Advertisement
E-Paper

থিমের বিচিত্র আয়োজনে দীপাবলিতে সাজছে রাজারহাট

পুজোর বাজেটের দু’ভাগ। এক ভাগ পুজোয় ব্যয় হবে। বাকিটা নানা সামাজিক কাজের জন্য। তাই কালীপুজো এলেই মুখে হাসি ফোটে এলাকার অনাথ, দুঃস্থদেরও। এ ভাবেই গত কয়েক বছর ধরে কালীপুজোয় নিজেদের জায়গা করে নিয়েছে রাজারহাট। এ বারও ব্যতিক্রম হচ্ছে না। লালকুঠি পার্থনগরের নেতাজি সঙ্ঘে যেমন বিশাল পুজোর পাশেই কয়েকদিন ধরে চলবে সামাজিক কর্মসূচি।

অরুণাক্ষ ভট্টাচার্য

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০১৪ ০০:৫১
জোর কদমে চলছে মণ্ডপ তৈরির কাজ। রাজারহাট নেতাজি সঙ্ঘে।  ছবি: সুদীপ ঘোষ।

জোর কদমে চলছে মণ্ডপ তৈরির কাজ। রাজারহাট নেতাজি সঙ্ঘে। ছবি: সুদীপ ঘোষ।

পুজোর বাজেটের দু’ভাগ। এক ভাগ পুজোয় ব্যয় হবে। বাকিটা নানা সামাজিক কাজের জন্য। তাই কালীপুজো এলেই মুখে হাসি ফোটে এলাকার অনাথ, দুঃস্থদেরও। এ ভাবেই গত কয়েক বছর ধরে কালীপুজোয় নিজেদের জায়গা করে নিয়েছে রাজারহাট। এ বারও ব্যতিক্রম হচ্ছে না।

লালকুঠি পার্থনগরের নেতাজি সঙ্ঘে যেমন বিশাল পুজোর পাশেই কয়েকদিন ধরে চলবে সামাজিক কর্মসূচি। এ বারের ভাবনা ইন্দ্রধনুষ। স্বর্গ থেকে সাতটি ঘোড়ায় টানা ইন্দ্রের রথে আসবেন দেবী। মানুষের মন দীপাবলির সাত রঙে রঙিন করে তুলবে এই সাতটি ঘোড়া,এমনই দাবি উদ্যোক্তাদের। এই পুজোর উদ্বোধন করবে অনাথ শিশুরা। বর্ণাঢ্য অনুষ্ঠানের পাশাপাশি থাকবে দুঃস্থদের সোয়েটার, বই, প্রতিবন্ধীদের নানা সাহায্য। ‘মহুয়ায় জমেছে আজ মৌ গো’ এই ভাবনায় বিশাল মৌ চাক শরৎপল্লি গোপালপুর নওজওয়ান সঙ্ঘের। মৌচাকেই দেবীমূর্তি। মণ্ডপের চার দিকে ঘুরবে মৌমাছি। পাহাড়-ঝর্নার পাশাপাশি দেখানো হবে জলের অপচয় এবং হাহাকার। মহিলা পরিচালিত এই পুজোয় আলোয় থাকবে বিভিন্ন মনীষীর ছবি। মহাভারতের যুদ্ধের প্রাক মুহূর্তের দেখা মিলবে প্রগতি সঙ্ঘে।

ফাইবার গ্লাসের তৈরি রথে অর্জুন। আলোয় মেঘের মধ্যে দিয়ে কৃষ্ণের বিশ্বরূপ দর্শন হবে। রাজবাড়ির বিশাল প্রবেশদ্বার দিয়ে হস্তিনাপুরে ঢুকেই পাটের দেবী মূর্তি। থাকবে সামাজিক কর্মসূচি। পাটের মন্দির, পাটের প্রতিমা নজর কাড়বে নরেন্দ্রনগর নেতাজি ক্লাবে। হারিয়ে যাওয়া শিল্পের খোঁজে এই ভাবনা। পাটের তৈরি ঘোড়া থাকবে মণ্ডপের সামনে।

কাপড় ও প্লাইউডে তৈরি মায়াপুরের ইস্কন মন্দির দেখা যাবে নারকেলবাগান শক্তিসঙ্ঘে। ডাকাতেরা চুরি করে নিয়ে যাচ্ছে সোনার দেবীমূর্তি-সহ নানা মডেল থাকছে এই পুজোয়। এলইডি আলোয় সাজবে মাঠ, বসবে মেলা। তেঁতুলতলার পুরনো পুজো পল্লিশ্রী সঙ্ঘের মণ্ডপ বৌদ্ধমন্দিরের আদলে। ভিতরে কাঠের কারুকার্য। উপরে থাকবে বিশাল বৌদ্ধমূর্তি। এখানে তুবড়ি প্রতিযোগিতা, অনাথ শিশুদের সাহায্যে নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে। ঝিনুকের মতো বিভিন্ন সামুদ্রিক উপকরণ দিয়ে বারো মাসে তেরো পার্বণ ভাবনা নিরঞ্জনপল্লির জগদীশ স্পোর্টিং ক্লাবে। মায়ের মূর্তির পিছনে তেরোটি হাতে থাকবে তেরো পার্বণের নাম। ছোট, বড় ঝুড়ি, কুলো, শীতলপাটি ও ঝিনুক দিয়ে তৈরি গ্রামের মন্দিরের আদলে মণ্ডপের মধ্যে প্রতিমা থাকবে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবে। থাকবে ছিন্নমস্তার মডেল, এলইডি-র মনোরম আলো। আজাদহিন্দ গড় অধিবাসীবৃন্দের বৌদ্ধমন্দিরের আদলে মণ্ডপের ভিতরে প্রচুর বুদ্ধমূর্তির সঙ্গে থাকবে শান্ত স্নিগ্ধরূপী কালী। ফাইবার, প্লাই ও কাপড়ের তৈরি নব্বই ফুট উঁচু মণ্ডপের রং বদলাবে চন্দননগরের আলোয়। মানুষের জীবনের উত্থান-পতন, আলো আঁধারিই বিষয় মতিনগর স্পোর্টিং ক্লাবের। আলোর খেলায় দেখা

যাবে রাশিচক্র। গোপালপুর হাউজ তরুণ সঙ্ঘের ভাবনা মুখ ও মুখোশ। নানা মাপের মুখোশ দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপ। নতুনপল্লি যুবকবৃন্দ রাজস্থানের মন্দির ছাড়াও নবারুণ সঙ্ঘ, সাঙ্কেতিক ক্লাব, শিবকালী স্পোর্টিং-এর পুজোও দর্শনার্থীদের নজর কাড়বে।

arunakhya bhattacharjya rajar hat kali pujo madhyamgram
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy