলাকায় দ্রুত এই ধরনের ব্যবস্থা কার্যকর করা সম্ভব নয় বলেই জানিয়েছেন ওই পুরসভার কর্তারা। তাই আপাতত সেখানকার তারের জঙ্গল থেকে বাতিল তার সরানোর সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। নাগেরবাজার মোড় থেকে সেই কাজ শুরু হবে। এর পাশাপাশি দমদম রোড, ভিআইপি রোড এবং যশোর রোড হোর্ডিংমুক্ত করার কাজও শুরু হয়েছে বলে জানিয়েছেন পুরসভার কর্তারা।

দক্ষিণ দমদম পুরসভা সূত্রের খবর, তারের চাপে কোথাও বাতিস্তম্ভ হেলে পড়েছে, তো কোথাও আবার ফুটপাথের অর্ধেকটা আটকে গিয়েছে। কোথাও আবার বাড়ির বাসিন্দারা কেব্‌ল সংযোগ বিচ্ছিন্ন করে দিলেও তার সরানো হয়নি। ওই এলাকায় অনেক দিন ধরেই তারের জঙ্গল নিয়ে নানা স্তরে আপত্তি উঠেছে। সম্প্রতি কলকাতায় একটি দুর্ঘটনার পরে ফের আপত্তি তুলেছেন বাসিন্দারা।

কলকাতা ও শহরতলির যে সব জায়গায় দীর্ঘদিন ধরেই মাটির উপর দিয়ে কেব্‌ল টানা হয়েছে, সেখানে রাতারাতি ওই ব্যবস্থা মাটির নীচে নিয়ে যাওয়া যে সম্ভব নয়, তা মেনে নিচ্ছেন প্রশাসনের কর্তারাও। ভূগর্ভে কেব্‌ল নিয়ে যাওয়ার বিষয়ে অপারেটরদের স্পষ্ট বক্তব্য, এতে আখেরে কেব্‌ল সংযোগের বিল বাড়বে।
তাতে গ্রাহকেরা মুখ ফিরিয়ে নেবেন। তার ফলে তাঁদের রুজিতে টান পড়়বে।

দক্ষিণ দমদম পুরসভার এক কর্তা জানান, কেব্‌ল ও ব্রডব্যান্ডের বহু অচল তারও যত্রতত্র ঝুলিয়ে রাখা হয়। সেগুলি খুলে ফেলার সিদ্ধান্ত হয়েছে। এতে বাতিস্তম্ভের উপরে চাপ কমবে। পুরসভার একাংশের কথায়, তারের জটে সৌন্দর্যায়ন বাধা পাচ্ছে। বিপুল পরিমাণ রাজস্বেরও ক্ষতি হচ্ছে অনুমতি না নিয়ে তার ঝোলানোর জন্য।

দক্ষিণ দমদমের অন্য একটি বড় সমস্যা যত্রতত্র হোর্ডিং। পুরকর্তারা জানিয়েছেন, এ বার ওই এলাকা হোর্ডিংমুক্ত করার কাজ শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ে ভিআইপি রোড, যশোর রোড এবং দমদম রোডে এই কাজ শুরু হয়েছে। পুরসভা সূত্রের খবর, রাজ্যের বিভিন্ন অনুষ্ঠানে দেশ-বিদেশের অতিথিরা ভিআইপি রোড দিয়েই শহরে ঢোকেন। সামনেই রাজ্য সরকারের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন রয়েছে। তাই দক্ষিণ দমদম পুরসভার আওতায় ভিআইপি রোডের যে অংশ রয়েছে, সেখান থেকে হোর্ডিং দ্রুত সরিয়ে ফেলা হবে।

তবে বাসিন্দাদের প্রশ্ন, অতীতেও রাজ্য সরকারের অনুষ্ঠানকে কেন্দ্র করে কিছু দিনের জন্য পদক্ষেপ করা হয়েছে। তার পরেই ফিরেছে হোর্ডিং। এ বারও কি তা-ই হবে? দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যানের দাবি, ধাপে ধাপে গোটা দক্ষিণ দমদমকেই হোর্ডিংমুক্ত করা হবে। কেব্‌লের ক্ষেত্রেও আপাতত অচল তার সরানো হবে। অদূর ভবিষ্যতে ভূগর্ভ ধরে কেব্‌ল লাইন নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dumdum South Dumdum municipality hoarding
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE