Advertisement
১৭ মে ২০২৪
অপেক্ষা ফরেন্সিক রিপোর্টের

পিজি-তে আগুনের তদন্তে বিশেষ দল

গোয়েন্দা বিভাগের ডেপুটি কমিশনারের (স্পেশাল) নেতৃত্বে ওই বিশেষ তদন্তকারী দল বা স্পেশাল ইনভেস্টিগেশন টিমে (সিট) রয়েছেন গোয়েন্দা বিভাগের পাঁচ সদস্য।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৬ ০২:০১
Share: Save:

এসএসকেএমে আগুন লাগার ঘটনায় গোয়েন্দাদের নিয়ে বিশেষ তদন্তকারী দল গঠন করল লালবাজার।

গোয়েন্দা বিভাগের ডেপুটি কমিশনারের (স্পেশাল) নেতৃত্বে ওই বিশেষ তদন্তকারী দল বা স্পেশাল ইনভেস্টিগেশন টিমে (সিট) রয়েছেন গোয়েন্দা বিভাগের পাঁচ সদস্য। বম্ব স্কোয়াডের এক অফিসারও রয়েছেন। হাসপাতাল সূত্রে খবর, সিট-এর এই সদস্যেরা ইতিমধ্যেই বেশ কয়েকবার রোনাল্ড রস বিল্ডিংয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে সোমবার রাত পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি বলে লালবাজার সূত্রে খবর।

২১ নভেম্বর সকালে রোনাল্ড রস বিল্ডিংয়ের সাততলার গ্রন্থাগারে আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দাঁড়িয়েই ওই অগ্নিকাণ্ডের পিছনে অন্তর্ঘাতের আশঙ্কা প্রকাশ করেন তিনি। এমনকী হাসপাতালে দমকলমন্ত্রী শোভন চট্টোপাধ্যায় এবং পুলিশকর্তাদের সঙ্গে কথা বলার পরে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘‘কেন আগুন লেগেছে, তদন্ত করে দেখা হবে। আগুন লেগেছে না লাগানো হয়েছে, দেখা হবে সে দিকটিও।’’ পরের দিনই হাসপাতাল-কর্তৃপক্ষ ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন। নাশকতার উদ্দেশ্যেই কেউ ওই আগুন লাগায় বলে অভিযোগ করা হয়।

পুলিশ সূত্রে খবর, প্রথমে ভাবনীপুর থানা তদন্ত শুরু করলেও গত সপ্তাহে তদন্তভার তুলে দেওয়া হয় লালবাজারের গোয়েন্দাদের হাতে। গোয়েন্দা বিভাগের পাঁচটি সেকশন থেকে বাছাই করা অফিসার নিয়ে তৈরি হয় সিট। যার নেতৃত্বে থাকবেন গোয়েন্দা বিভাগের ডেপুটি কমিশনার (স্পেশাল)।

কিন্তু ঘটনার পর দু’সপ্তাহ কেটে গেলেও এবং সিট হওয়ার পরেও কেন কিনারা হল না আগুনের?

পুলিশের দাবি, প্রাথমিক ভাবে এই ঘটনায় এখনও নাশকতার কোনও প্রমাণ পায়নি সিট। তদন্তে তারা জানতে পারে, হাসপাতালের সাততলায় গ্রন্থাগারের পাশে রয়েছে বেশ কয়েকটি বেসরকারি টেলিকম সংস্থার সার্ভার রুম। যাদের টাওয়ার রয়েছে ওই বিল্ডিংয়ের ছাদে। গ্রন্থাগারের একটি অংশ নিয়েই ওই সার্ভার রুমটি তৈরি হয়েছে। সেখানেই প্রথম আগুনের শিখা দেখা যায় বলে তদন্তকারীরা জেনেছেন। তবে কী ভাবে আগুন লাগল, তা জানতে ফরেন্সিক বিভাগের বিশেষজ্ঞেদের দিকে তাকিয়ে রয়েছেন সিটের সদস্যেরা। লালবাজারের এক কর্তা সোমবার বলেন, ‘‘ওই বিভাগের সঙ্গে যুক্ত সকলকেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ওই টেলিকম সংস্থার কর্মীদের বয়ানও খতিয়ে দেখা হয়েছে। তবে তদন্তকারীরা তাকিয়ে রয়েছেন ফরেন্সিক বিশেষজ্ঞদের রিপোর্টের দিকে। এই মামলায় ওটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

SSKM PG Hoapital
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE